মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাব মানছে না জার্মানি। তারা রাশিয়াকে জি-৭-এ ঢোকাবার ঘোর বিরোধী।
বিজ্ঞাপন
ক্রিমিয়া দখল করে নেওয়া এবং পূর্ব ইউক্রেনে আগ্রাসনের কারণে জি-৭ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাশিয়াকে। সম্প্রতি ডনাল্ড ট্রাম্প প্রস্তাব করেছেন, রাশিয়াকে আবার নেয়া হোক জি-৭-এ। গ্রুপ অফ সেভেন বা জি-৭ হলো অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বের সব চেয়ে এগিয়ে থাকা দেশের গোষ্ঠী।
কিন্তু এই প্রস্তাবে রাজি নয় জার্মানি। জার্মান বিদেশমন্ত্রী হাইকো মাস জানিয়েছেন, তাঁরা ট্রাম্পের প্রস্তাব খারিজ করে দিচ্ছেন। যে কারণে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছিল, তার সমাধান এখনও হয়নি। জার্মানির একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে মাস বলেছেন, ''যতক্ষণ পর্যন্ত ওই সমস্যার সমাধান না হচ্ছে, ততক্ষণ আমি অন্তত রাশিয়ার জি-৭-এ ফিরে আসার সম্বাবনা দেখছি না। রাশিয়া নিজে উদ্যোগী হয়ে এই সমস্যার সমাধান করতে পারে। ক্রেমলিনের সেটাই করা উচিত।''
ছবিতে রুশ-ইউক্রেন দ্বন্দ্ব
কের্শ প্রণালী থেকে তিন ইউক্রেনীয় জাহাজ আটকের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে৷ এই দ্বন্দ্ব আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, ইউরোপ ছাড়িয়ে এর উত্তাপ ছুঁয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকেও৷
ছবি: Getty Images/AFP/S. Volskii
যেভাবে শুরু
ছবিতে দেখা যাচ্ছে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে ক্রাইমিয়া উপদ্বীপের সংযোগ স্থাপনকারী সেতুর ওপর রুশ জেট বিমান উড়ছে৷ ইউক্রেনের তিন কার্গো জাহাজ আটকের পর এভাবেই মহড়া দেয় রুশ বিমানবাহিনী৷
ছবি: Reuters/P. Rebrov
আটক জাহাজ
ইউক্রেনের জাহাজ তিনটি কৃষ্ণ সাগর থেকে কের্শ প্রণালী হয়ে আজভ সাগরে যাচ্ছিল৷ এক চুক্তি অনুযায়ী কের্শ প্রণালীতে রাশিয়া ও ইউক্রেন, দুই দেশেরই নিয়ন্ত্রণ রয়েছে৷ কিন্তু রাশিয়ার দাবি, বারবার সাবধান করা সত্ত্বেও আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে রাশিয়ার সীমানায় ঢুকে পড়েছিল জাহাজগুলো৷
ছবি: Reuters/A. Dmitrieva
আটক নাবিক
জাহাজগুলোতে থাকা নাবিকদের আটক করেছে রুশ নৌবাহিনী৷ তাঁদের বিরুদ্ধে ক্রাইমিয়ার আদালতে অভিযোগও দায়ের করা হয়েছে৷ ছবিতে দেখা যাচ্ছে, ক্রাইমিয়ার সিম্ফারপোলে আদালতে এক আটক ইউক্রেনীয় নাবিককে নিয়ে যাচ্ছেন রাশিয়ার এফএসবির নিরাপত্তা সদস্য৷
ছবি: Reuters/P. Rebrov
ইচ্ছাকৃত উসকানি!
আদালতে শুনানিতে ইউক্রেনের নাবিক ইউরি বুদসিলোকে তাঁর আইনজীবীর সাথে কথা বলতে দেখা যাচ্ছে৷ পুরো ঘটনার জন্য ইউক্রেন রাশিয়াকে দায়ী করলেও রুশ সেনাবাহিনীর দাবি, বারবার সাবধান করা সত্ত্বেও রুশ জলসীমায় ঢুকে পড়ে ইউক্রেনের জাহাজ৷ এই বক্তব্যের সমর্থনে আটক নাবিকদের স্বীকারোক্তিও প্রচার করা হয়েছে রুশ গণমাধ্যমে৷ তবে ‘ভয় দেখিয়ে’ এমন কথা বলতে নাবিকদের বাধ্য করা হয়েছে, দাবি ইউক্রেনের৷
ছবি: Reuters/P. Rebrov
মার্শাল ল’
রাশিয়ার ‘অনভিপ্রেত’ ও ‘আগ্রাসী’ মনোভাবের কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেংকো৷ তাঁর প্রস্তাবে সাড়া দিয়ে রুশ সীমান্তের বেশ কিছু এলাকায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির পার্লামেন্ট৷ পাশাপাশি, আজভ সাগরে যুদ্ধজাহাজ পাঠাতে ন্যাটোকে আহ্বান জানিয়েছেন পোরোশেংকো৷
ছবি: Reuters/V. Ogirenko
প্রতিবাদ, বিক্ষোভ
জাহাজ আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইউক্রেনের জনগণের মধ্যে৷ বিশেষ করে উগ্র ডানপন্থি দলগুলো আয়োজন করেছে বিক্ষোভ কর্মসূচির৷ কিয়েভে পার্লামেন্ট ভবন এবং রুশ দূতাবাসের সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে ডানপন্থিরা৷ ছবিতে দেখা যাচ্ছে, রুশ দূতাবাসে ইউক্রেনের পতাকা ওড়ানোর চেষ্টা করছেন এক বিক্ষোভকারী৷
ছবি: Getty Images/AFP/A. Gimanov
6 ছবি1 | 6
মাস জানিয়েছেন, ''জি-২০-তে রাশিয়া আছে। জি-২০ হলো বিশ্বের সব চেয়ে শিল্পোন্নত দেশের গোষ্ঠী। জি-৭ ও জি-২০ সমন্বয় করে চলে। এরপর আমরা আর জি-১১ বা জি-১২ চাই না।''
তবে মাস রাশিয়ার গুরুত্বকে অস্বীকার করেননি। তিনি বলেছেন, ''জি-৭-এর কাছে রাশিয়া গুরুত্বপূর্ণ। কারণ, আমরা জানি, সিরিয়া, লিবিয়া, ইউক্রেনের সমস্যা সমাধান করতে গেলে রাশিয়াকে লাগবে। রাশিয়ারও উচিত, ইউক্রেনে নিজেদের ভূমিকা ঠিকভাবে পালন করা। কিন্তু রাশিয়া সেখানে খুব ধীরে চলছে।''
জার্মানি আরো একটা কারণে রাশিয়ার উপর ক্ষুব্ধ। সেটা সিরিয়া নিয়ে। রাশিয়া সেখানে ৩০ লাখ সিরীয়র কাছে ত্রাণ পৌঁছনোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মাস।