1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীর সুরক্ষায় আরেকটি উদ্যোগ

রাজীব চক্রবর্তী নতুন দিল্লি
৮ সেপ্টেম্বর ২০১৭

নারী সুরক্ষার নিরিখে ভারতের রাজধানী শহরের স্থান একেবারে নিচের সারিতে৷ দিল্লিতে চলন্ত গাড়িতে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে এবার ট্যাক্সিতে ‘‌চাইল্ড লক'‌ ব্যবস্থার সচেতনতামূলক স্টিকার লাগানো বাধ্যতামূলক হচ্ছে৷

Indien - Delhi Metro Frauenabteilung.
ছবি: picture-alliance/AP

২০১২ সালে গোটা ভারতকে নাড়িয়ে দেওয়া নির্ভয়াকাণ্ড ঘটেছিল চলন্ত বাসে৷ তারপর সচেতনতা বৃদ্ধির চেষ্টা হয়েছে বহুবার৷ কিন্তু বাস, ট্যাক্সি অথবা মেট্রোতে নারী নির্যাতন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে৷ দিল্লি সরকার, মহিলা কমিশন, কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক, দিল্লি পুলিশসহ প্রায় সব পক্ষই এই বিষয়ে চিন্তিত ছিল এতদিন৷ ‌কারণ, চলন্ত গাড়িতে ‘‌চাইল্ড লক'‌-‌এর বোতাম থাকে চালকের কাছে৷ তবে গাড়ির প্রতিটি দরজায় অন্য ব্যবস্থাও থাকে৷ কিন্তু ওলা, উবেরের মতো বাণিজ্যিক ট্যাক্সিতে চড়া অনেকেই সেটা জানেন না৷ যার ফলে বিপদে পড়ে নিস্তারের উপায় খুঁজে পান না মহিলা যাত্রীরা৷ সেটাই শেখাবে ওই স্টিকার৷

ইদানীংকালের '‌ওলা'‌, ‘‌উবার'‌-‌এর মতো বেসরকারি অনলাইন পরিবহন ব্যবস্থার সুবিধা নিতে গিয়ে অনেকক্ষেত্রেই সমস্যায় পড়ছেন মেয়েরা৷ মোবাইল অ্যাপের মাধ্যমে ক্যাব বুকিং করে কম সময়ে এবং অল্প খরচে গন্তব্যে পৌঁছানো এখন ফ্যাশন৷ এতগুলো ভালো দিকের পাশাপাশি অনেক সময় ক্যাবের চালকদের লালসার শিকার হতে হচ্ছে কলেজ পড়ুয়া থেকে সাধারণ গৃহবধূদের৷

ছবি: picture-alliance/AP Photo/A. Rahj

এ সমস্যা সমাধানের পদক্ষেপ নিলো দিল্লি রাজ্য পরিবহন সংস্থা৷ নারী সুরক্ষার স্বার্থে রাজ্য পরিবহন দপ্তর নির্দেশ জারি করেছে, সমস্ত কমার্শিয়াল ট্যাক্সিতে কমপক্ষে ৪টি স্টিকার লাগিয়ে রাখতে হবে, যাতে স্পষ্ট উল্লেখ থাকবে, কীভাবে ‘‌চাইল্ড-‌লক'‌ ব্যবস্থাকে অকেজো করে ফেলা যায়৷ চাইল্ড-‌লক স্টিকার সাঁটিয়ে রাখতে হবে৷ এবং যাত্রীদের পরামর্শ দেওয়া থাকবে, গাড়ি চলতে শুরু করার আগেই যেন ‘‌চাইল্ড-‌লক'‌ ব্যবস্থা অকেজো করে দেওয়া হয়৷

দু'দিন আগেই দিল্লি রাজ্য পরিবহন সংস্থার পরিচালনা সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ খুব শীঘ্রই পরিবহন দপ্তরের কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হবে, দিল্লির বুকে ট্যাক্সি চালানোর লাইসেন্স নিতে হলে গাড়ির ভেতরে অন্তত ৪টি স্টিকার লাগাতে হবে৷ তাতে থাকে ‘‌চাইল্ড-‌লক'‌ খোলার পদ্ধতির বিবরণ৷ যে ট্যাক্সিতে এই বিবরণমূলক স্টিকার থাকবে না, সেই গাড়ি দিল্লির রাস্তায় চলতে পারবে না৷ এ জন্য দিল্লির ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তরের অপরাধদমন শাখাকেও চিঠি দিচ্ছে রাজ্য সরকার৷ বলা হচ্ছে, নিয়মিত পর্যবেক্ষন ও পরীক্ষা করে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে৷

স্বভাবতই দিল্লির আম আদমি পার্টি পরিচালিত সরকারের এই সিদ্ধান্তে খুশি ছাত্রী, চাকুরিজীবী মহিলা, গৃহবধূ, অবিভাবক থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ৷ তবে প্রায় প্রত্যেকেরই অভিমত, ‘‌‘‌এই একটি উদ্যোগ নিয়েই নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয়৷ নারী সুরক্ষা বাড়াতে সরকার ও পুলিশকে আরও অনেক কাজ করতে হবে৷ সেইসঙ্গে অভিভাবক, কর্মরত মহিলা‌সহ ছাত্রীদেরও সচেতনতা বাড়াতে হবে৷'‌'‌

‌দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী জয়হিন্দ বলছেন, ‘‌‘‌দীর্ঘদিন ধরেই এই প্রস্তাব ছিল৷ আলোচনা চলছিল৷ দিন হোক বা রাত, দিল্লির বুকে নারী নির্যাতনের ঘটনাগুলো খতিয়ে দেখলে বোঝা যাবে এক জায়গা থেকে অন্য জায়গায় গাড়িতে চড়ে যাওয়ার সময় অসৎ চালকের খপ্পরে পড়তে হয় মেয়েদের৷ ইচ্ছা থাকলেও গাড়ির দরজা খুলতে পারেন না৷ ফলে, ধর্ষণের মতো ঘটনা ঘটে যায়৷ তবে, এবার সেই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা উপায় বের করা গেছে৷ বাণিজ্যিক ট্যাক্সিতে চড়ার পর গাড়ি চলতে শুরু করার আগে ‘‌চাইল্ড-‌লক'‌ অকেজো করে দিতে হবে৷ সেই জন্য সচেতনতার প্রয়োজন৷ সচেতনতা বাড়াবে ট্যাক্সিতে সাঁটিয়ে রাখা স্টিকার৷''

কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী আগেই জানিয়েছেন, ‘‘‘‌গোটা দেশজুড়ে নারী সুরক্ষার স্বার্থে মোবাইল ফোনে স্বয়ংক্রিয় ‘‌আতঙ্ক বোতাম'‌ চালু করতে চায় নরেন্দ্র মোদী সরকার৷ সম্ভবত অক্টোবরেই এই পদ্ধতি চালু হয়ে যাবে ভারতে৷'‌'‌ দিল্লি পরিবহন দপ্তরের এই ‘‌চাইল্ড-‌লক'‌ উদ্যোগ সাধুবাদ কুড়াচ্ছে সব মহলেই৷ ক্যাবে সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন গার্গী কলেজের ছাত্রী কোমল শর্মা৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পাঠরত ছাত্রী খুশপ্রীত চাড্ঢাদের মতো অনেকেই৷

বন্ধু, প্রতিবেদনটি কেমন লাগলো? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ