1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রের স্বীকৃতির আগেই শিল্পীরা সৃষ্টি করছেন প্যালেস্টাইন

১৫ সেপ্টেম্বর ২০১১

চলতি মাসেই জাতিসংঘে এক স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে ফিলিস্তিনিরা৷ নড়েচড়ে বসছেন ফিলিস্তিনি শিল্পীরাও৷ তাঁরা নতুন রাষ্ট্রের প্রতীক নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করছেন৷

ফিলিস্তিনি পতাকাছবি: picture alliance / dpa

আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে তুমুল বিতর্ক চলছে৷ একতরফা এই পদক্ষেপ আদৌ ফিলিস্তিনিদের জন্য বাড়তি কোনো সুবিধা বয়ে আনবে কি না, তা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করছে৷ তবে রাজনৈতিক তর্ক-বিতর্ক যাই চলুক না কেন, ব্যস্ত হয়ে পড়েছেন শিল্পীরা৷ যেমন নতুন স্ট্যাম্প বা ডাকটিকিটের নক্সা করছেন কেউ কেউ৷ এতকাল ডাকটিকিটে ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষ' লেখা হতো৷ এবার ‘প্যালেস্টাইন'এর নামই সরাসরি ছাপার প্রস্তুতি নিচ্ছেন তারা৷ তৈরি হচ্ছে নতুন লোগো বা প্রতীক৷ তার নীচে লেখা থাকবে ‘উই এমার্জ এগেন' – অর্থাৎ আমরা আবার জেগে উঠছি৷

৩৬ বছর বয়স্ক ফিলিস্তিনি শিল্পী খালেদ জারার রামাল্লাহ শহরের বাস স্টেশনে বসে থাকছেন৷ তিনি বিদেশিদের দেখলেই বলছেন, ‘‘পাসপোর্টটা একবার দিন, তাতে প্যালেস্টাইনের ছাপ মেরে দিই৷'' তাদের মধ্যে বেশিরভাগই অবশ্য চট করে এমন প্রস্তাবে রাজি হচ্ছেন না৷ কারণ সেই ছাপ দেখে ইসরায়েলি সীমান্তরক্ষীদের প্রতিক্রিয়া কী হবে, তা নিয়ে তাদের মনে বেশ আশঙ্কা রয়েছে৷

জারার বললেন, জাতিসংঘে বর্তমান উদ্যোগের সঙ্গে তাঁর এই কাজের কোনো সম্পর্ক নেই৷ কয়েক বছর আগেই এই প্রকল্প শুরু করেছিলেন তিনি৷ তাঁর তৈরি এই স্ট্যাম্পেরও কোনো বৈধতা নেই৷ তাতে শোভা পাচ্ছে উড়ন্ত ফিলিস্তিনি পাখি ‘সানবার্ড'এর রঙিন ছবি৷ আশেপাশে কিছু ফুলের ডিজাইন৷ নীচে ইংরাজি ও আরবি ভাষায় লেখা ‘স্টেট অফ প্যালেস্টাইন৷''

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ