1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়া, চীন ও ইরানের যৌথ নৌমহড়া

২৭ ডিসেম্বর ২০১৯

হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ নৌমহড়া শুরু করেছে ইরান৷ চীন ও ইরান বলছে, আঞ্চলিক সামরিক সহযোগিতা জোরদার করাই এ মহড়ার মূল উদ্দেশ্য৷

China | Präsident Xi Jinping besucht Zerstörer Xining
ছবি: picture-alliance/AP Photo/Li Gang

গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের গুরুত্বপূর্ণ দুটি তেলক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়৷ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করলেও এর পেছনে ইরানের হাত আছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব৷ সেই থেকে হরমুজ প্রণালীকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলছে৷

এমন পরিস্থিতিতেই শুক্রবার ওমান উপসাগর ও ভারত মহাসাগরে চার দিনের এই মহড়া শুরু করা হয়৷

ইরানের সামরিক মুখপাত্র জেনারেল আবল ফজল শেকারচি বলেন, তিন দেশের প্রথম এই মহড়ার মাধ্যমে ওমান উপসাগর পর্যন্ত আঞ্চলিক নিরাাপত্তা নিশ্চিত করা হবে৷

এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান জানিয়েছেন, মহড়ায় তার দেশ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রণতরী জিনিং পাঠাবে৷ তবে তিনি বলেন, এ মহড়া ‘স্বাভাবিক সামরিক বিনিময়ের অংশ' আর ‘‘আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক থাকতেই হবে এমন কোনো কথা নেই৷

এসিবি/কেএম (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ