1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রপতির সংলাপে যাবে বিরোধী দল বিএনপি

২৮ ডিসেম্বর ২০১১

বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যাবে তাদের আন্দোলনের অংশ হিসেবে৷ সংলাপে তারা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতেই প্রধানত কথা বলতে চায়৷ যদিও রাষ্ট্রপতির এই সংলাপ নির্বাচন কমিশন গঠন নিয়ে৷

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

আগামী  ১১ই জানুয়ারি বিএনপিকে সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান৷ চিঠি পাওয়ার পর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির শীর্ষ নেতারা বৈঠক করেছেন৷ আর সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে বিএনপি সংলাপে যাবে৷ বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগির জানিয়েছেন, তারা সংলাপে যাচ্ছেন তাদের আন্দোলনের অংশ হিসেবে৷ তারা নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরবেন৷

তিনি বলেন, তাদের কাছে মূল বিষয় হল তত্ত্বাবধায়ক সরকার৷ তাই আলোচনায় তারা এই বিষয়টিকেই প্রাধান্য দেবেন৷ কারণ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়৷ মীর্জা ফখরুল জানান, তারা তাদের ৪ দলীয় জোটও সম্প্রসারণ করছেন৷ সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চারদলীয় জোট নেতারা জোট সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন৷ তিনি বলেন, আগামীতে দাবি আদায় করতে সম্প্রসারিত জোট একসঙ্গে কর্মসূচি দেবে৷

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে রাষ্ট্রপতি সংলাপ করবেন ১২ ই জানুয়ারি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ