1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রাস্তা কারো বাপের নয়'

১৫ আগস্ট ২০১৮

সস্ত্রীক গাড়ি চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি৷ বেশ নিশ্চিন্তে উলটো পথে ঢুকে পড়লেন এক রাস্তায়৷ হঠাৎ সামনে হাজির এক ট্রাফিক সার্জেন্ট৷ গাড়ির চালক সলাজে জানালেন, ট্রাফিক পুলিশকে না দেখায় এমনটা করেছেন তিনি৷

Deutschlandtreffen der Entenfreunde in Kommern
ছবি: picture-alliance/dpa/O. Berg

সস্ত্রীক গাড়ি চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি৷ বেশ নিশ্চিন্তে উলটো পথে ঢুকে পড়লেন এক রাস্তায়৷ হঠাৎ সামনে হাজির এক ট্রাফিক সার্জেন্ট৷ গাড়ির চালক সলাজে জানালেন, ট্রাফিক পুলিশকে না দেখায় এমনটা করেছেন তিনি৷

কিন্তু ট্রাফিক পুলিশ বেশ আন্তরিকভাবেই জানালেন, গাড়ির চালককে চেনেন তিনি৷ তাঁর বাবা অনেক নামকরা ব্যক্তি ছিলেন৷ এমনকি তাঁর নামেই রাস্তাটির নামকরণ করা হয়েছে৷ ততক্ষণে অবশ্য যা বোঝার বুঝে নিয়েছেন, গাড়ি চালক৷ কেননা, যে রাস্তায় তিনি ভুল করে ঢুকেছেন, সেটির নামকরণ তো তাঁর বাবার নামে হয়নি৷

গাড়ির চালক বুঝতে পারেন, ট্রাফিক আইন ভঙ্গ করা ঠিক হয়নি, কেননা, ‘রাস্তা কারো বাপের নয়'৷ আর তাঁকে এই জ্ঞান দেয়া ব্যক্তি, মানে ট্রাফিক সার্জেন্ট হচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার৷ ট্রাফিক আইন মানা সংক্রান্ত তিনটি জনসচেতনতামূলক ভিডিও মঙ্গলবার পোস্ট করা হয় তাঁর ফেসবুক পাতা থেকে৷ সেগুলো অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়৷

আসলে ভারত সরকারের রাস্তায় নিরাপত্তা সংক্রান্ত প্রচারণার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অক্ষয় কুমার৷ দেশটিতে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত পরিসংখ্যান জানার পর এই নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন তিনি৷ নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে এই বিষয়ে জনসচেতনতা তৈরিতে নেমে পড়েন তিনি৷ বলাই বাহুল্য, কাজটি বেশ ভালোভাবেই করছেন অক্ষয়৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ