নতুন বছরের ভাষণে প্রেসিডেন্ট পুটিন বললেন, রাশিয়ার সেনা ন্যায়ের জন্য লড়ছে। রাশিয়া তাদের ন্যায্য দাবি ছাড়বে না।
বিজ্ঞাপন
পুটিন বলেছেন, ''আমরা বারবার প্রমাণ করেছি যে, আমরা অত্যন্ত কঠিন কাজ করতে পারি, সমস্যার সমাধান করতে পারি, আমরা পিছিয়ে আসি না, কোনো শক্তি আমাদের বিচ্ছিন্ন করতে পারে না।''
তিনি বলেছেন, ''২০২৪ আমাদের পরিবারের বছর হবে।''
পুটিন জানিয়েছেন, ''যারা লড়াইয়ের ময়দানে কাজে আছেন, তারা ন্যায় ও সত্য়ের জন্য লড়ছেন। আপনারা আমাদের হিরো। আমাদের হৃদয় সবসময় আপনাদের সঙ্গে আছে। আমরা আপনাদের জন্য গর্বিত। আমরা সবসময় আপনাদের সাহসকে কুর্নিশ করি।''
টেলিভিশনে এই ভাষণ প্রচারিত হয়েছে রাশিয়ার ১১টি টাইমজোনে যখন ঠিক মধ্যরাত্রি হয়েছে, তখন। সোভিয়েত আমলে ব্রেজনেভ এই রীতি চালু করেছিলেন।
রাশিয়ার লাগাতার মিসাইল আক্রমণ
জেলেনস্কির শহরের পর এবার ওডেসায় মিসাইল আক্রমণ রাশিয়ার। নিহত বেসামরিক মানুষ। ধ্বংস হয়েছে দোকান, বাড়ি, গুদাম।
ছবি: Oleksandr Ratushniak/REUTERS
মিসাইল আক্রমণ
যুদ্ধের কৌশল বদলেছে রাশিয়া। আগে তারা সেনা পাঠিয়ে সম্মুখ সমরে নেমেছিল। এবার তারা মিসাইল এবং ড্রোনের সাহায্যে ইউক্রেনে আক্রমণ চালাচ্ছে। একের পর এক শহর লক্ষ্য করে মিসাইল ছোঁড়া হচ্ছে।
ছবি: State Emergency Service of Ukraine/REUTERS
ধ্বংস ওডেসা
বুধবার দিনভর ইউক্রেনের বন্দর শহর ওডেসায় আক্রমণ চালানো হয়েছে। কৃষ্ণসাগরে মোতায়েন রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে মিসাইল হামলা হয়েছে বলে অভিযোগ। অন্তত তিনজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে।
ছবি: Lyashonok Nina/Ukrinform/ABACA/IMAGO
বেসামরিক কাঠামোয় হামলা
ওডেসার গুদাম, দোকান, বাড়ি এবং স্কুলে আক্রমণ চালানো হয়েছে। স্থানীয় প্রশাসনের বক্তব্য, প্রতিটি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
ওডেসার পাশাপাশি দনেৎস্ক অঞ্চলেও বুধবার লাগাতার মিসাইল আক্রমণ করেছে রাশিয়া। সেখানেও অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ছবি: Oleksandr Ratushniak/REUTERS
জেলেনস্কির শহরে আক্রমণ
এর আগে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছোটবেলার শহর ক্রিভি রিহে মিসাইল হামলা চালানো হয়।
ছবি: Oleksandr Ratushniak/REUTERS
আক্রান্ত কিয়েভ
কিয়েভেও প্রতিদিন ড্রোন এবং মিসাইলের সাহায্যে আক্রমণ চালানো হচ্ছে। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে কিয়েভে মিসাইল এবং ড্রোন আক্রমণ প্রতিহত করা সম্ভব হচ্ছে।
ছবি: AFP
বেলারুশে পরমাণু অস্ত্র
এদিকে বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র পৌঁছে গেছে বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো। রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে একথা জানিয়েছেন তিনি।
লাভরভ সংবাদসংস্থা রিয়াকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, লড়াইয়ের সময় বাড়াবাড়ি করার জন্য ইউক্রেনের সেনাদের দীর্ঘ কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। নয়শর মতো ইউক্রেনের সেনার বিরুদ্ধে চার হাজার ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে। .
ইউক্রেন এবং রাশিয়া দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিয়োগ করেছে, যুদ্ধের সময় তাদের সেনা অত্যাচার করেছে। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে এক লাখ ২১ হাজার অভিযোগ দায়ের করা হয়েছে।
ইউক্রেনে আবারও রাশিয়ার ‘ডাবল-ট্যাপ’ হামলা, নিহত ৯
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোকরোভস্ক শহরে সোমবার সন্ধ্যায় দুটি ক্ষেপণাস্ত্র হামলায় নয়জন নিহত হয়েছেন৷ রাশিয়া বলছে, তারা একটি কমান্ড পোস্টে হামলা করেছে৷ তবে কিয়েভ বলছে, হামলায় সাধারণ নাগরিকদের লক্ষ্য করা হয়েছে৷
ছবি: VIACHESLAV RATYNSKYI/REUTERS
দুটি ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কে সোমবার সন্ধ্যায় ৪০ মিনিটের ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে৷ এতে নয়জন প্রাণ হারান বলে মঙ্গলবার জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি৷ আহত হয়েছেন ৮২ জন৷
ছবি: State Emergency Service of Ukraine/UPI Photo via Newscom/picture alliance
দুরকম দাবি
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, তারা ইউক্রেনের সামরিক বাহিনীর একটি কমান্ড পোস্টে হামলা করেছে৷ তবে কিয়েভ বলছে, হামলায় সাধারণ নাগরিকদের লক্ষ্য করা হয়েছে৷
ছবি: Anatolii Stepanov/AFP
ক্ষতিগ্রস্ত অবকাঠামো
পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত পোকরভস্কে যুদ্ধের আগে ৬০ হাজার মানুষ বাস করতেন৷ দনেৎস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো জানিয়েছেন, হামলায় কয়েকটি আবাসিক ভবন, একটি হোটেল, ক্যাফে, দোকান ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে৷
ছবি: STATE EMERGENCY SERVICE/REUTERS
‘ডাবল-ট্যাপ’ হামলা
একটি হামলা করার কিছুক্ষণ পর আরেকটি হামলা চালানোকে ‘ডাবল-ট্যাপ’ হামলা বলে৷ এক্ষেত্রে হতাহতের সংখ্যা বেশি হওয়ার আশঙ্কা থাকে৷ কারণ প্রথম হামলার পর ঊদ্ধারকাজ শুরু হয়৷ সেই সময় আরেকটি হামলা হলে ঊদ্ধারকর্মীদের হতাহত হওয়ার আশঙ্কা থাকে৷
ছবি: VIACHESLAV RATYNSKYI/REUTERS
প্রাণ হারাচ্ছেন জরুরি সেবা কর্মীরা
ইউক্রেনের জরুরি সেবা বিভাগের মুখপাত্র জানান, রাশিয়ার ‘ডাবল-ট্যাপ’ হামলার কারণে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত জরুরি সেবা বিভাগের ৭৮ কর্মী প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ২৮০ জন৷ সোমবারের হামলায় নিহতদের মধ্যে জরুরি সেবার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বলে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেঙ্কো জানিয়েছেন৷
ছবি: Anatolii Stepanov/AFP
5 ছবি1 | 5
জাতিসংঘের মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, রাশিয়া যুদ্ধাপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক আইন ভেঙেছে।
খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার রাতে খারকিভে দুইটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। এর ফলে ২৬ জন আহত হয়েছেন।
জর্মানির সরকারি ব্রডকাস্টার জেডভিএফের এক টিভি কর্মীও আহত হয়েছেন। তিনি যে হোটেলে ছিলেন, সেখানেই ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।
খারকিভের সিটি সেন্টারে একটি বাড়ি-সহ অনেকগুলি কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শহরের মেয়র জানিয়েছেন। আহতদের মধ্যে দুইটি শিশু ও একজন ব্রিটিশ সাংবাদিকও আছেন।