1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অচল বুয়েট

১৫ জুলাই ২০১২

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষকরা উপাচার্য এবং উপ-উপাচার্যকে অপসারণের দাবিতে স্মারক লিপি দিয়েছেন রাষ্ট্রপতির কাছে৷ আর বুয়েটের উপাচার্য বলেছেন রাষ্ট্রপতি কোন সিদ্ধান্ত দিলে তা তিনি মেনে নেবেন৷

ছবি: picture alliance/dpa

অন্যদিকে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশকারী ছাত্র এবং কর্মচারীদের হুমকি দেয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন৷

আন্দোলনের পঞ্চম দিনে আজ বুয়েটের শিক্ষকরা রাষ্ট্রপতি এবং বুয়েটের আচার্য মো. জিল্লুর রহমানের কাছে স্মারক লিপি দিয়েছেন৷ তারা সকালে মৌন মিছিল করে বঙ্গভবনের দিকে রওয়ানা হন৷ পথে পুলিশ তাদের বাধা দেয়৷ এরপর শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতির উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ রাষ্ট্রপতির পক্ষে শিক্ষকদের স্মারক লিপি গ্রহণ করেন৷ স্মারক লিপি দেয়ার পর শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মজিবুর রহামান জানান, তারা আশা করেন রাষ্ট্রপতি তাদের দাবি মেনে নেবেন৷

আর বুয়েটের উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম দাবি করেছেন তাঁর বিরুদ্ধে সব দাবিই বায়বীয়৷ তিনি কোন অন্যায় করেননি৷ তাই পদত্যাগ করবেন না৷ তবে রাষ্ট্রপতি কোন উদ্যোগ নিলে তা তিনি মেনে নেবেন৷

এদিকে বুয়েট ক্যাম্পাসে উপাচার্য এবং উপ-উপাচার্যের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত আছে৷ কর্মচারীরা অভিযোগ করেন আন্দোলনে অংশ নেয়ায় তাদের হুমকি দেয়া হচ্ছে৷

একই ধরণের অভিযোগ করেন ছাত্ররা৷ তবে তারা কোন হুমকির মুখেই আন্দোলন থেকে পিছু হটবেন না বলে জানান৷ তাদের একটিই দাবি উপচার্য এবং উপ-উপাচার্যের অপসারণ৷

অনিয়ম, দুর্নীতি ও অবৈধ নিয়োগের অভিযোগে বুয়েটের উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানের পদত্যাগের দাবিতে চার মাস ধরে আন্দোলন করে আসছেন শিক্ষকরা৷ বুধবার থেকে শুরু হয় অবস্থান কর্মসূচি৷ বুয়েটের উপাচার্যপন্থী শিক্ষক এবং ছাত্ররাও আন্দালনের বিরুদ্ধে মাঠে নামতে পারেন বলে জানা গেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ