1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উদ্বিগ্ন পুঁজিবাজার

১৯ মার্চ ২০১৪

জ্বালানি সহ অনেক ক্ষেত্রেই রাশিয়া সঙ্গে ইউরোপের নিবিড় অর্থনৈতিক সম্পর্ক৷ চলমান ইউক্রেন সংকটের জের ধরে মস্কোর উপর আরও কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হলে তাতে কিন্তু ইউরোপেরও ক্ষতি হতে পারে৷

ছবি: Reuters

প্রায় তিন সপ্তাহ পর সোমবার ইউরোপের পুঁজিবাজার এক ধাপে অনেকটা চাঙ্গা হয়ে উঠেছিল৷ মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন বেড়ে চলায় এবং কোনো হিংসা ছাড়াই ক্রাইমিয়ায় গণভোট সম্পন্ন হয়েছে বলে বাজার সন্তুষ্ট ছিল৷ তবে মঙ্গলবারই আবার দরপতন ঘটেছে৷ রাশিয়ার উপর ইউরোপ ও অ্যামেরিকার নিষেধাজ্ঞা এখনও তেমন কড়া না হলেও ধাপে ধাপে তার মাত্রা বাড়ানো হতে পারে৷ উত্তেজনা আরও বাড়লে ইউরোপের অর্থনীতির উপর নতুন করে চাপের আশঙ্কা থেকে যাচ্ছে৷

তবে ইউরো এলাকার সামগ্রিক পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে৷ মূল্যস্ফীতির হার কমেই চলেছে৷ ফেব্রুয়ারি মাসে তার হার ছিল মাত্র ০.৭ শতাংশ৷ ১৯৯৯ সালে ইউরো চালু হওয়ার পর মূল্যস্ফীতির হার কখনো এত কমেনি৷ অনেকে মনে করছেন, আপাতত এমনটাই বজায় থাকবে৷ এদিকে ইউরোপীয় বেলআউট তহবিল – ইএসএম-কে কেন্দ্র করে সম্প্রতি যে অনিশ্চয়তা দেখা দিয়েছিলো, মঙ্গলবার জার্মান সাংবিধানিক আদালতের এক রায়ে তা কেটে গেছে৷ ৫০,০০০ কোটি ইউরো মূল্যের এই তহবিলে জার্মানির অংশগ্রহণ বৈধ কিনা, তা নিয়ে আদালতে প্রশ্ন তোলা হয়েছিলো৷ আদালত সরকারের পক্ষেই রায় দিয়েছে৷ ফলে বাজারে স্বস্তির নিঃশ্বাস পড়ছে৷

রাশিয়ার উপর ইউরোপ ও অ্যামেরিকার নিষেধাজ্ঞার মাত্রা বাড়লে এর প্রভাব পড়তে পারে পুঁজিবাজারেছবি: Reuters

আসন্ন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের আগে ব্যাংকিং ইউনিয়ন নিয়ে অগ্রগতির চেষ্টা চলছে৷ কিন্তু জার্মান ব্যাংকিং সংগঠন বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে৷ তাদের মতে, কোনো ব্যাংক নির্ধারিত কিছু স্ট্রেস টেস্ট পাশ করলেই তার অস্তিত্ব নিশ্চিত – এমনটা সব ক্ষেত্রে মনে করার কারণ নেই৷ উল্লেখ্য, অক্টোবর মাসে এই পরীক্ষার ফল প্রকাশিত হবে৷ নভেম্বর থেকে ইসিবি ইউরোপীয় ব্যাংকিং তত্ত্বাবধায়ক হিসেবে নতুন ভূমিকা শুরু করবে৷

গত শুক্রবার মুডিস রেটিং এজেন্সি সামগ্রিকভাবে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিকে স্থিতিশীল হিসেবে মূল্যায়ন করেছে৷ এতকাল রেটিং ছিল নেতিবাচক৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ইটালির নতুন প্রধানমন্ত্রী মাটেও রেনসি-র সাহসি উদ্যোগের প্রশংসা করেছেন৷ একদিকে সংস্কার, অন্যদিকে অর্থনীতিকে চাঙ্গা করতে স্টিমুলাস প্যাকেজের দাওয়াই প্রতিযোগিতার বাজারে ইটালির অবস্থান আরও শক্তিশালী করবে বলে জার্মানি আশা করছে৷ পরবর্তী কিস্তির আর্থিক সহায়তা পেতে গ্রিস এখনো আন্তর্জাতিক দাতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে৷ স্পেন অতীতের দুর্বলতা ঝেড়ে ফেলে চলতি বছরের প্রথম ৩ মাসে কমপক্ষে ০.২ শতাংশ প্রবৃদ্ধির আশা করছে৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ