1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

রাশিয়া ‘মাতৃভূমি’ রক্ষার চেষ্টা করছে: পুটিন

৯ মে ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সোমবার বলেন, রাশিয়া ‘মাতৃভূমি’ রক্ষার চেষ্টা করছে৷ পশ্চিমা বিশ্ব রাশিয়া দখলের প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করেন তিনি৷

মস্কোর রেড স্কয়ারে ভাষণ দিচ্ছেন ভ্লাদিমির পুটি৷ছবি: Sefa Karacan/AA/picture alliance

নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৭৭তম বার্ষিকী উপলক্ষ্যে মস্কোর রেড স্কয়ারে আয়োজিত প্যারেডে দেয়া ভাষণে এসব কথা বলেন পুটিন৷

ইউক্রেনে চালানো হামলাকে ‘বিশেষ অভিযান' বলে আখ্যায়িত করে রাশিয়া৷ সোমবার এটিকে পুটিন ‘যুদ্ধ' বলে ঘোষণা করতে পারেন বলে পশ্চিমা বিশ্লেষকরা মনে করেছিলেন৷ এছাড়া পুটিন উত্তেজনা আরো বাড়ানোর ঘোষণা দিতে পারেন বলেও অনুমান করা হচ্ছিল৷ কিন্তু বাড়তি সেনা মোতায়েনের বিষয়ে কিছু বলেননি পুটিন৷

পুটিন বলেন, ইউক্রেনে হামলার বিষয়টি ‘সঠিক সিদ্ধান্ত' ছিল৷ এটি আগ্রাসন বন্ধের জন্য অগ্রিম পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি৷ পুটিন বলেন, ‘‘পশ্চিমা বিশ্ব রাশিয়া দখলের প্রস্তুতি নিচ্ছিল, সীমান্তে উত্তেজনা তৈরি করছিল ন্যাটো৷ তারা রাশিয়ার কথা শুনতে চায়নি, তাদের অন্য পরিকল্পনা ছিল৷''

রাশিয়ার প্রেসিডেন্ট দাবি করেন, রাশিয়া ডনবাসে ‘মাতৃভূমি' রক্ষায় লড়ছে, ‘‘যেন কেউ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষা ভুলে না যায়৷''

ভাষণে হতাহত সৈন্যদের পরিবারগুলোর দেখাশোনা করার অঙ্গীকারও করেন পুটিন৷ ‘‘প্রত্যেক সেনা ও কর্মকর্তার মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক৷ তাদের পরিবারের দেখাশোনা করতে যা করা প্রয়োজন, রাষ্ট্র তা করবে,'' বলেন তিনি৷

প্রতিক্রিয়া

পুটিনের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্টের ঊর্ধ্বতন উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেন, ‘‘ন্যাটোর সদস্যরাষ্ট্রগুলো রাশিয়ায় হামলা করতো না৷ ইউক্রেন ক্রাইমিয়ায় হামলার পরিকল্পনা করেনি৷''

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, ‘‘কোনো বিজয় দিবস থাকতে পারে না, শুধু অসম্মান ও ইউক্রেনে নিশ্চিত পরাজয় ছাড়া... তিনি (পুটিন) নিশ্চিতভাবেই হেরে গেছেন৷ রাশিয়া আর আগের মতো নেই৷''

রাশিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফাউল টুইটে বলেন, ‘‘বিজয় দিবসে পুটিন ইউক্রেন যুদ্ধে হারছে৷ রাশিয়ার সৈন্যদের ঘরে ফিরে যাবার সময় এসেছে৷''

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ