রাষ্ট্রপতি পদে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা৷ বিজেপি জোটের প্রার্থী বিহারের প্রাক্তন রাজ্যপাল রামদাস কোবিন্দ আর বিরোধীদের প্রার্থী সংসদের প্রাক্তন স্পিকার কংগ্রেসের মীরা কুমার৷ দু’জনই মনোনয়নপত্র দাখিল করেছেন৷ ভোট ১৭ই জুলাই৷
বিজ্ঞাপন
বিজেপি জোট প্রার্থী রামনাথ কোবিন্দ বনাম কংগ্রেস জোট প্রার্থী মীরা কুমার৷ মনোনয়নপত্র পেশ করার পর বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে জয়ের সম্ভাবনা কার বেশি ? পাল্লা ভারী কার ? বিজেপি শিবিরের মতে, ১০টি দল এবং ২০ জন মুখ্যমন্ত্রীর সমর্থন নিয়ে রামদাসের জেতাটা প্রায় সুনিশ্চিত৷ এই মূহুর্তে ৬২ শতাংশ ভোট তাঁদের পক্ষে৷
‘জনতার রাষ্ট্রপতি’ এপিজে আব্দুল কালামের প্রতি শ্রদ্ধা
সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আকস্মিক মৃত্যুতে ভারত এখন শোকে মূহ্যমান৷ ভারতের বাইরেও কোটি কোটি মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করছে তাঁকে৷ ভারতের ‘মিসাইলম্যান’ এপিজে আব্দুল কালামকে নিয়েই আমাদের এই ছবিঘর৷
ছবি: picture-alliance/dpa/Jagadeesh
আকস্মিক প্রয়াণ
সোমবার ভারতে তখনও সন্ধ্যা৷ মেঘালয় রাজ্যের শিলংয়ে এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম৷ কিন্তু কথা বলতে বলতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি৷ দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাঁকে৷ তবু বাঁচানো যায়নি৷ ৮৩ বছরেই চিরবিদায় নিলেন ভারতের একাদশতম রাষ্ট্রপতি৷
ছবি: Getty Images/AFP/M. Kiran
শোক
ড. এপিজে আব্দুল কালামের মৃত্যুতে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত৷ সরকারি অফিস-আদালতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে তাঁর সম্মানে৷ ছবিটি দিল্লির রাষ্ট্রপতি ভবনের৷
ছবি: picture-alliance/dpa/R. Hirschberger
হকার থেকে রাষ্ট্রপতি
২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির ছিলেন এপিজে আব্দুল কালাম৷ তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমের এক মৎস্যজীবী পরিবারে জন্ম নেওয়া আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম ছোটবেলায় একসময় বাড়ি বাড়ি গিয়ে সংবাদপত্রও বিলি করেছেন৷ সততা, অধ্যাবসায় এবং মেধা তাঁকে দেশের সবচেয়ে সম্মানজনক আসনটিতেও বসিয়েছে৷
ছবি: AP/Ajit Kumar
বিজ্ঞানী হিসাবে অনন্য অবদান
রাষ্ট্রপতি না হলে একজন বিজ্ঞানী হিসেবেও চিরস্মরণীয় হয়ে থাকতেন এপিজে আব্দুল কালাম৷ ভারতের প্রথম মহাকাশযান তৈরিতে প্রধান ভূমিকা ছিল তাঁর৷ দেশের প্রথম ক্ষেপণাস্ত্র রোহিনী উৎক্ষেপণ সম্ভব হয়েছিল ওই মহাকাশযানের কারণে৷ পোখরান-২ পারমাণবিক অস্ত্রের পরীক্ষাতেওমূখ্য ভূমিকা ছিল৷ ভারতকে পরমাণু শক্তিধর দেশে পরিণত করার পেছনেও এপিজে আব্দুল কালামের অবদান অনস্বীকার্য৷
ছবি: dapd
বিশেষ মুহূর্তে...
১৪ ফেব্রুয়ারি ২০০৮৷ বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে জাতীয় পতাকা রেখেছে ভারত৷ ঐতিহাসিক সেই দিনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও-এর কর্মকর্তাদের সঙ্গে ড. এপিজে আব্দুল কালাম৷
ছবি: picture-alliance/dpa/Jagadeesh
উপাসনালয়ে সাবেক প্রেসিডেন্ট
সমাজের সর্বস্তরের মানুষেরই প্রিয় ছিলেন এপিজে আব্দুল কালাম৷ ধর্মের প্রতি শ্রদ্ধা ছিল তাঁর৷ শ্রদ্ধা ছিল সব ধর্মের প্রতিই৷ ওপরের ছবিটি ২০০৩ সালের৷ দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে ৬৯৯তম উরুস মুবারক উদযাপনের অনুষ্ঠানে গেলে তাঁকে ঐতিহ্যবাহী পাগড়ি পরিয়ে সম্মান জানানো হয়৷
ছবি: Getty Images/AFP/Raveendran
রাষ্ট্রপতির শ্রদ্ধা
সোমবার তাঁর আকস্মিক মৃত্যুতে শোকে ছেয়ে যায় ভারত৷ মঙ্গলবার শিলং থেকে দিল্লিতে পৌঁছায় এপিজে আব্দুল কালামের মরদেহ৷ বিমানবন্দরেই সদ্যপ্রয়াত সাবেক রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানান ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি৷
ছবি: Getty Images/AFP/P. Singh
ফুলেল শ্রদ্ধা
ব্যাঙ্গালোরের প্রধান সড়কের পাশে প্রয়াত এপিজে আব্দুল কালামের বিশাল ছবি৷ ছবির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে সাধারণ মানুষ৷ পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রয়াত রাষ্ট্রপতির ছবিটি একবার দেখে নিচ্ছে এক কিশোরী৷
ছবি: picture-alliance/dpa/Jagadeesh
8 ছবি1 | 8
প্রধানমন্ত্রী মোদী ভোট পর্বের আগে সেটা নিয়ে যেতে পারেন আরও বেশি৷ কংগ্রেস শিবিরের বক্তব্য, মীরা কুমার সংসদের নিম্নকক্ষ লোকসভার প্রাক্তন স্পিকার৷ সংবিধান সংক্রান্ত বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ৷ তার উপর দলিত সম্প্রদায়ের একজন মহিলা৷ তাই ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে তিনিই সবচেয়ে উপযুক্ত৷ সেটা লোকসভার এবং বিধানসভার সদস্যরা বুঝবেন৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পাশে নিয়ে গত বুধবার মনোনয়নপত্র পেশ করার পর মীরা কুমার সংবাদ মাধ্যমকে বলেন, এটা দলিত বনাম দলিতের প্রশ্ন নয়৷ এটা আদর্শগত বিচারধারার প্রশ্ন৷ বিজেপি জমানায় দেশে যেভাবে অসহিষ্ণুতা, হিন্দু জাতীয়তাবাদ এবং দলিত-সংখ্যালঘু নিগ্রহ চলছে তা বরদাস্ত করা যায়না৷ এই যুক্তিতে তিনি সকলের কাছেই বিবেকের ভোট চান৷
উল্লেখ্য, সরকার পক্ষের প্রার্থী রামদাস কোবিন্দ মৌলবাদী সংঘ পরিবারের কাছের লোক৷ তাই হয়ত এই কটাক্ষ৷ রাষ্ট্রপতি পদের জন্য ভোট হয় গোপন ব্যালটে৷ দলের নির্দেশ প্রযোজ্য নয়৷ ৩০শে জুন থেকে তিনি তাঁর প্রচার অভিযান শুরু করবেন মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত গুজরাটের সবরমতি আশ্রম থেকে৷ বিজেপির পাল্টা প্রশ্ন, সেই বোধ যদি থাকতো, তাহলে কংগ্রেস সুযোগ থাকা সত্বেও আগে কেন তাঁকে রাষ্ট্রপতি পদে বসায়নি ? মহিলা দলিত প্রার্থী বলে ? এই বিতর্কের মধ্যে না গিয়ে বিজেপি জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী রামদাস বলেন, রাষ্ট্রপতি হবার পর তিনি আর কোনো দলের থাকবেন না. তিনি সব দলের উর্ধে. সংবিধানই প্রথম ও শেষ কথা৷ এর বাইরে যাবার ক্ষমতা নেই৷ তাই সকলের সমর্থনই তাঁর কাম্য৷ তাই সমর্থন লাভের জন্য তিনি বিভিন্ন রাজ্য সফরে বেরিয়েছেন৷ প্রথমেই তিনি যান তাঁর স্বরাজ্য উত্তরপ্রদেশে৷
মুসলিম হত্যার প্রতিবাদে ভারতে বিক্ষোভ
পর পর কয়েকটি মুসলিম হত্যাকান্ডের পর হিন্দুত্ববাদীদের হিংস্র, সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে ক্রমশ জোটবদ্ধ হচ্ছে, রুখে দাঁড়াচ্ছে ভারতের নাগরিক সমাজ৷ তাদেরই প্রতিবাদ হলো দেশজুড়ে৷
ছবি: Getty Images/AFP/C. Khanna
ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ
সারা ভারত জুড়েই গো-হত্যা নিষিদ্ধ করার সরকারি ফরমান একটি উগ্রবাদী অপশক্তিকে যে আরও উৎসাহিত করেছে, তার প্রমাণ গেল কিছুদিনে বেশ কয়েকটি হত্যাকান্ড৷ সবশেষ জুনায়েদ নামের এক তরুণকে প্রথমে ‘গোখাদক’ এবং ‘দেশদ্রোহী’ বলে গালি-গালাজ করা হয়৷ তার পর একটা সময় ছুরি দিয়ে কুপিয়ে ফেলে দেওয়া হয় চলন্ত ট্রেন থেকে৷ এসবের প্রতিবাদেই সমগ্র দিল্লিবাসী নেমে আসেন রাজপথে৷
ছবি: Getty Images/AFP/C. Khanna
দিল্লিবাসী প্ল্যাকার্ড হাতে
সাবা দেওয়ান নামে এক তথ্যচিত্র পরিচালক প্রথম ডাক দেন, বুধবার সন্ধেয় দিল্লির যন্তরমন্তরে নীরব প্রতিবাদে সামিল হতে৷ তার ডাকে সাড়া দিয়ে গেল ২৮ জুন দিল্লিসহ সারা দেশে ছড়িয়ে পড়ে প্রতিবাদ৷ প্রতিবাদের শ্লোগান হিসেবে বেছে নেয়া হয়, ‘নট ইন মাই নেম’ বা ‘আমার নামে নয়’৷
ছবি: Getty Images/AFP/C. Khanna
সাম্প্রদায়িক বিদ্বেষ-বিরোধী প্রতিবাদ
ভিয়েতনাম যুদ্ধের সময় অ্যামেরিকার শান্তিকামী মানুষ যে যুদ্ধবিরোধী স্লোগান নিয়ে রাস্তায় নেমেছিলেন, সেই ‘নট ইন মাই নেম’ আবারও পুনরুজ্জীবিত হয়, হয়ে ওঠে সাম্প্রদায়িক বিদ্বেষ-বিরোধী নাগরিক প্রতিবাদের নয়া মন্ত্র৷ স্পষ্টভাষায় জানিয়ে দেওয়া, এই হত্যায় আমার সায় নেই৷
ছবি: Getty Images/AFP/C. Khanna
কলকাতাও উত্তাল
একই বিক্ষোভে সাড়া ফেলে কলকাতার রাজপথেও৷ লেখক, কবি, শিল্পীরা ছাড়াও ছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, অঞ্জন দত্ত'র মতো বিশিষ্টরা, যারা ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শের পক্ষে সরব হয়েছিলেন৷ ঝিরঝিরে বৃষ্টি অগ্রাহ্য করে তাঁরা হাজির থাকলেন আগাগোড়া৷
ছবি: picture-alliance/AP Photo/B. Das
সব বড় শহরে বিক্ষোভ
দিল্লির মতো মুম্বাইও ফেটে পড়ে বিক্ষোভে৷ ‘নট ইন মাই নেম’-এর পাশাপাশি হিন্দু ডানপন্থি সরকারের নিশ্চুপতার সমালোচনা করেও প্ল্যাকার্ড দেখা যায়৷ এছাড়াও পাটনা, পুণে, লখনউ, এলাহাবাদ, চণ্ডীগড়, জয়পুর, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কোচি, অর্থাৎ দেশের সব বড় শহরে বুধবার ধ্বনিত হয়েছে এই প্রতিবাদ৷
ছবি: picture.alliance/AP Photo/R. Maqbool
প্রিটোরিয়ার নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ
গেল ২০ মে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার রাজপথ সরব হয় ‘নট ইন মাই নেম’ নামের প্রতিবাদে৷ এই প্রতিবাদটি ছিল পুরো দক্ষিণ আফ্রিকায় নারীদের হত্যা ও ধর্ষণের প্রতিবাদে৷ ছবিতে বিয়ের গাউন পরে এক নারীকে এই প্রতিবাদে শামিল হতে দেখা যাচ্ছে৷
ছবি: Getty Images/AFP/W. de Wet
আইএসের বিরুদ্ধে প্রতিবাদ
এর আগে ২০১৪ সালে সর্বপ্রথম হ্যাশট্যাগ দিয়ে ‘নট ইন মাই নেম’ প্রতিবাদটি সামাজিক মাধ্যমে ছড়ায়৷ ব্রিটিশ এক তরুণী এই প্রতিবাদের উদ্যোক্তা৷ বিশ্বব্যাপী আইএসের হত্যাযজ্ঞের প্রতিবাদে এই উদ্যোগটি নেয়া হয়৷
7 ছবি1 | 7
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক প্রবীর কুমার দে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে ডয়চে ভেলেকে যা বললেন তার মর্মার্থ হলো, রাষ্ট্রপতি পদ অরাজনৈতিক হলেও ভারতের মতো গণতান্ত্রিক দেশে কোনো-না- কোনোভাবে রাজনৈতিক প্রভাব একটা থেকেই যায়৷ হ্যাঁ, রাজেন্দ্রপ্রসাদ বা রাধাকষ্ণানের মতো ব্যক্তিদের কথা আলাদা৷ আর যেহেতু অঙ্কের হিসেবে বিজেপির হাতে সাংসদ এবং বিধায়কদের সংখ্যা বেশি, তাই ফলাফলটা সহজেই অনুমেয়৷
ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কিভাবে? নির্বাচিত হন সব সাংসদ এবং সব রাজ্যের বিধায়কদের নিয়ে গঠিত এক নির্বাচক মন্ডলীর দ্বারা৷ ভোট প্রক্রিয়াটা অবশ্য একটু জটিল৷ সাংসদদের প্রতিটি ভোটের মূল্য ধরা হয় ৭০৮৷ বিধায়কদের ভোটমূল্য নির্ভর করে সেই রাজ্যের জনসংখ্যার উপর৷ সব মিলিয়ে মোট ভোট মূল্য হলো ১০ লাখ ৯৮ হাজার ৯০৩৷ জিততে হলে প্রার্থীকে পেতে হবে ৫০ শতাশের ওপরে অর্থাৎ ৫ লাখ ৪৯ হাজার ৪৫২টি ভোট৷ অঙ্কের হিসেবে এই মুহুর্তে বিজেপি এবং তার সমর্থক দলগুলির ভোট মূল্য দাঁড়াচ্ছে ৬ লাখ ৮২ হাজার ৭২২৷ সংসদের নিম্নকক্ষ লোকসভাতে বিজেপি সংখ্যাগরিষ্ট এবং উচ্চকক্ষ রাজ্যসভাতেও অবস্থা আগের চেয়ে ভালো৷ তাছাড়া ১৭টি রাজ্যে রয়েছে বিজেপির একক সরকার কিংবা জোট সরকার৷ বিজেপি প্রার্থীর পেছনে আছে ১৫টি রাজনৈতিক দল এবং ২০ জন মুখ্যমন্ত্রী৷ সেদিক থেকে অন্তত অঙ্কের হিসেবে রামদাস কোবিন্দের জয় প্রায় সুনিশ্চিত বলা যায়৷ রাষ্ট্রপতি পদ অরাজনৈতিক হলেও ভোটের প্রক্রিয়াটি কিন্তু রাজনৈতিক৷ যেহেতু দলের হুইপ মানার কোনো বাধ্যবাধকতা নেই, তাই ফলাফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ ফলাফল প্রকাশিত হবে ২০শে জুলাই৷