1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজেপির কোবিন্দের দিকেই পাল্লা ভারি

অনিল চট্টোপাধ্যায় নতুন দিল্লি
১৮ জুলাই ২০১৭

ভারতে রাষ্ট্রপতি পদের ভোটদান পর্ব শেষ৷ প্রার্থী দু'জন – বিজেপি জোটের রামনাথ কোবিন্দ ও বিরোধী জোটের মীরা কুমার৷ তবে যিনিই জিতুন, ভারতের রাষ্ট্রপতির পদে বসতে চলেছেন দলিত সম্প্রদায়ের একজন প্রার্থী৷ ফলাফল আগামী বৃহস্পতিবার৷

Indien  - Bihar Minister Nitish Kumar
ছবি: UNI Photo

সোমবার রাষ্ট্রপতি পদের ভোটদান পর্ব শেষ হবার পর, এখন জল্পনা রায়সিনা হিলসের রাষ্ট্রপতি ভবনের দৌড়ে কে এগিয়ে আছেন – তা নিয়ে৷ রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, হয়েছে ক্রস-ভোটিং৷ সেদিক থেকে ভোট পর্ব শেষে মনে হচ্ছে, পাটিগণিতের হিসেবে পাল্লা ভারি বিজেপি জোটের প্রার্থী রামনাথ কোবিন্দের৷ কোবিন্দের পক্ষে ভোট পড়েছে ৬৪ শতাংশ৷ তবে ক্রস-ভোটিং হলে সেটা আরো বাড়বে, এমনটাই দাবি বিজেপির৷ আর ভোটের পর প্রধানমন্ত্রী মোদীর শরীরী ভাষাতেও সেটা চাপা থাকেনি৷

অবশ্য কংগ্রেস জোটের প্রার্থী মীরা কুমারও কিছু কম নন৷ তাঁর হয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী গতকাল সাংসদ ও বিধায়কদের বিবেকের ভোট দেবার আবেদন রেখেছেন৷ বলেছেন, এটা একটা আদর্শগত লড়াই৷ সহিষ্ণুতা ও বহুত্ববাদের লড়াই৷ দেশকে কখনই সংকীর্ণতা, বিভেদকামী সাম্প্রদায়িক শক্তির কাছে বন্ধক রাখা যায় না৷ দেশকে বাঁচাতে পারেন মীরা কুমার এবং গোপালকৃষ্ণ গান্ধীর মতো ব্যক্তিরাই৷ উল্লেখ্য উপরাষ্ট্রপতি পদে কংগ্রেস ও বিরোধী পক্ষের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী, যিনি জাতির জনক মহাত্মা গান্ধীর পৌত্র৷ তিনি সাংসদ ও বিধায়কদের কাছে আবেদন রেখেছেন, অঙ্কের বিচারে এই লড়াই যেন পথভ্রষ্ট না হয়৷

কংগ্রেস জোটের প্রার্থী মীরা কুমারছবি: Picture alliance/NurPhoto/D. Chakraborty

তবে সার কথাটি বুঝেছেন বহুজন সমাজ পার্টির দলিত নেত্রী মায়াবতি৷ বলেছেন যিনিই জিতুন তিনি হবেন ভারতের দ্বিতীয় দলিতরাষ্ট্রপতি৷ এটাই বড় কথা৷ জাতপাতকে সরিয়ে রেখে ভারতের সাংবিধানিক পরিসরে দলিত রাষ্ট্রপতির বিশিষ্টতা স্বীকার্য৷ মীরা কুমার জিতলে তিনিই হবেন ভারতীয় গণতন্ত্রে প্রথম দলিত মহিলা রাষ্ট্রপতি৷ ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি হন প্রয়াত কে. আর. নারায়ণন৷ তিনি ছিলেন একজন প্রাক্তন কূটনীতিক৷ রাষ্ট্রপতিপদে লড়েছিলেন নির্দল প্রার্থী হিসেবে৷ দলীয় রাজনীতির ঊর্ধে উঠে সাংবিধানিক দায়িত্ব পালনে অনন্য নজির রেখে গেছেন তিনি৷ সরকারের রবার স্ট্যাম্প না হয়ে দরকার হলে সরকারকে প্রশ্ন করতে ছাড়েননি৷ সরকারের সিদ্ধান্ত চোখ বুজে মেনে নেননি৷ তাঁর নিজের ভাষায়, সংবিধানের চার দেওয়ালের মধ্যেই তিনি কাজ করেছেন৷ এবং দরকারে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেছেন৷

রামনাথ কোবিন্দ কি সেটা করতে পারবেন? প্রশ্ন সেখানেই৷ এ কথা ঠিক যে, তিনি বিহারের রাজ্যপাল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন ইতিমধ্যেই৷ সুপ্রিম কোর্ট এবং দিল্লি হাইকোর্টে ১৬ বছরের প্র্যাকটিস করার অভিজ্ঞতাও আছে তাঁর৷ কিন্তু তিনি সংঘ পরিবার ঘেঁষা৷ ওদিকে আবার কংগ্রেস প্রধানমন্ত্রী প্রয়াত মোরারজী দেশাই-এর আপ্ত-সহায়ক ছিলেন৷ কাজেই তাঁর সম্পর্কে কিছুই জোর দিয়ে বলার সময় আসেনি৷ যতক্ষণ না হাতে-কলমে কোনো কিছু প্রমাণিত না হচ্ছে৷

অতীতে কয়েকজন রাষ্ট্রপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল বলে মনে করেন পর্যবেক্ষকরা৷ যেমন ইন্দিরা গান্ধীর আমলে জরুরি অবস্থা জারি নিয়ে তত্কালীন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদ একটি শব্দ উচ্চারণ না করে চুপচাপ অধ্যাদেশে সই দিয়েছিলেন৷

ওদিকে, মীরা কুমারের পরিচয়ে ধর্মনিরপেক্ষতার তকমা রয়েছে৷ গোড়ামি তাঁর রক্তে নেই৷ পিতা ছিলেন নেহেরু জমানায় উপ-প্রধানমন্ত্রী বাবু জগজীবন রাম৷ মীরা কুমার বিহার থেকে পাঁচবার সাংসদ হন৷ এছাড়া সংসদের প্রাক্তন স্পিকার ও দক্ষ কূটনীতিবিদ৷ তবে রাষ্ট্রপতি পদের জন্য শিক্ষাগত যোগ্যতাই একমাত্র মাপকাঠি নয়৷ নিজস্ব বিচারধারাই আসল বলে মনে করা হয়৷

অন্যদিকে উপ-রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও চলেছে তোড়জোড়৷ বিজেপি ভেঙ্কাইয়া নাইডুর নাম ঘোষণা করেছে৷ বর্তমানে তিনি মোদী মন্ত্রিসভার শহরাঞ্চল উন্নয়ন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী৷ এর কারণ সম্ভবত দক্ষিণী রাজ্যগুলির দিকে হাত বাড়ানো এবং সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিজেপির নিয়ন্ত্রণ কায়েম করা৷ রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্টতা নেই৷ উপ-রাষ্ট্রপতিই রাজ্যসভার চেয়ারপার্সন হয়ে থাকেন৷ বলা বনাহুল্য, প্রধানমন্ত্রী মোদী এক ঢিলে দুই পাখি মারতে চান৷ রাষ্ট্রপতি এবং উপ-রাষ্টপতি পদে জিতে মোদী তাঁর ভিদ মজবুত করতে চাইছেন, মূলত ২০১৯ সালের নির্বাচনের দিকে তাকিয়ে৷ উপ-রাষ্ট্রপতি পদের ভোট আগামী ৮ই আগস্ট৷ রাষ্ট্রপতি নির্বাচনের মতো উপ-রাষ্ট্রপতি নির্বাচনেও ভোটদাতার সংখ্যা একই, অর্থাৎ সংসদের উভয় কক্ষের ৭৭৬ জন সাংসদ এবং সব রাজ্যের ৪১২০ জন বিধায়ক নিয়ে গঠিত মোট ৪৮৯৬ জনের ইলেক্টোরাল কলেজ৷ ভোটমূল্য অবশ্য সবার সমান নয়৷ এটা নির্ধারিত হয় রাজ্যগুলির জনসংখ্যার অনুপাতে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ