1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়া থেকে ইরান হয়ে পণ্য ভারতে

১৩ জুন ২০২২

রাশিয়া থেকে ইরান হয়ে মাল আসছে ভারতে। এই নতুন রুটে মাল আনার পুরো বিষয়টিই সমন্বয় ও ম্যানেজ করছে ইরান।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি। ছবি: Christophe Forestier/abaca/picture alliance

ইরানের রাষ্ট্রায়ত্ত্ব শিপিং কোম্পানি রাশিয়া থেকে নতুন রুটে ভারতে মাল আনার কাজ শুরু করে দিয়েছে। এই রুটই হবে নতুন বাণিজ্যিক করিডোর, যেখানে রাশিয়া থেকে পণ্যবাহী জাহাজ ইরান হয়ে এশিয়ার দেশগুলিতে আসবে।

এখন যে পণ্য রাশিয়া থেকে আসছে, তা হলো, দুইটি ৪০ ফুট লম্বা কনটেনারে করে উড ল্যামিনেট শিট। এর ওজন ৪১ টন। ইরানের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) আস্ত্রাখানের ইরান ও রাশিয়ার যৌথ মালিকানাধীন টার্মিনালের ডিরেক্টর দারিয়ুশ জামালিকে উদ্ধৃত করে জানিয়েছে, সেন্ট পিটার্সবুর্গ থেকে যাত্রা শুরু করেছে ওই পণ্যবাহী জাহাজটি।

তবে সংবাদসংস্থার রিপোর্টে জানানো হয়নি, কবে ওই জাহাজটি যাত্রা শুরু করেছে। শুধু বলা হয়েছে, এটা নতুন বাণিজ্যিক করিডোরের পাইলট প্রজেক্ট।

আস্ত্রাখান থেকে জাহাজটি ক্যাস্পিয়ান সাগর পার হয়ে ইরানের বন্দর আনজালি আসবে। তারপর মাল সড়কপথে দক্ষিণের পোর্ট অফ বন্দর আব্বাসে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে মাল আবার জাহাজে চাপানো হবে। তারপর তা ভারতের বন্দরে আসবে বলে আইআরএনএ জানিয়েছে।

জামালি জানিয়েছেন, নতুন রুটে এই মাল পাঠানোর বিষয়টি সমন্বয় ও ম্যানেজ করছে ইরানের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইনস গ্রুপ। তাদের রাশিয়া ও ভারতে অফিস আছে। রাশিয়া থেকে পণ্য ভারতে পৌঁছতে ২৫ দিন সময় লাগবে।

রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলি নিষেধাজ্ঞা জারি করার পর ইরান এখন উত্তর-দক্ষিণ ট্র্যানসিট করিডোর প্রকল্প আবার পুনরুজ্জীবীত করতে চাইছে। এর ফলে যারা রাশিয়া থেকে ইরান হয়ে এশিয়ার বাজারে পৌঁছনো যাবে। এই পরিকল্পনা অনুযায়ী ক্যাস্পিয়ান সাগরে ইরানের বন্দরের সঙ্গে দক্ষিণ-পূর্বের বন্দর চাবাহার পর্যন্ত রেলরোড লাইন তৈরির পরিকল্পনা আছে।

জিএইচ/এসজি (ব্লুমবার্গ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ