1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাহুলের চাপে শতরানের জন্য খেললেন বিরাট

২০ অক্টোবর ২০২৩

শ্রেয়স আউট হওয়ার পর কোহলির সঙ্গে জুটি বেঁধে দলকে জেতালেন কে এল রাহুল। তিনিই বিরাটকে সেঞ্চুরির জন্য খেলতে বলেন।

বাংলাদেশের বিরুদ্ধে শতরান করার পর কোহলি।
বাংলাদেশের বিরুদ্ধে কোহলির শতরান করার পিছনে রাহুলের চাপ কাজ করেছে। ছবি: ADNAN ABIDI/REUTERS

কিছুদিন আগেই ৯৭ রান করে অপরাজিত ছিলেন রাহুল। শেষ ওভারে শতরানের জন্য খেলার চেষ্টা করেও হিসাবের ভুল করে ফেলেছিলেন। শতরান না হওয়ার যন্ত্রণা তিনি জানেন। বাংলাদেশের বিরুদ্ধে তিনিই রাহুলকে বলেন, ''শতরান হাতছাড়া করো না। সেঞ্চুরির জন্য খেল।''

কিন্তু বিরাট তাতে প্রথমে রাজি ছিলেন না। ম্যাচের পর রাহুল বলেছেন, ''বিরাটের প্রতিক্রিয়া ছিল, এটা ভালো দেখাবে না। আমি সিঙ্গলস নেব না, এটা মানুষের চোখে লাগবে। এটা বিশ্বকাপের খেলা। খুব বড় মঞ্চ। সেখানে আমি এমন কিছু করতে চাই না, যাতে মনে হয়, আমি ব্যক্তিগত সাফল্যের দিকে তাকিয়ে খেলছি।''

রাহুল তখন বলেন, ''আমরা সহজেই ম্যাচ জিতে যাব। তাই তুমি তোমার জীবনের একটা মাইলফলক ছুঁতেই পার। কেন তুমি শতরানের জন্য খেলবে না। অবশ্যই খেলবে।''

রাহুল জানিয়েছেন, ''শেষের দিকে বিরাট সেটাই করেছে। আমি তখন একেবারেই সিঙ্গলস বা একরান নিতে রাজি ছিলাম না।''

বাংলাদেশের বোলাররা কি শেষের দিকে লেগের বাইরে বল করেছেন? তখন কোহলি শতরানের থেকে সামান্য দূরে। রাহুল জানিয়েছেন, ''শেষ ওভারেও তা হয়েছে। স্লোয়ার বাউন্সার ওয়াইড হয়েছে। তবে এটা খুব কঠিন প্রশ্ন। তবে হ্যাঁ, আমি শান্তভাবে বোলারের সঙ্গে কথাও বলি।''

রান রেটে নিউজিল্যান্ডকে পিছনে ফেলতে গেলে ৩৪ ওভারে জিততে হতো ভারতকে। ভারত জিতেছে ৪১ দশমিক তিন ওভারে। ফলে কোনোভাবেই নিউজিল্যান্ডকে টপকানো যেত না। বিশ্বকাপে ভারতের আগামী খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তাতে জয় পেলে তালিকার শীর্ষে থাকতে পারবে ভারত।

ম্যাচের পর বিরাট ক্ষমা চেয়েছেন রবীন্দ্র জাদেজার কাছ থেকে। তিনি বলেছেন, ''সরি জাড্ডু(জাদেজাকে এই নামেই ডাকেন বিরাটরা), ম্যাচের সেরা পুরস্কার তোমার কাছ থেকে ছিনিয়ে নেয়ার জন্য। আমি এই ম্যাচে ভালো খেলে দলকে জেতাতে চেয়েছিলাম। সেই লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম।''

জাদেজা এই ম্যাচে ভালো বল করে দুইটি উইকেট এবং একটি অসাধারণ ক্যাচ নেন। বিরাট শতরান না করলে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হতে পারতেন।

বাংলাদেশের বিরুদ্ধে এই অসাধারণ ইনিংস খেলার পর আরেকটি কৃতিত্বের অধিকারী হয়েছেন কোহলি। সেটা হলো, সবচেয়ে দ্রুত ২৬ হাজার রান করা। এই রেকর্ড এতদিন শচিনের কাছে ছিল। বিরাট সেই রেকর্ড ভাঙলেন।

জিএইচ/এসজি(সটার স্পোর্টস)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ