1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঋণ কেলেঙ্কারি

৭ সেপ্টেম্বর ২০১২

হলমার্ক গ্রুপের ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দক্ষতা এবং সুশাসন প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করেন ব্যবসায়ী নেতা এবং বাংলাদেশ ব্যাংকের কয়েকজন সাবেক গভর্নর৷

Bengalische Banknoten von 2 bis 1000 BDT. Datum: 25.10.2011. Eigentumsrecht: A H M Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
ছবি: DW

তাঁরা মনে করেন, শুধু সোনালি ব্যাংককে ঢেলে সাজালেই চলবেনা৷ রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের দিকেই নজর দিতে হবে৷ সেখানেও সুশাসনের ব্যবস্থা করতে হবে৷

সোনালি ব্যাংক থেকে নিয়ম বহির্ভূতভাবে ঋণের নামে সাড়ে ৩ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে হলমার্ক গ্রুপসহ ৫টি প্রতিষ্ঠান৷ আর এনিয়ে এখন সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় বইছে৷ উত্তপ্ত হয়েছে সংসদ৷ আর এই ঋণের টাকা নিয়ে বেফাস মন্তব্য করে সংসদে মাফ চাইতে হয়েছে অর্থমন্ত্রীকে৷ এই যখন অবস্থা তখন এর দায় দায়িত্ব কার তা নিয়েও চলছে আলোচনা৷ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন আহমেদ মনে করেন, সোনালি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক, কেউ এর দায় এড়াতে পারেনা৷

দুর্নীতির কারণে সুশাসন আসছে না বাংলাদেশেছবি: DW

আর এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু অভিযোগ করেন, শুধু সোনালি ব্যাংক নয়, সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালনা পর্ষদ অযোগ্য দলীয় লোকে ভরা৷ ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷

বাংলাদেশ ব্যাংকের আরেকজন সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, এই ঋণ কেলেঙ্কারির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে অব্যস্থাপনা এবং অদক্ষতা স্পষ্ট হয়েছে৷

এঁরা সবাই মনে করেন, সোনালি ব্যাংকের ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের শুধু শাস্তি দিলেই হবে না, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা এবং পরিচালনা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ