1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় নির্বিচারে হত্যা

৩০ ডিসেম্বর ২০১৫

সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানের ফলে শয়ে শয়ে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে বলে অভিযোগ তুলেছে মার্কিন প্রশাসন৷ ওয়াশিংটনের মতে, সে দেশে রাজনৈতিক সমাধানসূত্রের পথেও বাধা সৃষ্টি করছে মস্কো৷

ছবি: picture-alliance/AP/K. Mohammed

IS leader linked to Paris attacks killed in Syria

01:18

This browser does not support the video element.

সিরিয়ায় রাশিয়ার ভূমিকায় শুরু থেকেই অসন্তুষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র৷ আইসিস দমনকে মূল লক্ষ্য না রেখে আসাদ প্রশাসনকে ক্ষমতায় টিকিয়ে রাখতেই পুটিন সামরিক অভিযান শুরু করেছেন বলে অভিযোগ শোনা যায়৷ আসাদ-বিরোধী বিদ্রোহীদের উপর রুশ বিমান হামলা বার বার সমালোচনার মুখে পড়েছে৷ এবার মস্কোর বিরুদ্ধে বিমান হামলায় কয়েক'শ নিরীহ মানুষের হত্যার অভিযোগ আনলো ওয়াশিংটন৷

অ্যামেরিকার মতে, বিশেষ করে এলোপাতাড়ি হামলা ও ক্লাস্টার বোমার ব্যবহারের ফলে নিরীহ মানুষের ক্ষতি হচ্ছে৷ চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ-এর কাছে এ বিষয়ে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছেন৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-ও এই মর্মে অভিযোগ তুলেছে৷ রাশিয়া অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে৷

এমন এক সময় মার্কিন প্রশাসন এই কড়া অভিযোগ আনলো, যখন সিরিয়ায় রাজনৈতিক সমাধানসূত্রের এমন এক সার্বিক উদ্যোগের প্রস্তুতি চলছে, রাশিয়ার সহায়তা ছাড়া যার সাফল্য সম্ভব নয়৷ আগামী মাসেই আসাদ প্রশাসন ও বিরোধীদের মধ্যে এই লক্ষ্যে আলোচনা শুরু হবার কথা৷

অন্যদিকে সম্প্রতি বিদ্রোহী নেতা জাহরান আলুশ-এর হত্যাকাণ্ডের ফলে আইএস-বিরোধী সিরিয়ার সব শক্তির ঐক্যের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ এই হত্যাকাণ্ডে রাশিয়ার প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকার অভিযোগ শোনা যাচ্ছে৷

এদিকে ইরাকে রামাদি শহর হাতছাড়া হয়ে যাবার পর আরও কোণঠাসা হয়ে পড়ছে আইএস৷ গত এক মাসে মার্কিন নেতৃত্বে কোয়ালিশন বিমান হামলায় ১০ জন আইএস নেতা নিহত হয়েছে৷ মার্কিন সেনা সূত্র অনুযায়ী, তাদের মধ্যে কয়েকজন প্যারিস হামলার সঙ্গে যুক্ত ছিল৷

এসবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ