1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিডিও করে বিতর্কে বিরাট

১৮ জুন ২০১৮

গাড়ির জানালা দিয়ে রাস্তায় পলিথিন ফেললেন একজন৷ সঙ্গে সঙ্গেই বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রতিবাদ৷ প্রতিবাদের দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন বিরাট কোহলি৷ সেই ভিডিও ভাইরাল৷ চলছে তুমুল বিতর্ক৷

ছবি: Youtube/Sudina Surabhi

মুম্বইয়ের রাস্তায় বিরাট কোহলি৷ পাশে স্ত্রী আনুশকা শর্মা৷ হঠাৎ গাড়ি থামালেন বিরাট৷ সঙ্গেই সঙ্গেই জানালার কাচ সরিয়ে আনুশকা পাশের গাড়ির ভদ্রলোকের কাছে রেগেমেগে জানতে চাইলেন, ‘‘আপনি রাস্তায় নোংরা ফেলছেন কেন?’’ গাড়ির পেছনে বসা কেতাদুরস্ত লোকটি জবাব খুঁজে পাচ্ছিলেন না৷ তাই বলিউড সুপারস্টার আনুশকাই ঝাঁঝালো গলায় বলে গেলেন, ‘‘আপনি কেন রাস্তায় প্লাস্টিক ফেলছেন? প্লিজ, সতর্ক হোন৷ আপনি এভাবে রাস্তায় প্লাস্টিক ছুড়ে ফেলতে পারেন না৷ ডাস্টবিন ব্যবহার করুন৷’’

মাত্র ১৭ সেকেন্ডের এই কথোপকথন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি৷ সেখানে তিনি এক জায়গায় লিখেছিলেন, ‘‘বিলাসবহুল গাড়িতে চড়লে যেন কারো কারো মাথা আর কাজ করে না৷ এসব মানুষ আমাদের দেশটাকে পরিচ্ছন্ন রাখবেন? কোথাও যদি এমন অন্যায় হতে দেখেন, এরকমই করুন এবং সচেতনতা ছড়িয়ে দিন৷’’

সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ভিডিও৷ বিরাট এবং আনুশকার পাশে দাঁড়িয়ে তাঁদের কেউ কেউ রাস্তায় প্লাস্টিক ছুড়ে ফেলা লোকটিকে একহাত নিয়েছেন৷ তবে  ভিন্নমতও এসেছে৷ অনেকেই বলছেন, আনুশকার প্রতিবাদের ধরণটা খুব অনুকরণীয় হয়নি৷ কেউ কেউ আবার বিরাটের কাছেই পাল্টা প্রশ্ন রেখেছেন, ‘‘আপনি কেন আপনার স্ত্রী'র সাহসিকতা প্রদর্শনের ঘটনা ভিডিও করছেন? কেন তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন? আপনি কি এই প্রথম কাউকে গাড়ি থেকে রাস্তায় প্লাস্টিক ছুড়তে দেখলেন?’’

পাশাপাশি, বিরাট এবং আনুশকার উদ্দেশ্যে আরো বলা হয়েছে, ‘‘আপনাদের উদ্দেশ্য যদি কাউকে উপদেশ দেওয়া হতো, তাহলে ওরকম বসের মতো আচরণ না করে বন্ধুসুলভ হতেন৷ এভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করাটা খুব সস্তা ব্যাপার৷’’

এভাবে বিরাট আর আনুশকার বিরুদ্ধে কিছু লোক মুখ খুলতে শুরু করায় প্লাস্টিক ছুড়ে ফেলা আরহান সিং-ও এক সময় তাঁর বক্তব্য তুলে ধরেন ফেসবুক পাতায়৷

সেখানে প্রথমেই তিনি জানান, অসতর্কতাবশত রাস্তায় প্লাস্টিক ফেলায় তিনি দুঃখিত৷ তবে এর পাশাপাশি আনুশকা শর্মার আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ তাঁর মতে, আনুশকার আচরণে সৌজন্যবোধের ঘাটতি ছিল৷ এমন অনুভূতি থেকেই তিনি লিখেছেন, ‘‘আমাদের কথোপকথনে মিসেস আনুশকা শর্মা কোহলি যদি একটু সৌজন্যবোধ, একটু বিনয় দেখাতেন, তাহলে তো তাঁর তারকাখ্যাতি কমে যেতো না!... আমার বিলাসবহুল গাড়ির জানালা দিয়ে ভুলবশত যে নোংরা বাইরে গিয়েছে তার চেয়ে অনেক বেশি নোংরা আপনার (আনুশকা) মুখ, আপনার বিলাসবহুল গাড়ি থেকে বেরিয়েছে৷’’ বিরাট কোহলি যে ভিডিও করে ঘটনাটি প্রচার করেছেন, তারও সমালোচনা করেছেন আরহান সিং৷

ক্রিকেট মাঠের মতো বিতর্কের মাঠেও বিরাট কোহলি অবশ্য কাউকে ছেড়ে কথা বলার পাত্র নন৷ সমালোচকদের লক্ষ্য করে তাই তাঁর একটাই কথা, ‘‘অনেকেই আছেন, যাঁরা এমন সাহসি কিছু করে দেখাতে পারেন না, তাঁরা এই ব্যাপারটিকে হাল্কা করে দেখছেন৷ কী লজ্জা!’’

এসিবি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ