মঙ্গলবার রাশিয়া পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কোভিডের পর এটাই তার প্রথম বিদেশ সফর।
বিজ্ঞাপন
দিন কয়েক আগে অ্যামেরিকা জানিয়েছিল, কিম রাশিয়া যাবেন। পুটিনকে সমরাস্ত্র দিতে পারেন তিনি।
তাদের কথা সত্যি হলো। রাশিয়ায় পুটিনের সঙ্গে বৈঠক করবেন কিম। ব্লাডিভস্তকে এই বৈঠক হতে পারে।
উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার সকালে নিজস্ব ট্রেনে করে কিম জং উন রাশিয়ায় প্রবেশ করেন বলে তারা মনে করে।
কিমের সঙ্গে আছেন সামরিক ও দলের প্রতিনিধিরা। তবে কারা গেছেন, কতজন গেছেন তা জানানো হয়নি।
ক্রেমলিনের ওয়েবসাইটে সোমবার বলা হয়েছে, পুটিনের আমন্ত্রণে কিম আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়া সফরে আসছেন।
কী কর্মসূচি?
কোভিড ১৮-এর পর থেকে এই প্রথমবার দেশের বাইরে গেলেন কিম। কোভিড হওয়ার পর উত্তর কোরিয়া থেকে কেউ বেরোতে পারেননি।
কিম ও পুটিনের বৈঠক ব্লাডিভস্তকে হতে পারে। পুটিন সোমবার সেখানে গেছেন। বুধবার পর্যন্ত সেখানে ইস্টার্ন ইকনমিক ফোরামের বৈঠক চলবে ও পুটিনের সেখানে থাকার কথা।
বিশেষজ্ঞদের একাংশ ও মার্কিন কর্মকর্তারা মনে করেন, পুটিন এই বৈঠকে উত্তর কোরিয়ার কাছ থেকে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা চাইতে পারেন।
কিম জং উনের তিন দিনের চমক ও বিরল কিছু মুহূর্ত
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যেন আনন্দের সংবাদ দিতেই যেন হাসিমুখে, সশরীরে হাজির হয়েছেন৷ মাত্র কয়েকদিনের মধ্যে বড় দুটি ঘটনা ঘটেছে তার দেশে৷ সেসবের ছবি প্রকাশ করেছে তার সরকার৷ দেখুন ছবিঘরে...
ছবি: KCNA/Reuters
বাগানে কিম জং উন
এভাবে তাকে আগে কখনো দেখেছেন? বিরল দৃশ্য, তাই না?
ছবি: KCNA/Reuters
কিমের গ্রিন হাউস
গত বছর পর্যন্ত এই জায়গাটায় মিশাইল পরীক্ষা করা হতো, অর্থাৎ ছুঁড়ে দেখা হতো মারণাস্ত্র ঠিকঠাক কাজ করে কিনা৷ সম্প্রতি সেখানে গ্রিন হাউস খামার উদ্বোধন করেছেন কিম জং উন৷ ওপরে সেই রিয়োনফো গ্রিন হাউস ফার্মের ছবি৷
ছবি: KCNA/Reuters
ফিতা কাটার মুহূর্ত
রিয়োনফো গ্রিন হাউস উদ্বোধণর আয়োজনটা ছিল ব্যাপক৷ আনুষ্ঠানিকতার শুরু হয় এভাবে, ফিতা কেটে৷
ছবি: KCNA/Reuters
মহানন্দে কিম
রিয়োনফো গ্রিন হাউস ফার্ম উদ্বোধনের সময় খুব ফুরফুরে মেজাজে ছিলেন কিম জং উন৷ ওপরে বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তার আনন্দঘন একটি মুহূর্ত৷
ছবি: KCNA/Reuters
রিয়োনফো গ্রিন হাউস ফার্ম
সাবেক বিমানঘাঁটিতে গ্রিন হাউস খামারকে দেশের মানুষের জীবনমান উন্নয়নের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন কিম জং উন৷ গত ডিসেম্বরে এমন এক লক্ষ্যের কথা বলেছেন তিনি৷ ছবিতে উদ্বোধনের দিনে রিয়োনফো গ্রিন হাউস ফার্ম৷
গ্রিন হাউস উদ্বোধনে এসেছেন দেশের সর্বোচ্চ নেতা কিম জং উন৷ আয়োজনের মধ্যমণি তিনি ছাড়া কে হবেন? এমন সহাস্য সম্ভাষণেও সিক্ত হয়েছেন তিনি৷
ছবি: KCNA/Reuters
কিমের আরেকটি আনন্দের দিন
এর আগে গত ৯ অক্টোবর দুটি স্বল্প-পাল্লার মিসাইল পরীক্ষা করে উত্তর কোরিয়া৷ দু সপ্তাহের মধ্যে সপ্তমবারের মতো মিসাইল ছোঁড়ার মুহূর্ত কাছ থেকেই দেখেছেন কিম জং উন৷
ছবি: KCNA/Reuters
উড়ে যায় মিসাইল
৯ অক্টোবর এভাবেই কালো ধোঁয়া ছড়িয়ে উড়ে যায় মিসাইল৷ পরে এর ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া সরকার৷
ছবি: KCNA/Reuters
সামরিক মহড়ায় কিম জং উন
সম্প্রতি উত্তর কোরিয়া সামরিক, নৌ ও বিমান বাহিনী বড় পরিসরের এক সামরিক মহড়ায় অংশ নেয়৷ সেই মহড়ায় সেনা কর্মকর্তাদের সঙ্গে কিম জং উন৷
ছবি: KCNA/Reuters
10 ছবি1 | 10
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ''পুটিন আশা করেছিলেন, এক মাসের মধ্যে যুদ্ধে জিতবেন। কিন্তু এখন তাকে নিজের দেশে অনেকটা পথ পাড়ি দিয়ে অন্য দেশের এক নেতার কাছ থেকে যুদ্ধে সহায়তা চাইতে হচ্ছে। আমি এটাকে বলব, পুটিন সাহায্য ভিক্ষা করছেন।''
বিনিময়ে কিম কৃত্রিম উপগ্রহ, পরমাণু-চালিত সাবমেরিনের প্রযুক্তি ও খাদ্যশস্য চাইতে পারেন।
ক্রেমলিনের মুখপাত্র পেসকভ জানিয়েছেন, ''পুটিন ও কিম প্রয়োজনে একান্ত বৈঠকে মিলিত হতে পারেন।'' তিনি জানিয়েছেন, ''আমাদের প্রতিবেশীদের সঙ্গে আমরা ভালো সম্পর্ক বজায় রাখতে চাই।''
মিসাইল প্রদর্শনের সামরিক মহড়ায় সকন্যা কিম জং উন
উত্তর কোরিয়ার সেনাবাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সামরিক মহড়ার আয়োজন করা হয়। পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কোয়ারে বুধবার ক্ষেপণাস্ত্রগুলি প্রদর্শিত হয়। কিম-আমলের সবচেয়ে বড় সামরিক প্রদর্শনের ঝলক দেখুন ছবিঘরে..
ছবি: KCNA/REUTERS
সামরিক মহড়া
পিপলস আর্মির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হয়। সামরিক অনুশীলন সম্প্রসারণ ও আরো জোরদার করার প্রতিজ্ঞা করেছে তারা।
ছবি: KCNA/REUTERS
বিশাল মহড়া
পিয়ংইয়ংয়ের সামরিক কর্মকাণ্ড বেড়েই চলেছে বিশেষ করে তাদের রেকর্ডসংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করেছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ। কিন্তু তাদের সমালোচনায় বিন্দুমাত্র পাত্তা দেয়নি কিম জং উনের দেশ। রীতিমতো জাঁকজমক করে সামরিক ক্ষমতা প্রদর্শন করেছে তারা।
ছবি: KCNA/REUTERS
প্রতিপক্ষকে জবাব?
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ বিমান মহড়া করে। সেই মহড়ার পর পিয়ংইয়ংয়ের তরফে পাল্টা জবাব ছিল এই সামরিক মহড়া। বিপুল পরিমাণ অস্ত্রের প্রদর্শনের মাধ্যমে হুমকি দিয়েছে তারা।
ছবি: KCNA/REUTERS
কিমের সঙ্গে সামরিক কর্তারা
এই কুচকাওয়াজে শাসক কিমের সঙ্গে উপস্থিত ছিলেন দেশের দুই সামরিক কর্তাও। একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণই শুধু নয় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের এক বৈঠকে কিম বলেছেন সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তাই এই কুচকাওয়াজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ছবি: KCNA/REUTERS
বাহিনীর প্রস্তুতি
দেশের প্রতিটি বাহিনীর কর্তা ও কর্মীরা অংশ নিয়েছেন এই মেগা কুচকাওয়াজে। সামরিক বাহিনীর সক্ষমতা বিশ্বের প্রতিটি দেশের কাছে 'তুলে ধরতে' কিমের এই আয়োজন।
ছবি: KCNA/REUTERS
সাঁজোয়াতেও পিছিয়ে নেই
৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাধিক সুবিশাল সাঁজোয়া যান এই সামরিক কুচকাওয়াজে অংশ নেয়। সেই ছবি ধরা পড়েছে আলোকচিত্রীর ক্যামেরায়
ছবি: KCNA/REUTERS
মহড়ায় ক্ষেপণাস্ত্র
সামরিক কুচকাওয়াজের সময় ক্ষেপণাস্ত্রগুলি প্রদর্শিত হয়েছে একাধিকবার।
ছবি: KCNA/REUTERS
কিম কী চান
কিম তার দেশের পারমাণবিক অস্ত্রাগারে "এক্সপোনেনশিয়াল ইনক্রিস"-এর আহ্বান জানানোর দুই মাসেরও কম সময়ের মধ্যে এই সর্ববৃহৎ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
ছবি: KCNA via REUTERS
বাহিনীর ক্ষমতা
বুধবার রাতের সামরিক কুচকাওয়াজে প্রায় এক ডজন উন্নত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়া, যাকে রাষ্ট্র-চালিত মিডিয়ায় পিয়ংইয়ংয়ের "পারমাণবিক হামলার ক্ষমতা" হিসাবে বর্ণনা করেছে।
ছবি: KCNA/REUTERS
কিমের উল্লাস
সামরিক মহড়ার সময় কিম জং উনের চোখেমুখে ছিল হাসি। মহড়ায় প্রদর্শিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, তাত্ত্বিকভাবে এসব ক্ষেপণাস্ত্রের অনেকগুলোরই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করার ক্ষমতা রয়েছে।
ছবি: KCNA/REUTERS
উত্তরসূরি?
বুধবার রাতের কুচকাওয়াজের মহড়ায় কিমের সঙ্গে একটি বাচ্চা মেয়েকে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে সেই হলো কিমের মেয়ে জু আয়ে। তাকে সম্ভবত কিমের চূড়ান্ত উত্তরসূরি হিসাবে তৈরি করা হচ্ছে। কিমের মেয়ের স্পটলাইটে আসা নিয়ে জল্পনা শুরু হয়েছে।