1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোট দিচ্ছেন আফগানরা

২৮ সেপ্টেম্বর ২০১৯

তালেবানের ক্রমবর্ধমান সহিংসতা ও হুমকির মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনে শনিবার সকাল থেকে ভোট দিচ্ছেন আফগানিস্তানের জনগণ৷

আফগানিস্তানের ৯৬ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে ৩৩ লাখ নারীছবি: AFP/Getty Images/H. Hashimi

দেশটির চতুর্থ রাষ্ট্রপতি নির্বাচনে ৫ হাজার ৩৭৩টি ভোটকেন্দ্রে ভোট দিতে ৯৬ লাখ ভোটার নিবন্ধিত হয়েছেন, এরমধ্যে ৩৩ লাখ নারী৷ সুষ্ঠুভাবে ভোট শেষ করতে মোতায়েন করা হয়েছে ৭২ হাজার নিরাপত্তাকর্মী৷

সহিংসতার হুমকি থাকায় এবার মোট ভোটকেন্দ্রের এক-তৃতীয়াংশ বন্ধ রাখা হয়েছে৷ বেশ কিছু দিন ধরে ভোটকেন্দ্রে হামলার হুমকি দিয়ে আসছিল জঙ্গিরা

ভোট জালিয়াতি নিয়ে উদ্বেগ থাকলেও স্বাধীন নির্বাচন কমিশন বলছে, বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটারদের নিবন্ধন হওয়ায় জালিয়াতি ঠেকানো যাবে৷

এই নির্বাচনের জন্য প্রায় ১৫০ মিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে৷ এরমধ্যে আফগান সরকার দিয়েছে ৯০ মিলিয়ন ডলার, বাকি অর্থ আন্তর্জাতিক অনুদান৷

রাষ্ট্রপতি পদে নির্বাচনে অংশ নিতে ১৮ জন মনোনয়নপত্র দাখিল করেন৷ কিন্তু চারজনের প্রার্থীতা বাতিল হওয়ায় ভোটাররা ১৪ জনের মধ্য থেকে একজনকে বেছে নিতে ভোট দিচ্ছেন৷

স্থানীয় গণমাধ্যগুলো বর্তমান রাষ্ট্রপতি আশরাফ গনি এবং তার প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে৷ এরা দুজন তথাকথিত জাতীয় ঐক্যমত্যের সরকারের অংশ হিসেবে পাঁচ বছর ধরে দেশ পরিচালনা করছেন

২০১৪ সালে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি হয়েছিলেন আশরাফ গনি ও আবদুল্লাহ৷ ২০০৯ সালে হামিদ কারজাইর কাছে হেরে যান আবদুল্লাহ৷

ট্রান্সপারেন্ট ইলেকশন ফাউন্ডেশন অব আফগানিস্তান (টিএফএ) সাত হাজার মানুষের মধ্যে এক জরিপ চালিয়ে বলছে, রাষ্ট্রপতি হিসেবে আবদুল্লাহ আবদুল্লাহর জয়ী হওয়ার সম্ভাবনা বেশি৷

সাড়ে ৩ কোটি মানুষের যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানে তালেবানদের সঙ্গে দফায় দফায় শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় প্রায়ই বোমা হামলার ঘটনা ঘটছে৷ সম্প্রতি দেশটির পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বেশ কয়েকটি শক্তিশালী বোমা বিস্ফোরণে শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হন৷

এসআই/এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ