রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের ছয় মাস পূর্ণ হলো। ২৪ অগাস্ট আবার ইউক্রেনের স্বাধীনতা দিবসও। জেলেনস্কির হুমকি, স্বাধীনতা দিবসে রাশিয়া আক্রমণ করলে উপযুক্ত জবাব দেয়া হবে।
বিজ্ঞাপন
১৯৯১ সালের ২৪ অগাস্ট সোভিয়েত ইউনিয়নের থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে ইউক্রেন। আর ঠিক ছয় মাস আগে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। ফলে ২৪ অগাস্ট যেমন ইউক্রেনের ২১তম স্বাধীনতা দিবস, তেমনই লড়াইয়েরও ছয় মাস পূর্ণ হওয়া।
গত ছয় মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই চলছে। রাশিয়া ইউক্রেনের কিছু অঞ্চল দখল করেছে। কিছু এলাকা ইউক্রেন আবার পুনর্দখল করেছে। যুদ্ধ চলছে।
এই অবস্থায় জেলেনস্কি জানিয়েছেন, তিনি রাশিয়ার হাত থেকে ক্রাইমিয়া আবার দখল করার শপথ নিচ্ছেন। তিনি বলেছেন, ২০১৪ সালে রাশিয়া বেআইনিভাবে ক্রাইমিয়া দখল করে নেয়। জেলেনস্কি বলেছেন, ক্রাইমিয়া স্বাধীন করাটা খুবই জরুরি।
ইউক্রেনে আরো তীব্র আক্রমণের ইঙ্গিত
আগামী কিছুদিনের মধ্যে নতুন আক্রমণের পথে যেতে পারে রাশিয়া। সতর্কবার্তা অ্যামেরিকার। গাড়িবোমা বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করল ক্রেমলিন।
ছবি: Andrii Marienko/AP/dpa/picture alliance
অ্যামেরিকার বার্তা
আগামী ২৪ অগাস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক জায়গায় বেসামরিক ভবন এবং বেসামরিক কাঠামোয় রাশিয়া আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে অ্যামেরিকা। তাদের গোয়েন্দা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
ছবি: Evgeniy Maloletka/AP/picture alliance
মার্কিনদের প্রতি
কিয়েভে অ্যামেরিকার দূতাবাস ইউক্রেনে বসবাসকারী মার্কিনদের নির্দেশ দিয়েছে, সাইরেন বাজলেই বাড়ির নীচে চলে যেতে হবে। বাড়ির বাইরের দেওয়াল থেকে ভিতরের দেওয়ালের দিকে থাকাই বাঞ্ছনীয়। বিপদের সংকেত পেলেই মার্কিন নাগরিকদের পালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসন জানিয়েছে, আক্রমণের আশঙ্কা আছে, তাই এবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপিত হবে না। বড় জমায়েত করতে নিষেধ করা হয়েছে।
ছবি: Gleb Garanich/REUTERS
রাশিয়ার পাল্টা
মার্কিন গোয়েন্দা রিপোর্ট নিয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি। তবে মস্কোর অদূরে গাড়িবোমা বিস্ফোরণের জন্য কিয়েভকে দায়ী করেছে ক্রেমলিন।
ছবি: Investigative Committee of Russia via REUTERS
শহিদের মর্যাদা
গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের ঘনিষ্ঠ অতিজাতীয়তাবাদী চিন্তাবিদ আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনা। মস্কো থেকে ৪০ কিলোমিটার দূরে তার গাড়িতে বিস্ফোরণ হয়। সোমবার পুটিন তাকে বিশেষ বীরের মরনোত্তর সম্মান দিয়েছেন।
ছবি: TSARGRAD.TV via REUTERS
রাশিয়ার গোয়েন্দাদের দাবি
রাশিয়ার গোয়েন্দাদের দাবি এক ইউক্রেনের নারী একাজ করেছেন। মেয়েকে নিয়ে মাসখানেক আগে তিনি রাশিয়া গেছিলেন। দুগিনার কমপ্লেক্সেই বাড়ি ভাড়া নেন। শনিবার বিস্ফোরণ ঘটিয়ে তিনি এস্তোনিয়ায় পালিয়ে গেছেন বলে তাদের দাবি। ইউক্রেন এবিষয়ে কোনো মন্তব্য করেনি।
ছবি: Investigative Committee of Russia via REUTERS
ইউক্রেনের দাবি খারিজ
পশ্চিমা বিশ্বের কাছে বিশেষ দাবি জানিয়েছিল ইউক্রেন। বলা হয়েছিল, রাশিয়ার সব নাগরিকের ভিসা নিষিদ্ধ করা হোক। কিন্তু অ্যামেরিকা জানিয়েছে, তা করা সম্ভব নয়। নির্দিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রেই কেবল একাজ করা সম্ভব।
ছবি: privat
7 ছবি1 | 7
জেলেনস্কির হুমকি, স্বাধীনতা দিবসে রাশিয়া হামলা করলে তার উপযুক্ত জবাব দেয়া হবে। স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় ভিডিও ভাষণে জেলেনস্কি জানিয়েছেন, ''কাল আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিন রাশিয়া ভয়ংকরভাবে আক্রমণ চালাতে পারে।'' কিয়েভে মার্কিন দূতাবাস থেকেও একই কথা বলা হয়েছে। রাশিয়া ইউক্রেনের স্বাধীনতা দিবসে সাধারণ মানুষকে লক্ষ্য করে আক্রমণ করতে পারে।
জেলেনস্কি বলেছেন, বুধবার স্বাধীনতা দিবসে রাশিয়া যদি কিয়েভে আক্রমণ চালায়, তাহলে তারা কড়া জবাব পাবে। প্রতিদিন সেই জবাব আরো শক্তিশালী হবে।
ইউক্রেনের সমর্থনে
পোল্যান্ডের প্রেসিডেন্ট ডুডা জেলেনস্কির সঙ্গে দেখা করে বলেছেন, অন্য দেশের নেতারা যেন রাশিয়ার আগ্রাসন নিয়ে চোখ বন্ধ করে বসে না থাকেন। তিনি বলেছেন, ক্রাইমিয়া ইউক্রেনের অংশ ছিল এবং থাকবে।
জার্মান চ্যান্সেলার শলৎস রাশিয়ার নিন্দা করে বলেছেন, ইউক্রেনের অখণ্ডতা রক্ষা করা হবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন জানিয়েছেন, ''গত ফেব্রুয়ারি থেকে রাশিয়া ক্রাইমিয়াকে কেন্দ্র করে ইউক্রেনের উপর আক্রমণ চালাচ্ছে। এটা মেনে নেয়া য়ায় না।''
পুটিনের ভাস্কর্যের সঙ্গে খেলছে বাচ্চারা
নিউইয়র্কের ম্যানহাটানের সেন্ট্রাল পার্কে সম্প্রতি শিশুদের খেলার জায়গায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের ভাস্কর্য দেখা গেছে৷ ইউক্রেন যুদ্ধের সমালোচনা করা এর উদ্দেশ্য বলে জানিয়েছেন ফরাসি শিল্পী জেমস কলোমিনা৷
ছবি: Andrew Kelly/REUTERS
টার্গেট পুটিন!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের একটি ভাস্কর্য লক্ষ্য করে ওয়টার পিস্তল ধরে আছে এক শিশু৷
ছবি: Andrew Kelly/REUTERS
নিউইয়র্কে শিশু পুটিন!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানের সেন্ট্রাল পার্কে সম্প্রতি শিশুদের খেলার জায়গায় পুটিনের ভাস্কর্য দেখা গেছে৷ লাল রংয়ের ভাস্কর্যটি বানিয়েছেন ফরাসি শিল্পী জেমস কলোমিনা৷ পুটিনকে একটি ক্ষুদ্রাকৃতির ট্যাঙ্কে বাচ্চাদের মতো করে বসে থাকতে দেখা গেছে৷
ছবি: Andrew Kelly/REUTERS
যুদ্ধের সমালোচনা
ইনস্টাগ্রামে পুটিনের ভাস্কর্যের সঙ্গে বাচ্চাদের খেলার ছবি পোস্ট করে কলোমিনা লেখেন, ‘‘এই ভাস্কর্যের লক্ষ্য অযৌক্তিক যুদ্ধের নিন্দা করা এবং অন্যদের দ্বারা তৈরি সহিংসতা ও বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি শিশুদের সাহসকে তুলে ধরা৷’’
ছবি: Andrew Kelly/REUTERS
প্যারিস ও বার্সেলোনায় পুটিন
কলোমিনা তার ইনস্টাগ্রামে গত মাসে প্যারিস ও বার্সেলোনার পার্কেও পুটিনের একইরকম ভাস্কর্যের ছবি প্রকাশ করেছেন৷
ছবি: Andrew Kelly/REUTERS
বাচ্চাদের আগ্রহ
পুটিনের ভাস্কর্য নিয়ে নিউইয়র্কের শিশুদের মধ্যে আগ্রহ দেখা গেছে৷ তাইতো একজন শিশুকে পুটিনের কানে আঙুল দিতে, অন্যদের পুটিনের মাথায় বালু ছিটিয়ে খেলতে দেখা গেছে৷
ছবি: Andrew Kelly/REUTERS
যুদ্ধবিরোধী বার্তা
ফরাসি শিল্পী কলোমিনা লাল রংয়ের ভাস্কর্য তৈরির জন্য পরিচিত৷ গত এপ্রিলে তিনি লাল রংয়ের আরেকটি ভাস্কর্য নির্মাণ করেছিলেন৷ সেখানে একজন শিশু সেনাকে রাইফেল হাতে দেখা গেছে৷ যদিও রাইফেলের অগ্রভাগে গোলাপ ফুল দেখা গেছে৷
ছবি: Andrew Kelly/REUTERS
6 ছবি1 | 6
ইইউ সমর্থন করে যাবে
ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ জানিয়েছেন, ইইউ ইউক্রেনকে সমর্থন করে যাবে। মাক্রোঁ বলেছেন, ''আমাদের মনোভাবে কোনো পরিবর্তন হয়নি। আমরা দীর্ঘকালীন ভিত্তিতে আমাদের চেষ্টা চালিয়ে যাব। ইউক্রেনে যে মানবিক সংকট দেখা দিয়েছে, তার পুরো দায় রাশিয়ার। তারাই ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করেছে।''
মাক্রোঁ বলেছেন, ''আমরা কোনো দুর্বলতা দেখাব না, কোনো সমঝোতায় যাব না, এটা আমাদের স্বাধীনতার বিষয়। সারা বিশ্বে শান্তি বজায় রাখার বিষয়।''
অ্যামেরিকা এবং ইইউ ইউক্রেনকে শয়ে শয়ে কোটি ডলারের যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করেছে। কিন্তু তারা রাশিয়ার সঙ্গে সরাসরি কোনো সামরিক সংঘর্ষে জড়ায়নি।