রাশিয়া বিশ্বকাপে এবার এশিয়া অঞ্চল থেকে সর্বোচ্চ পাঁচটি দেশ খেলার সুযোগ পেয়েছে৷ তবে সাম্প্রতিক সময়ে খারাপ ফলাফল আর কোচ পরিবর্তনের কারণে দলগুলো বিশ্বকাপে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে৷
বিজ্ঞাপন
ফুটবলে এমনিতেই এশিয়ার দেশগুলোর অবস্থান ভাল নয়৷ পাঁচটি দেশের মধ্যেফিফা ফিফা ব়্যাংকিংয়ে ইরানের অবস্থান সবচেয়ে ভালো, এবং সেটি হচ্ছে ৩৬৷ এশিয়া অঞ্চলের বাকি চারটি দেশ হচ্ছে অস্ট্রেলিয়া (৪০), জাপান (৬০), দক্ষিণ কোরিয়া (৬১) আর সৌদি আরব (৭০)৷
এর মধ্যে একমাত্র ইরানের কোচ পর্তুগিজ কার্লোস কাইরোস দলের সঙ্গে আছেন সাত বছর ধরে৷ বাকি চার দেশের কোচ হিসেবে এখন যাঁরা আছেন, তাঁরা একবছর আগেও অন্য জায়গায় ছিলেন৷ অর্থাৎ ঐ চার দেশই সাম্প্রতিক সময়ে নতুন কোচ নিয়োগ দিয়েছে৷ এর মধ্যে সবশেষ পরিবর্তন এনেছে জাপান৷ বসনিয়ার কোচ ভাহিদ হালিলহোদিচকে সরিয়ে আকিরা নিশিনোকে কোচ নিয়োগ দিয়েছে দেশটি৷ বিশ্বকাপের আগে নিজ দলের কৌশল ঠিক করার জন্য মাত্র তিনটি প্রস্তুতিম্যাচ দেখার সুযোগ পাবেন নিশিনো৷ অবশ্য ইতিমধ্যে তিনি তাঁর লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছেন৷ অন্তত নকআউট পর্বে উঠতে চান জাপান কোচ৷ এজন্য তাদের খামেস রদ্রিগেজের কলম্বিয়া, সেনেগাল আর রবার্ট লেভান্ডোভস্কির পোল্যান্ডের গ্রুপ টপকাতে হবে৷
রাশিয়া বিশ্বকাপে যেসব দেশের না থাকা বিস্ময়ের
এ বছর রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার সুযোগ পেতে গত ১৮ মাস ধরে সারা বিশ্বজুড়ে বাছাইপর্বের খেলা হয়েছে৷ মোট ৩২টি দল খেলবে বিশ্বকাপে৷
ছবি: picture-alliance/ZumaPress
ইটালি
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দেশ রাশিয়ায় খেলতে পারবে না৷ প্লে-অফের দুই পর্বে সুইডেনকে টপকাতে পারেনি অভিজ্ঞ গোলরক্ষক বুফনের দল৷ ফলে ১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে দেখা যাবে না ইটালীয়দের৷ ১৯৬৬ সালের বিশ্বকাপে উত্তর কোরিয়ার সঙ্গে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার ঘটনাটি ইটালির ফুটবলে যেমন বড় ঘটনা, এখন থেকে রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারার ঘটনাটি সেভাবেই দেখবেন ইটালির সমর্থকরা৷
ছবি: picture-alliance/AP Photo/L. Bruno
নেদারল্যান্ডস
তিনবার বিশ্বকাপের ফাইনালে খেলেছে তারা৷ তবে একবারও জেতা হয়নি৷ এবার আর সেই সুযোগই পাচ্ছে না নেদারল্যান্ডস৷ কারণ, বাছাইপর্বে যে গ্রুপে ছিল দলটি সেখানে তারা হয়েছে তৃতীয়৷ আর পয়েন্ট কম থাকায় ইটালির মতো প্লে-অফ খেলারও সুযোগ হয়নি ডাচদের৷
ছবি: Reuters/C. Hartmann
চিলি
আলেক্সিস সাঞ্চেজের দল ২০১৫ ও ২০১৬ সালে টানা দুইবার আর্জেন্টিনাকে হারিয়ে কোপা অ্যামেরিকার সেরা হয়েছিল৷ তার আগে ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল তারা৷ সবমিলিয়ে দারুণ ফর্মেই ছিল দলটি৷ কিন্তু তারপরও রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে দক্ষিণ অ্যামেরিকার এই দেশ৷
ছবি: Reuters/R. Garrido
যুক্তরাষ্ট্র
১৯৯০ সাল থেকে টানা বিশ্বকাপে খেলেছে যুক্তরাষ্ট্র৷ তবে এবার আর রাশিয়ায় যাওয়া হচ্ছে না৷ ত্রিনিদাদ ও টোবাগোর কাছে হেরে বাদ পড়েছে দেশটি৷ হারের পর ভেঙে পড়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাট বেসলার৷
ছবি: picture alliance/dpa/AP Photo/R. Blackwell
আইভরিকোস্ট
শেষ তিন বিশ্বকাপ খেলেছে দিদিয়ের দ্রগবা আর ইয়াইয়া তোরের দল৷ তবে এখন আর তাঁরা জাতীয় দলে নেই৷ আইভরিকোস্টেরও আর রাশিয়ায় যাওয়া হচ্ছে না৷ শেষ ম্যাচে নিজেদের ঘরে মরক্কোর কাছে হেরে বাদ পড়েছে দেশটি৷ ছবিতে আইভরিকোস্টের ২০১৫ সালের জাতীয় দলকে দেখা যাচ্ছে৷
ছবি: I. Sanogo/AFP/Getty Images
ঘানা
আইভরিকোস্টের মতো ঘানাও শেষ তিন বিশ্বকাপ খেলেছে৷ এর মধ্যে ২০১০ সালে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল তারা৷ তবে এবার বাছাই পর্ব পেরোতে ব্যর্থ হয়েছে আফ্রিকার এই দেশটি৷ ছবিতে ২০১৪ সালের বিশ্বকাপে অংশ নেয়া ঘানার জাতীয় দলকে দেখা যাচ্ছে৷
ছবি: F. Leong/AFP/Getty Images
6 ছবি1 | 6
জাপানের প্রতিবেশী দক্ষিণ কোরিয়া গত জুনে জার্মান কোচ উলি স্টিলিকেকে বহিষ্কার করে৷ কারণ তখন কাতারের সঙ্গে হারের পর দেশটির টানা নয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হবার উপক্রম হয়েছিল৷ পরে এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোচ শিন তায়-ইয়ংকে নিয়োগ দেয় দক্ষিণ কোরিয়া৷ তিনি দলকে ইরান ও উজবেকিস্তানের বিপক্ষে পরের দুই ম্যাচে ড্র করাতে সহায়তা করেন৷ ফলে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ নিশ্চিত হয়৷ তবে গতমাসেই শিনের দল নর্দার্ন আয়ারল্যান্ড আর পোল্যান্ডের কাছে হেরেছে৷বিশ্বকাপেদক্ষিণ কোরিয়ার গ্রুপে আছে জার্মানি, মেক্সিকো আর সুইডেন৷
এবার আসি সৌদি আরব আর অস্ট্রেলিয়ার কথায়৷ এই দুই দেশের সাবেক কোচেরা অবশ্য নিজেরাই দল ছেড়েছেন৷ এর মধ্যে সৌদি আরবের ডাচ কোচ বেয়ার্ট ফান মারভিক পক্ষ পরিবর্তন করে অস্ট্রেলিয়ার কোচ হয়েছেন৷ তাঁর নেতৃত্বে সকারুরা প্রথম ম্যাচে বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া নরওয়ের কাছে ৪-১ গোলে হারলেও পরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করতে সমর্থ হয়েছে৷ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপের অন্য দলগুলো হচ্ছে ফ্রান্স, ডেনমার্ক ও পেরু৷
এদিকে, মারভিক চলে যাওয়ার পর মেসিদের সাবেক কোচ এডগার্ডো বাউজাকে কোচ নিয়োগ দিয়েছিল সৌদি আরব৷ তবে তাঁর স্থায়িত্ব হয়েছিল মাত্র তিন মাস৷ এরপর আন্তোনিও পিজ্জি সৌদিদের দায়িত্ব পান৷ তাঁর নেতৃত্বে প্রথম ম্যাচে ইউক্রেনের বিপক্ষে গোলশূন্য ড্র করতে সমর্থ হয় সৌদি আরব৷ তবে পরের ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের কাছে ৪-০ গোলে হেরে যায় তারা৷ রোমেলু লুকাকু দু'টি গোল করেন৷ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রাশিয়ার সঙ্গে খেলবে সৌদি আরব৷ তারপর উরুগুয়ে আর মিশরের সঙ্গে খেলা আছে তাদের৷
বিশ্বকাপে এশিয়ার দলগুলোর মধ্যে ইরানকে নিয়ে সবচেয়ে বেশি প্রত্যাশা সমর্থকদের৷ তবে তাদের গ্রুপে আছে স্পেন, পর্তুগাল আর মরক্কো৷ ফলে শক্তিশালী এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়াটা ইরানের জন্য কঠিনই হবে বলে মনে করা হচ্ছে৷
আসছে বিশ্বকাপ৷ আলোকচিত্রীরা ব্যস্ত ম্যাচের কিংবা স্টেডিয়ামের ছবি তোলার প্রস্তুতিতে৷ তবে আরেক দল ফটোগ্রাফার আছেন যাঁরা একটু অন্যরকম ছবি তুলতে পছন্দ করেন৷ সে ছবিগুলো দিয়েই সাজানো এই ছবিঘর৷
ছবি: Alvaro Olmos
একটু অন্যরকম
ফুটবলের ছবি মানেই বল, ফুটবলারদের লড়াই আর গ্যালারিতে সমর্থকদের আনন্দ-বেদনার আলোকচিত্র৷ কিন্তু ফুটবলের ব্যাপ্তি তো শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নয়! তাই কিছু অন্যরকম ছবি নিয়ে আয়োজন করা হয়েছে একটি প্রদর্শনীর৷ নাম ‘দ্য গেম ইজ নট ওভার আনটিল ইটস ওভার’৷
ছবি: Alvaro Olmos
সব বাধা পেরিয়ে
ছবিটি ভালো করে দেখুন৷ রেললাইনের দুই পাশে গোলপোস্ট দেখতে পাচ্ছেন? বেলজিয়ামে তোলা এই ছবিতে অভিবাসীরা ফুটবল খেলছেন৷ স্বভাবতই খেলতে গিয়ে বারবার লাইনের ফাঁকে বল আটকে যায়৷ কিন্তু তারপরও তো ফুটবল খেলা!
ছবি: Simon Gush
ঘরের মধ্যে ম্যাচ
দিন যত যাচ্ছে বড় শহরগুলো থেকে মাঠ হারিয়ে যাচ্ছে৷ তাই তো চীনের সাংহাই শহরের একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দারা তাঁদের ঘরকেই মাঠ বানিয়েছে৷ আর দুই গোলপোস্টের অবস্থান রান্নাঘর আর বাথরুমে!
ছবি: Chang Quing
ফুটবলের চেয়েও জরুরি
চিলির এই ছেলেটির কাছে ফুটবল খেলার চেয়েও জরুরি কাঠ কাটতে যাওয়া৷ কারণ খাবার যোগাড়৷ অবশ্য কাজে যাওয়ার আগে সে কিছুক্ষণের জন্য ফুটবল খেলে নিয়েছে৷ পেছনে বলটি পড়ে রয়েছে৷
ছবি: Gianfranco Foschino
আফগানিস্তানের নারী ফুটবলার
যেখানে মেয়েদের স্বাধীনভাবে চলাফেরার সুযোগই অনেক কম, সেখানে যে তাঁরা ফুটবল খেলছেন সেটাই তো একটা বড় খবর – তাই নয় কি? ছবির এই নারীরা আফগানিস্তানের৷ পোশাকই বলে দিচ্ছে নিজেদের নিরাপত্তার জন্য তাঁরা চিন্তিত৷
ছবি: Lela Ahmadzai
সহিংসতার রূপ সুন্দর?
বিমূর্ত এই ছবিটা ম্যাচে সংঘটিত ফাউলের কয়েকটি আলোকচিত্রে পরিবর্তন এনে তৈরি৷ দেখে মনে হচ্ছে যেন ফুলের কিংবা কোনো মেলার ছবি৷ তাহলে মনে প্রশ্ন জাগে, এই ছবির মধ্য দিয়ে কি আলোকচিত্রী ফাউলের সৌন্দর্য্যের বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন?