1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা, বৈঠকে বসছে জাতিসংঘ

২৬ নভেম্বর ২০১৮

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত এক টুইটে জানিয়েছেন, সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বৈঠকে বসছে৷ তবে রাশিয়া বলছে, রোববার ইউক্রেনের জাহাজ আন্তর্জাতিক সীমানা লংঘনের পরই তাঁরা গুলি চালাতে বাধ্য হয়েছে৷

Russland Konflikt Krim Ukraine | Ukrainische Schiffe im Hafen von Kerch
ছবি: picture-alliance/dpa/Tass/S. Malgavko

ক্রাইমিয়া উপকূল থেকে রোববার ইউক্রেন নৌবাহিনীর তিনটি জাহাজ বাজেয়াপ্ত করে রুশ সেনারা৷ এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়ার পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন নিকি হ্যালি৷

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি বলছে, ‘‘কিয়েভ ইচ্ছাকৃতভাবে উসকানি দিতেই এই কাণ্ড ঘটিয়েছে বলে অকাট্য প্রমাণ রয়েছে৷'' ‘সঠিক সময়ে' সবই প্রকাশ করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি৷

জাহাজ বাজেয়াপ্তের সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে আহত তিন ইউক্রেনীয় সৈনিক এখন সুস্থ আছেন বলেও জানিয়েছে সংস্থাটি৷

রোববার সকালে ক্রাইমিয়া এবং রাশিয়ার মূল ভূখণ্ডের মধ্যে কের্শ প্রণালী বন্ধ করে দেয় রুশ সেনারা৷রাশিয়ার দাবি, অনুমতি ছাড়াই ইউক্রেনের তিনটি জাহাজ তাঁদের সীমানায় প্রবেশ করেছে৷

দুটি গোলন্দাজ জাহাজ ও একটি টাগবোট কৃষ্ণ সাগরের ওডেসা থেকে কের্শ প্রণালী হয়ে আজোভ সাগরের মারিউপোল যাচ্ছিল৷

ইউক্রেনের নৌবাহিনী জানিয়েছে, রুশ কোস্ট গার্ডের একটি জাহাজ টাগবোটটিকে ধাক্কা দেয়৷ এর ফলে জাহাজের মূল কাঠামো ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়৷

তবে জাহাজ তিনটি বাজেয়াপ্ত করার পর কের্শ প্রণালী আবার উন্মুক্ত করে দেয়া হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা আরআইএ৷

ইইউ, জার্মানি, ন্যাটোর প্রতিক্রিয়া

রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করে উপযুক্ত ‘কূটনৈতিক আইনি ব্যবস্থা' নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইউক্রেন৷ এফএসবিকে এই নৌ চলাচল সম্পর্কে আগেই অবগত করা হয়েছিল বলেও দাবি ইউক্রেন কর্তৃপক্ষের৷

এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরশেঙ্কো সোমবার জানিয়েছেন, জরুরি অবস্থা জারির জন্য দেশটির পার্লামেন্টে প্রস্তাব তুলবেন তিনি৷ জরুরি অবস্থা জারি হলে, রাষ্ট্রপ্রধানের হাতে পার্লামেন্টের অনুমতি ছাড়াই যুদ্ধাবস্থার সিদ্ধান্ত নেয়ার মতো ক্ষমতা আসবে৷

ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে, রাশিয়াকে আহ্বান জানানো হয়েছে কের্শ প্রণালীতে জাহাজ চলাচলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার৷

জার্মান উপ-পররাষ্ট্রমন্ত্রী মিশায়েল রোঠ জার্মান পাবলিক রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে দুই পক্ষকেই এমন কোনো কাজ না করার আহ্বান জানিয়েছেন, যা ‘ভয়াবহ পরিণতি' ডেকে আনতে পারে৷

বাড়ছে উত্তেজনা

২০০৩ সালে এক চুক্তি অনুযায়ী, কের্শ প্রণালীর ওপর দুই দেশেরই অধিকার রয়েছে৷ কিন্তি ২০১৫ সালের পর থেকে রাশিয়া অঞ্চলটিতে প্রায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে৷

সবশেষ ঘটনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা উত্তেজনা আরো বাড়ার আশংকা করছেন বিশ্লেষকরা৷

২০১৪ সালে আন্তর্জাতিক মতামত অগ্রাহ্য করে ইউক্রেনের ক্রাইমিয়া দখলে নেয় রাশিয়া৷ ক্রাইমিয়া পরবর্তীতে এক গণভোটের মাধ্যমে রাশিয়ায় যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়৷ এরপর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা আরো বেড়ে গেছে৷

এডিকে/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ