1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রাষ্ট্রের দায়িত্ব হুমকি দাতাদের আইনের আওতায় আনা'

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৫ জুন ২০১৭

সুপরিচিত মানবাধিকার কর্মী সুলতানা কামালকে হুমকি দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান৷ আর সুলতানা কামাল বলেছেন, ‘‘তারা আরো বড় কোনো ক্ষতি করতে পারে৷''

ছবি: Getty Images/AFP

টকশো-র একটি বক্তব্যকে কেন্দ্র করে গত ২ জুন সুলতানা কামালকে হুমকি দেন হেফাজতে ইসলাম নেতারা৷ তারা ২৪ ঘন্টার মধ্যে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়ে অন্যথায় হাড়-গোস্ত না রাখার হুমকি দেন৷ 

হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবীব দাবি করেন, ‘‘তিনি (সুলতানা কামাল) বলেছেন, ভাস্কর্য  থাকতে না দিলে মসজিদ থাকতে দেওয়া হবে না৷ সুলতানা কামাল রাজপথে নেমে দেখুন, হাড্ডি-গোস্ত রাখা হবে না৷ সুলতানা কামালকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার কর৷ না হয় তাকে তসলিমা নাসরিনের মতো দেশের বাইরে পাঠিয়ে দিন৷ সুলতানা কামালের দেশ বাংলাদেশ নয়৷''

Sultana Kamal - MP3-Stereo

This browser does not support the audio element.

গত সপ্তাহে একটি বেসরকরি টেলিভিশন চ্যানেলে টকশো নিয়েই ঘটনার শুরু৷ সেখানে সুপ্রিমকোর্টের সামনের ভাস্কর্য নিয়ে কথা হচ্ছিল৷ টকশো-তে অন্যান্যের মধ্যে হেফাজতে ইসলামের প্রতিনিধি মুফতি সাখাওয়াত হাসেনও ছিলেন৷ তাঁর সঙ্গেই ভাস্কর্য নিয়ে সুলতানা কামালের কথা হয়

সেদিন টকশো-তে আসলে কী কথা হয়েছিল জানতে চাইলে সুলতানা কামাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘হেফাজতের প্রতিনিধি বলছিলেন আদালত প্রাঙ্গনে কোনো ধর্মীয় স্থাপনা থাকা ঠিক না৷ যদি ওই মূর্তিটা থাকে সেটাই সাম্প্রদায়িকতা উস্কে দেবে৷ কারণ, আদালত এলাকায় ধর্মীয় স্থাপনা থাকা ঠিক না৷ তখন আমি বললাম যে, আমিও সেটাতে একমত যে, কোনো কর্মক্ষেত্রে, আদালত প্রাঙ্গনে ধর্মীয় স্থাপনা থাকা ঠিক না৷ যদি সেটাই হবে, তবে মসজিদও থাকে না৷ আমার ভাষাটাই ছিল তবে তো মসজিদও থাকে না৷''

তিনি বলেন, ‘‘আমি শুধু আমার জন্য বলছি না৷ এ ধরণের হুমকি দিয়ে যাতে কেউ পার না পায়, সেটা দেখার দায়িত্ব তো রাষ্ট্রের৷ অনেক বিষয় নিয়েই মানুষে মানুষে দ্বিমত থাকতে পারে৷ সেগুলো তো আলাপ-আলোচনা, তর্ক-বিতর্কের মধ্য দিয়েই মানুষ সমাধান করবে৷ মতের মিল হলে মৃত্যুর হুমকি দেয়াকে যদি প্রশ্রয় দেয়া হয়, সেটা তো সমাজের জন্য ভালো না৷''

নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলে সুলতানা কামাল বলেন,‘‘ডিবি'র লোকজন এসে আমার খোঁজ-খবর নিয়েছে৷ থানা থেকেও পুলিশ যোগাযোগ করেছে৷ সেদিক দিয়ে কোনো অসুবিধা নাই৷ নিরাপত্তাহীনতা কী? যারা এত মিথ্যাচার করে একটা সিচুয়েশন তৈরি করতে পারে, তারা তো আরো অনেক বড় কিছু করতে পারে৷ সয়ং প্রধানমন্ত্রীর কাছেও ভুল তথ্য গেছে এবং তিনিও সেটা বিশ্বাস করেন৷''

DR Mizanur Rahman - MP3-Stereo

This browser does not support the audio element.

মামলা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমরা আলাপ-আলোচনা করছি৷ এখনো কোনো সিদ্ধান্ত নেই নি৷''

এদিকে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘একটা ন্যূনতম আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব৷ প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব৷ এমনকি কেউ যদি অপরাধও করে থাকে, সেই অপরাধীরও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব৷ আর এখানে তো সুলতানা কামাল, কোনো অপরাধই করেননি৷ তিনি একটা মন্তব্য করেছেন, যা তাঁর মত প্রকাশের স্বাধীনতার অন্তর্ভুক্ত৷ যখন তার বক্তব্যকে বিকৃত করে এই ধরণের হুমকি দেয়া হয়, তা কিন্তু ফৌজদারী অপরাধ৷ সেখানে সুলতানা কামালের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে৷ আর যারা হুমকি দিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে৷''

তিনি মনে করেন, ‘‘রাষ্ট্রই হুমকিদাতাদের বিরুদ্ধে সরাসরি মামলা করতে পারে৷''

এ বিষয়ে আপনার কোন মতামত থাকলে লিখুন মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ