1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাহুলকে 'অপরিণত' মনে করেন ওবামা

১৩ নভেম্বর ২০২০

স্মৃতিকথা লিখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোনিয়া-মনমোহনের প্রশংসা করলেও ওবামা সমালোচনা করেছেন রাহুলের।

ছবি: Getty Images/AFP/S. Panthaky

রাহুল গান্ধীকে বিজেপি নেতারা হামেশাই 'পাপ্পু' বলে থাকেন। বাংলায় যার অর্থ 'বোকা ছেলে'। অমিত শাহ তো তাঁকে রাহুল বাবা বলে সম্বোধন করেন। অর্থাৎ, তিনি নেহাতই বাচ্চা ছেলে, হাবাগোবা। আর কংগ্রেসের যুবরাজ সম্পর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ধারণা, ''তিনি খুবই নার্ভাস, তাঁর গুণগুলি পরিপক্ক হয়নি।'' ওবামা রাহুলের তুলনা করেছেন ক্লাসের এক ছাত্রে সঙ্গে। যে কোসওয়ার্ক করে শিক্ষককে ইমপ্রেস করতে চায়, কিন্তু মূল বিষয়টি সম্পর্কে যার জ্ঞানের কোনো গভীরতা নেই।

ওবামা এই মন্তব্য করেছেন তাঁর স্মৃতিকথা 'আ প্রমিসড ল্যান্ড'-এ। আর কয়েকদিনের মধ্যেই বইটি প্রকাশিত হবে। তার আগে নিউ ইয়র্ক টাইমস বইটির যে পর্যালোচনা করেছে, সেখান থেকেই জানা গিয়েছে রাহুলের প্রতি ওবামার মনোভাব। পঞ্চাশে পা দিয়ে ফেলা রাহুলকে অপরিণত বলেই মনে করছেন বারাক ওবামা। রাহুলকে আগেও এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বিজেপি যে তাঁকে পাপ্পু বলে, তাতে তাঁর কেমন লাগে? রাহুলের জবাব ছিল, ওরা যা খুশি বলতে পারে। এর ফলে বিজেপি নেতাদের মানসিকতা বোঝা যায়। তাতে তাঁর কিছু এসে যায় না। কিন্তু এখন দেখা যাচ্ছে, শুধু বিজেপি নয়, ওবামার মতো অনেকের মনোভাব তাঁর পক্ষে খুব আশাব্যঞ্জক নয়।

আরো দুই ভারতীয় রাজনীতিক সম্পর্কে ওবামা মন্তব্য করেছেন তাঁর বইয়ে। মনমোহন সিং এবং সোনিয়া গান্ধী। মনমোহনের প্রশংসা করেছেন এবং সোনিয়া সম্পর্কে বলেছেন, ''চার্লি ক্রিস্ট বা আর ইমানুয়েলের উদাহরণ দিয়ে ছেলেরা কতটা হ্যান্ডসাম তা আমাদের বোঝানো হয়। মেয়েদের সৌন্দর্য নিয়ে সেরকম বলা হয় না। তবে সোনিয়া গান্ধীর মতো দুই একজন ব্যতিক্রম আছেন।'' আর মনমোহনের প্রশংসা করেছেন তাঁর ''সততা ও ন্যায়পরায়ণতা' নিয়ে।

এর আগে ২০১৫ সালে তিনি একটি নিবন্ধে নরেন্দ্র মোদীর ঢালাও প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, ছেলেবেলায় যিনি তাঁর বাবকে চা বিক্রি করতে সাহায্য করেছেন, তিনি এখন দেশের প্রধানমন্ত্রী। তাঁর ওই দারিদ্র্য থেকে প্রধানমন্ত্রী হওয়াটা ভারতের গতিময়তাকেই বোঝায়।

দেখা যাচ্ছে, রাহুল গান্ধী বাদ দিয়ে বাকিরা সকলেই ওবামার প্রশংসা কুড়িয়েছেন। অথচ, ২০১৫ সালে রাহুল ওবামার সঙ্গে দেখা করে তা টুইট করে বলেছিলেন, তিনি ওই সাক্ষাৎকারে কতটা খুশি। তবে ওবামার মূল্যায়নের পর তাঁর সেই খুশি উবে যেতেই পারে।

জিএইচ/এসজি(পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ