1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রপতির জীবনাবসান

২০ মার্চ ২০১৩

রাষ্ট্রপতি জিল্লুর রহমান আর নেই৷ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বুধবার তাঁর মৃত্যু হয়েছে৷ রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া৷

ছবি: AFP/Getty Images

তিন বছর দায়িত্বে ছিলেন বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান৷ গত ১০ মার্চ তাঁকে সিঙ্গাপুর নিয়ে যাবার পর থেকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার আবদুল হামিদ৷ শ্বাসকষ্টে ভুগছিলেন ৮৪ বছর বয়সি প্রবীণ রাজনীতিবিদ জিল্লুর রহমান৷ শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল দ্রুত৷ তাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পরের দিনই সিঙ্গাপুর নিয়ে যেতে হয় তাঁকে৷

১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জের ভৈরবে জন্ম জিল্লুর রহমানের৷ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তিনি৷ ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় এ আওয়ামী লীগ নেতার স্ত্রী আইভি রহমানও ছিলেন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ৷ ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের তখনকার সভানেত্রী আইভী রহমান মারা যান৷

কিশোরগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জিল্লুর রহমান৷ এর বাইরেও বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি৷ প্রতিকূল সময়েও দলের পাশে থেকেছেন৷ ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়৷ তখন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব জিল্লুর রহমানকেই দিয়েছিলেন শেখ হাসিনা৷ ১৯৭৩,১৯৮৬, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮-এই চারবার জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের কুলিয়ারচর-ভৈরব আসন থেকে নির্বাচিত হন জিল্লুর রহমান৷ ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্যও (এমএনএ) ছিলেন তিনি৷

বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ