1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রের মেরামতে ওরা

২ আগস্ট ২০১৮

ক্ষুদে শিক্ষার্থীরা আন্দোলনে নানা রকম স্লোগান লেখা প্ল্যাকার্ড-ফেস্টুন ব্যবহার করছে৷ সেখানে তাদের কথাগুলো বলছে৷ সামাজিক গণমাধ্যমেও ওদের অনেকগুলো স্লোগান বা বক্তব্য ভাইরাল হয়ে গেছে৷

ছবি: bdnews24.com

প্রিয়ন্তিকা মাত্রই লিখতে পড়তে শিখছে৷ তাঁর মনে অনেক প্রশ্ন৷ মা লাবণ্যের কাজের চাপ থাকায় প্রিয়কে ব্যস্ত রাখতে একটি বড় কাগজে অনেক কিছু লিখে এরপর একে কেটে কুটে ওলটপালট করে পাজলের মতো করে তার সামনে দিলেন৷ বললেন, ‘‘শব্দগুলো মিলাও তো দেখি সোনা৷''

হাফ ছেড়ে বাঁচলেন৷ কিছুটা সময় তো মেয়ে ব্যস্ত থাকবে৷ মনোযোগী হলেন কাজে৷ কিন্তু কিসের কী? একটু পরই কাগজ মিলিয়ে হাজির হলো মেয়ে৷ ওমা! ও তো খুব সহজেই করে ফেললো৷ প্রিয়কে আবার আরেকটি টাস্ক দিলেন লাবণ্য৷ এবার আরেকটু কঠিন৷

এবারো একটু পরই মেয়ে সব মিলিয়ে নিয়ে এলো৷ মা তো খুব আশ্চর্য হলেন৷ কীভাবে পারছে মেয়ে? নিজের কৌতূহল আটকাতে না পেরে জিজ্ঞেস করলেন, ‘‘কীভাবে করলে তুমি মা?'' প্রিয়ন্তিকা বললো, ‘‘ওমা! এত সহজ৷ কাগজটির পেছনে একটি ছবি আছে দেখো৷ ওটা মিলিয়ে নিচ্ছি৷''

গল্পটি অনেকেরই পরিচিত৷ এর সারকথাও জানি আমরা৷ শিশুরা সৃজনশীল৷ তারা খুব দ্রুত সমস্যা সমাধানের বিকল্প সহজ সমাধান বের করতে পারে৷ গত ক'দিন ধরে নিরাপদ সড়কের দাবি ছাত্র-ছাত্রীদের আন্দোলন দেখে এই গল্পটি বারবার মনে পড়েছে৷

আন্দোলনকারীদের পক্ষে ফেসবুকে ভাইরাল হওয়া একটি বক্তব্য হলো, ‘হাঁটেন, হাঁটতে থাকেন৷ রাস্তা বন্ধ৷ রাষ্ট্রের মেরামতের কাজ চলছে৷' কী সহজ কথা৷ কিন্তু কতটা গভীর!

কথাটিতে বাগাড়ম্বর নেই৷ নেই আবেগের আতিশয্য৷ এই শিক্ষার্থীদের বয়স কতই হবে৷ টিনএজ পার হয়নি কেউই৷ অথচ কত বড় কথা তারা বলে ফেলেছে!

বিখ্যাত ফরাসী দার্শনিক-লেখক ভলতেয়ার তাঁর ১৭৫৯ সালে প্রকাশিত বই কাঁদিদ-এ প্রচলিত বেশকিছু দর্শনকে আক্রমণ করেছিলেন৷ ‘‘ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন'', কিংবা ‘‘ঈশ্বর অনেককিছুই করেন যার মধ্যে মঙ্গলের কিছু নেই'' – এই দুই ধারণার মধ্যে শেষ পর্যন্ত তাঁর দর্শন হলো, এ নিয়ে বিতর্ক বা মারামারি না করে, বরং চলুন যাই, ‘‘মাঠে অনেক কাজ পড়ে আছে৷''

উলটো করে ছবি মিলিয়ে দেয়া কাল্পনিক চরিত্র প্রিয়ন্তিকা বা কাঁদিদের দর্শনকেই যেন বাস্তবে রূপ দিচ্ছে আমাদের শিক্ষার্থীরা৷ ‘রাষ্ট্রের মেরামত' করছে তারা৷ যখন বড়রা সবকিছু নিয়ে এ ওকে দোষারোপ করতে ব্যস্ত, লুটে পুটে খেয়ে সিস্টেমকে নামসর্বস্ব করতে ব্যস্ত, তখন এই ক্ষুদে শিক্ষার্থীরা রাস্তায় নেমে সিস্টেম মেরামত করছে৷ মাঠে কেমন করে কাজ করা উচিত তা দেখিয়ে দিচ্ছে৷ ঘুনে ধরা সিস্টেমকে কীভাবে ‘টাইট' দিয়ে সোজা বানানো যায়, তা করে দেখাচ্ছে৷

আর ভালো কাজ করলে কীভাবে জনসমর্থন পাওয়া যায়, তা প্রমাণ করেছে৷ এ থেকে আমাদের নীতিনির্ধারকগণ কি কিছু শিখবেন? রাষ্ট্রের মেরামতে ক্ষুদে হাতগুলোকে শক্ত করবেন? নাকি পিটিয়ে ভেঙে দেবেন? রাষ্ট্রের মেরামত হলে তো অনেকের উপরি বন্ধ হয়ে যাবে৷

প্রথম আলো পত্রিকায় ‘পরিবহণ খাত মন্ত্রী সাংসদসহ আওয়ামী লীগের নেতাদের কবজায়' এই শিরোনামে আজ একটি প্রতিবেদন ছাপা হয়েছে৷ সেই প্রতিবেদনের হাইলাইটস হলো,

‘প্রভাবশালী রাজনীতিকেরা মালিক-শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে

বিআরটিএ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেয় না

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা বেনামে ব্যবসায় যুক্ত

ক্ষমতার ছায়ায় থাকা চালকেরাও বেপরোয়া

সড়কে অকাতরে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের'

(প্রথম আলো ০২.০৮.২০১৮)

প্রিয়ন্তিকার মা যে পাজলগুলো দিয়েছিলেন তা আসলে এগুলোই৷ যুগের পর যুগ ধরে তৈরি হওয়া একটা অরাজকতার মহীরূহে পরিণত হওয়া সিস্টেমকে স্বাভাবিক করাই এর লক্ষ্য৷

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fdw.bengali%2Fvideos%2F10155600398700978%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

এই চিত্র নতুন কিছু নয়৷ এ সম্পর্কে সবাই কমবেশি জানেন৷ ক্ষমতার পালাবদলে এসব সংগঠনের নেতৃত্বও বদলায়, কখনো কখনো ব্যবসার মালিকানাও৷ যুক্ত হয় নতুন মালিকানা৷ কিন্তু সিস্টেম বদলায় না৷

মুনাফাভোগীরা সিদ্ধহস্ত৷ তারা জানেন কীভাবে সিস্টেমকে জিম্মিকরা যায়৷ কীভাবে জনদুর্ভোগ তৈরি করে ফায়দা লোটা যায়৷ বারবারই তাই করেছেন৷ এবারো যানবাহনের নিরাপত্তা নেই এমন অজুহাতে রাস্তায় গাড়ি বন্ধ করে অপকৌশল নিয়েছেন৷ কিন্তু তারুণ্যের বাধভাঙ্গা প্রতিরোধ ও মানুষের সীমাহীন সমর্থন এই আন্দোলনকে একটি অনন্য উদাহরণ হিসেবে সামনে এনেছে৷

তবে এর আগেও আমরা দেখেছি, কীভাবে বড় বড় আন্দোলনকে নানাভাবে ট্যাগ দিয়ে দুর্বল করে দেয়া হয়৷ প্রপাগাণ্ডার এই যুগে এই কাজটি খুব সহজ৷ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে জড়ো হওয়া হাজারো মানুষকে, তাদের আন্দোলনকে, কী সুচারুরূপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে ধর্মের বিপক্ষে দাঁড় করিয়ে দেয়া হয়৷ মুক্তিযুদ্ধকে ধর্মের বিপক্ষে দাঁড় করানোর অপশক্তি তো সরব আছেই দেশে৷

যুবায়ের আহমেদ, ডয়চে ভেলেছবি: Zobaer Ahmed

আমরা দেখেছি, ‘কোটা সংস্কারের' আন্দোলনকেও ‘কোটা বিরোধী' বানিয়ে ফেলতে৷ এই আন্দোলনের মূলে না গিয়ে বরং একে মুক্তিযুদ্ধ বিরোধী আখ্যা দিয়ে একটি সাধারণীকরণ করার চেষ্টাও দেখেছি খোদ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে পরিচিত সরকারি দলের কাছ থেকেই৷

কিন্তু সড়কে আর প্রাণ ঝরবে না, এই দাবি সবার৷ এই আন্দোলনকেও নানাভাবে ব্যবহার করা হতে পারে, এমন শঙ্কা করেছেন অনেকেই৷ কিন্তু এই তরুণরা সতর্ক৷ তাদের স্লোগান ‘রাষ্ট্রের' মেরামত করার৷ কোনো সরকারের নয়৷ তাদের কোনো নেতা নেই৷ তারা স্বতঃস্ফূ্র্ত৷ তারা সবুজ প্রাণ৷ তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকরা৷ শক্তি যোগাচ্ছেন৷ সাহস যোগাচ্ছেন৷

পাজলের উলটো দিকের ছবিটা মেলাচ্ছেন তারা৷ আমরা এখনো সেই ছবিটির দিকে তাকিয়ে আছি৷ সোজা করে এখনো দেখিনি যে, মূল ধাঁধাটি মিলল কি না৷ আমরা চাই সেটি মিলুক৷ তা মেলানোর দায়িত্ব আপনাদের, যারা রাষ্ট্র চালান৷ যদি তা না করেন, তাতে হতাশ হয়ে এই সবুজ তারুণ্য যদি ‘রাষ্ট্রের মেরামত'-এর দ্বিতীয় পর্ব শুরু করে, তাহলে কারো চাকরি থাকবে না৷

ব্লগটি আমাদের কেমন লাগলো লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ