1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশের প্রয়োজনে সমরাস্ত্র

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৩ জানুয়ারি ২০১৩

জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি মাসে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এছাড়া, রাশিয়া সফর থেকে ফিরে এসে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন রূপপুর পারমাণবিক কেন্দ্র ও পদ্মা সেতু প্রকল্পের কাজ শীঘ্রই শুরু করার৷

প্রতীকী ছবিছবি: AP

রাশিয়া সফর নিয়ে বিস্তারিত জানাতেই বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন ডাকেন৷ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়ার সহায়তায় চলতি বছরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হবে৷

তিনি বলেন, রাশিয়া থেকে সমরাস্ত্র কেনায় এবার আর্থিক সুবিধা পাওয়া যাচ্ছে৷ কারণ, স্বল্প সুদের ঋণ পরিশোধ করতে পাঁচ বছর সুযোগ পাওযা যাবে৷ দেশের প্রয়োজনেই এসব সমরাস্ত্র কেনা হচ্ছে, জানান তিনি৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: dapd

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ থেকে ১৬ই জানুয়ারি রাশিয়া সফর করেন৷ সফরের সময় রাশিয়ার সঙ্গে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং প্রতিরক্ষাসহ তিনটি চুক্তি এবং ছয়টি সমঝোতা স্মারক সই হয়৷

এর আগে রাশিয়া থেকে মিগ-২৯ কেনায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছিল৷ আবারও যদি তেমনটা হয়? – এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘‘আমি রাজনীতিবিদ, মামলা হতেই পারে৷ মামলা নিয়ে চিন্তা করিনা৷''

পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নের জন্য আর বসে থাকবে না সরকার৷ এ মাসের মধ্যে তারা সিদ্ধান্ত না জানালে বিকল্প উপায়ে পদ্মা সেতুর কাজ শুরু হবে৷

এছাড়া, নির্বাচন এবং নির্বাচনকালীন সরকার প্রশ্নে তিনি বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী৷ আর তা হবে আগামী জানুয়ারি মাসে৷ এক্ষেত্রে বিরোধী দলের যদি কোনো মতামত থাকে তাহলে তারা সংসদে গিয়ে তা জানাতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ