1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়া-কোরিয়ার মধ্যে পাইপলাইন নিয়ে আলোচনা

২ নভেম্বর ২০১১

দক্ষিণ কোরিয়া নিজস্ব প্রয়োজনে যে জ্বালানি ব্যবহার করে - তা তারা নিজেরা উৎপাদন করে না, বরং আমদানি করে থাকে৷ হুয়ান্ডাই মোটর কোম্পানি এবং স্যামসং-এর মতো বড় বড় কোম্পানিগুলোর প্রয়োজনীয় জ্বালানি আসে অন্য দেশ থেকে৷

ফাইল ফটোছবি: AP

ইদানিং কোরিয়ায় গ্যাস সরবরাহ নিয়ে সমস্যা দেখা দিয়েছে৷ তাই জরুরি ভিত্তিতে একটি নতুন সরবরাহকারী দেশের প্রয়োজন দক্ষিণ কোরিয়ার৷ প্রশ্ন হলো - সেটি কোন দেশ?

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মুয়াং বাক'এর এ সপ্তাহে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ'এর সঙ্গে দেখা করার কথা৷ আলোচনার শীর্ষে থাকছে দক্ষিণ কোরিয়ার জ্বালানি সংকট৷ কয়েক দশক ধরে দক্ষিণ ও উত্তর কোরিয়া স্বপ্ন দেখছে এমন একটি পাইপলাইন বসানোর, যার মধ্যে দিয়ে গোটা কোরিয়া উপকূলের জ্বালানি সমস্যার সমাধান করা সম্ভব হবে৷ কিন্তু ভৌগোলিক কারণেই এই পাইপলাইনটাকে যেতে হবে উত্তর কোরিয়ার মধ্যে দিয়ে৷ আর সেখানেই দেখা দিয়েছে সমস্যা৷ কারণ দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক এখনও যে বন্ধুসুলভ নয়৷

এ বছরের অগাস্ট মাস পর্যন্তও এই পাইপলাইন তৈরির ব্যাপারটা একটা স্বপ্ন ছিল৷ এর পরপরই উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল রাশিয়া সফর করেন৷ কথা বলেন প্রেসিডেন্ট মেদভেদেভ'এর সঙ্গে৷ সেই আলোচনারও মূলে ছিল জ্বালানি সরবরাহ এবং পাইপলাইন তৈরির পরিকল্পনা৷

ছবি: AP

গত সেপ্টেম্বর মাসে দেওয়া একটি টেলিভিশন সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মুয়াং বাক বলেছিলেন, ‘‘উত্তর কোরিয়া আর রাশিয়া জ্বালানি সরবরাহ করার বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই৷ আমরাও রাশিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলছি৷ আশা করছি, কোনো এক সময়ে এই তিনটি দেশ একটি সিদ্ধান্তে উপনীত হবে৷ তখন হয়তো আরো দ্রুত এগিয়ে যাবে এ প্রকল্পের কাজ৷ আর তা যদি হয়, তবে সকলেই উপকৃত হবে৷''

বিশ্লেষকরা জানান, একটি পাইপলাইন বসানোর কথা হচ্ছে কোরিয়ার উপকূলে৷ এর ফলে দু'টি দেশই যে অর্থনৈতিকভাবে লাভবান হবে - তাতে কোনো সন্দেহ নেই৷ তবে এই গ্যাস খুব সস্তা হবে না৷ সরকারি তথ্য অনুযায়ী, প্রকল্পটি দাঁড় করাতে খরচ হবে তিন বিলিয়ন ডলারেরও বেশি অর্থ৷ সৌল-এর স্যামসং ইকোনমিক রিসার্চ ইন্সটিটিউটের পরিবেশ এবং জ্বালানি বিষয়ক গবেষক কাং হি চ্যান বিশ্বেস করেন, যে অর্থ খরচ করা হবে তা কিছুদিনের মধ্যেই পুরোপুরি উসুল হবে৷ কারণ হিসেবে তিনি বলেন, ‘‘আমাদের নিত্যদিনের চাহিদা বাড়ছে৷ বেশির ভাগ গ্যাসই ইউরোপ এবং এশিয়ার অন্যান্য দেশগুলো থেকে আসে৷ আর সেগুলো আসে জাহাজে করে৷ কিন্তু আমরা যদি পাইপলাইনের সাহায্যে রাশিয়া থেকে গ্যাস আমদানি করতে পারি, তাহলে তার মূল্য হবে প্রতিযোগিতামূলক৷''

গবেষক হি চ্যান আরো জানান, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়া যদি পাইপলাইন বসানো নিয়ে একযোগে কাজ করতে চায় তাহলে উত্তর কোরিয়াকে এগিয়ে আসতে হবে একজন বন্ধু হয়ে৷ দুই কোরিয়ার মধ্যে বিশ্বাসযোগ্য একটি সম্পর্ক গড়ে তুলতে হবে৷ আর সেটাই হবে প্রথম কাজ৷

অবশ্য বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রুশ বিশ্লেষক আন্দ্রেই লানকভ৷ সৌল-এর কুকমিন বিশ্ববিদ্যালয়ের এই বিশ্লেষক জানান, ‘‘এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প৷ রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে সবগুলো দেশই লাভবান হবে৷ তবে দুই কোরিয়ার সঙ্গে কাজ করতে হলে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, দু'টি দেশের মধ্যে সুসম্পর্ক, আদান-প্রদানে আস্থা এবং বিশ্বাস৷ এই মুহূর্তে আমি মনে করি না যে এ ধরণের কোনো কিছু দুই কোরিয়ার মধ্যে ঘটছে৷''

অথএব সত্যিই সেই স্বপ্নপূরণ হয় কিনা - এবার সেটাই দেখার বিষয়!

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ