1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রহীন শামীমার ভবিষ্যৎ কী?

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৯ ফেব্রুয়ারি ২০২০

বৃটিশ নাগরিকত্ব বাতিল হওয়া আইএস পত্নী শামীমা বেগম আইন অনুযায়ী চাইলে বাংলাদেশি নাগরিকত্বের আবেদন করতে পারবেন৷ তবে তাকে নাগরিকত্ব দেয়া না দেয়া বাংলাদেশের এখতিয়ার৷

ছবি: Reuters/L. Lean

নাগরিকত্ব মামলায় হেরে এখন রাষ্ট্রহীন শামীমা৷ জন্মসূত্রে তার বাংলাদেশের নাগরিকত্ব দাবির সুযোগ আছে বলে জানান বিশ্লেষকরা৷ তবে ব্রিটিশ আদালতের রায়কেও ত্রুটিপূর্ণ বলে মনে করেন তারা৷

বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির ছাত্রী ছিলেন৷ ২০১৫ সালে দুই বান্ধবীকে নিয়ে তিনি যুক্তরাজ্য থেকে সিরিয়া যান৷ সেখানে ডাচ বংশোদ্ভূত আইএস জঙ্গি ইয়াগো রিদাইককে বিয়ে করেন৷  এক বৃটিশ সাংবাদিক গত বছরের ফেব্রুয়ারিতে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে শামীমার সাথে কথা বলেন৷ সাক্ষাৎকারে তিনি যুক্তরাজ্যে ফিরে আসার আগ্রহের কথা জানান৷ কিছুদিন পর তার একটি ছেলে সন্তান হলেও, পরে শিশুটি মারা যায়৷

সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে গত বছরই যুক্তরাজ্য সরকার শামীমার নাগরিকত্ব বাতিল করে৷ পরে তার আইনজীবী এই আদেশ চ্যালেঞ্জ করেন৷ কিন্তু মামলায় হেরে গেছেন শামীমা৷ শুক্রবার নাগরিকত্ব বাতিল বহাল রেখেছে ব্রিটিশ আদালত৷

মিতি সানজানা

This browser does not support the audio element.

দেশটির আইনে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে কোনো নাগরিকের নাগরিকত্ব বাতিল করার বিধান রয়েছে৷ তবে একই আইন অনুযায়ী কাউকে রাষ্ট্রহীনও করা যায় না৷ ব্যারিস্টার মিতি সানজানা ডয়চে ভেলেকে এই তথ্য জানিয়ে বলেন, ‘‘যুক্তরাজ্যের আদালতের রায়ে ত্রুটি আছে৷ তারা বলেছেন, শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলে তিনি রাষ্ট্রহীন হয়ে যাননি৷ বংশগতভাবে তিনি বাংলাদেশের নাগরিক৷ এটা আসলে একটা ভুল তথ্য৷ সে কোনোভাবেই বাংলাদেশর নাগরিক নয়৷ সে এখন রাষ্ট্রহীন৷’’

তিনি বলেন, ‘‘বাংলাদেশে নাগরিকত্ব আইন অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্ব  অর্জন করতে হলে তাকে বাংলাদেশে জন্ম নিতে হয়৷ সে বাংলাদেশে জন্ম নেয়নি৷ বাংলাদেশে কখনো আসেনওনি৷ এমনকি কোনো আবেদন করে অতীতে নাগরিকত্ব গ্রহণও করেননি৷ তিনি ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ নাগরিক হিসেবেই সিরিয়ায় গিয়েছেন৷ অন্য কোনো দেশের নাগরিকত্ব তার নাই৷ তাই যুক্তরাষ্ট্রের আদালত তার নাগরিকত্ব বাতিল করায় সে এখন রাষ্ট্রহীন৷ রাষ্ট্রহীন করা ব্রিটিশ আইনের লংঘন৷’’

অন্যদিকে শামীমা বাংলাদেশের নাগরিকত্বের আবেদন করতে পারেন বলে  মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ৷ কিন্তু নাগরিকত্ব দেয়া না দেয়া বাংলাদেশ সরকারের নিজস্ব এখতিয়ার৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশে দ্বৈত নাগরিকত্বের বিশেষ বিধান আছে৷ সেটার জন্য আবেদন করতে হয়৷ আর সেই আবেদন বিবেচনা করার কোনো বাধ্যবাধকতা নেই৷ সেটা সরকারের এখতিয়ার৷’’

মনজিল মোরসেদ

This browser does not support the audio element.

তবে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বাস করে শামীমা বেগম চাইলে বাংলাদেশে চলে যেতে পারেন, কেননা তিনি বাংলাদেশি বংশোদ্ভূত৷ ব্রিটেনের নাগরিকত্বের পাশাপাশি তার বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে বলে স্কাই নিউজ এক সরকারি সূত্রের বরাতে জানিয়েছে৷ তবে, বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে নিজের কোনো বাংলাদেশি পাসপোর্ট না থাকার কথা এবং অতীতে কখনো বাংলাদেশে না যাওয়ার কথা জানিয়েছেন শামীমা৷

ব্রিটিশ সরকার ও দেশটির গণমাধ্যম শামীমাকে বাংলাদেশের নাগরিক হিসেবে অভিহিত করায় শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে বাংলাদেশ৷ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘শামীমার ব্যাপারে বাংলাদেশের কিছু করার নেই৷ কারণ সে বাংলাদেশের নাগরিক নয়, ব্রিটিশ নাগরিক৷ তার জন্মও বাংলাদেশে হয়নি৷ সে এখানে কখনো আসেওনি৷''

শামীমা এখন সিরিয়ার উত্তরাঞ্চলের ‘রজ' নামের একটি শরণার্থী শিবিরে অবস্থান করছেন৷ এদিকে গোয়েন্দা সূত্র জানা গেছে, সরাসরি বাংলাদেশ থেকে সিরিয়া গিয়ে যাারা আইএস-এ যোগ দিয়েছেন তাদের সংখ্যা ৩০-৩৫ জন হবে৷ এর বাইরে একটি অংশ বাংলাদেশের বাইরে থেকে গেছে৷

জাতিসংঘের হিসাবে সিরিয়া ও ইরাকে আইএস-এর হয়ে যুদ্ধ করতে ১১০টি দেশ থেকে ৪০ হাজারেরও বেশি-বিদেশি বিভিন্ন দেশ থেকে সিরিয়ায় পাড়ি জমিয়েছেন৷ এরমধ্যে ইন্দোনেশিয়া থেকে ৮০০, মালয়েশিয়া থেকে ১৫৪, ফিলিপাইন থেকে ১০০ এবং বাংলাদেশ থেকে গিয়েছে ৪০ জন৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ