শ্রেয়স আউট হওয়ার পর কোহলির সঙ্গে জুটি বেঁধে দলকে জেতালেন কে এল রাহুল। তিনিই বিরাটকে সেঞ্চুরির জন্য খেলতে বলেন।
বিজ্ঞাপন
কিছুদিন আগেই ৯৭ রান করে অপরাজিত ছিলেন রাহুল। শেষ ওভারে শতরানের জন্য খেলার চেষ্টা করেও হিসাবের ভুল করে ফেলেছিলেন। শতরান না হওয়ার যন্ত্রণা তিনি জানেন। বাংলাদেশের বিরুদ্ধে তিনিই রাহুলকে বলেন, ''শতরান হাতছাড়া করো না। সেঞ্চুরির জন্য খেল।''
কিন্তু বিরাট তাতে প্রথমে রাজি ছিলেন না। ম্যাচের পর রাহুল বলেছেন, ''বিরাটের প্রতিক্রিয়া ছিল, এটা ভালো দেখাবে না। আমি সিঙ্গলস নেব না, এটা মানুষের চোখে লাগবে। এটা বিশ্বকাপের খেলা। খুব বড় মঞ্চ। সেখানে আমি এমন কিছু করতে চাই না, যাতে মনে হয়, আমি ব্যক্তিগত সাফল্যের দিকে তাকিয়ে খেলছি।''
রাহুল তখন বলেন, ''আমরা সহজেই ম্যাচ জিতে যাব। তাই তুমি তোমার জীবনের একটা মাইলফলক ছুঁতেই পার। কেন তুমি শতরানের জন্য খেলবে না। অবশ্যই খেলবে।''
রাহুল জানিয়েছেন, ''শেষের দিকে বিরাট সেটাই করেছে। আমি তখন একেবারেই সিঙ্গলস বা একরান নিতে রাজি ছিলাম না।''
বিরাট-রাহুল-কুলদীপ ঝড়ে বিপর্যস্ত পাকিস্তান
এশিয়া কাপের এই মর্যাদার লড়াই শুরু হয়ছিল রোববার। বৃষ্টির জন্য ২৪ ওভারের পর খেলা হয়নি। ম্যাচ শেষ হলো সোমবার।
ছবি: ISHARA S.KODIKARA/AFP/Getty Images
কোহলির বিরাট ইনিংস
মাত্র ৯৪ বলে ১২২ রান করেন কোহলি। প্রথমদিকে তিনি একটু ধরে খেলছিলেন। স্ট্রাইক রোটেট করছিলেন। তখন বেশি মারছিলেন কে এল রাহুল। পরে বিরাট হাত খুলে মারতে শুরু করেন। ইনিংস শেষ করেন ছয় মেরে। অসাধারণ ফর্মে ছিলেন বিরাট। পরে বললেন, তিনি ও রাহুল মূলত ক্রিকেটের চিরাচরিত শটই মেরেছেন। শেষ বলে মারা ছয়টা অবশ্য এর বাইরে রেখেছেন বিরাট। বিরাট-রাহুল জুটিতে উঠলো ২৩৩ রান। একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড জয়।
ছবি: Surjeet Yadav/Getty Images
রাহুলের ফিরে আসা
আঘাত পেয়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন কে এল রাহুল। অপারেশনের পর তিনি দীর্ঘদিন ধরে শারীরিক সক্ষমতা ফেরাবার চেষ্টা করেছেন। পুরো ফিট হয়ে টিমে ফিরেছেন। শ্রেয়স আইয়ার অসুস্থ না হলে এই ম্যাচে তার খেলা হত না। ম্যাচ শুরুর পাঁচ মিনিট আগে তাকে খেলতে বলা হয়। অসাধারণ খেললেন। ১০৬ বলে ১১১ রানে অপরাজিত। পাকিস্তান সোমবার ভারতের কোনো উইকেটই নিতে পারেনি।
ছবি: Getty Images/J. McCawley
কুলদীপের কামাল
স্পিনার কুলদীপের বলে বারবার পরাস্ত হন পাকিস্তানের ব্যাটাররা। মোট পাঁচ উইকেট নিয়েছেন কুলদীপ। নিজের বলে একটা অসাধারণ ক্যাচ নেন। কুলদীপ দুর্দান্ত বল করেছেন। আট ওভার বল করে ২৫ রান দিয়ে পাঁচ ইউকেট নিয়েছেন তিনি।
ছবি: ISHARA S.KODIKARA/AFP/Getty Images
রেকর্ড ব্যবধানে জয়
প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে করে দুই উইকেটে ৩৫৬ রান। পাকিস্তান ৩২ ওভারে ১২৮ রান করে। শেষ দুই ব্যাটার হ্যারিস রউফ ও নাসিন শাহ আহত থাকায় ব্যাট করতে নামেননি। ২২৮ রানে পাকিস্তানকে হারায় ভারত। একদিনের ক্রিকেটে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় ভারতের।
ছবি: Surjeet Yadav/Getty Images
পারলেন না বাবর আজম
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম হলেন দলের ব্যাটিংয়ের বড় শক্তি। কিন্তু সোমবার তিনি ২৪ বলে ১০ রান করে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন।
ছবি: Eranga Jayawardena/AP Photo/picture alliance
ভালো বল করলেন বুমরা
চোট সারিয়ে দলে ফিরছেন বুমরা। এদিন যথেষ্ট ভালো বল করলেন। বৃষ্টির পরের আবহাওয়াকে কাজে লাগিয়ে দুইদিকে বল সুইং করান। ইমাম উল হক আউট হন তার বলে। পাঁচ ওভারে মাত্র ১৮ রান দেন তিনি।
ছবি: ISHARA S.KODIKARA/AFP/Getty Images
শার্দুলের উইকেট
শার্দুল ঠাকুরও মহম্মদ রিজওয়ানের গুরুত্বপূর্ণ উইকেট নেন। চার ওভার বল করে ১৬ রান দিয়ে একটা উইকেট পান তিনি।
ছবি: Surjeet Yadav/Getty Images
রোহিত খুশি
জয়ের পর রীতিমতো উচ্ছ্বসিত ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ''কোহলি যেদিন খেলেন, সেদিন তাকে থামানো যায় না। আরেকটি অসাধারণ ইনিংস খেলেছেন তিনি। কে এল রাহুলের কাজ ছিল আরো কঠিন। খেলা শুরু আগে তাকে বলা হয়েছে, তিনি টিমে আছেন। তারপর যেভাবে খেলেছে, তাতে বোঝা যায়, রাহুল কতবড় প্লেয়ার। আর কুলদীপের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ''
ছবি: ISHARA S.KODIKARA/AFP/Getty Images
মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে
কোনো বিরতি নেই। সোমবার এই কঠিন ম্যাচ জেতার পর মঙ্গলবার আবার মাঠে নামতে হচ্ছে রোহিতদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ ম্যাচ খেলতে হবে। বিরাট বলছিলেন, ''সোমবার খেলতে খেলতে মনে হচ্ছিল, আবার মঙ্গলবার তিনটের সময় মাঠে নামতে হবে। তবে ১১০টা টেস্ট খেলেছি। তাই পরের দিন তৈরি হয়ে মাঠে নামতে কোনো অসুবিধা হবে না।''
ছবি: Eranga Jayawardena/AP Photo/picture alliance
9 ছবি1 | 9
বাংলাদেশের বোলাররা কি শেষের দিকে লেগের বাইরে বল করেছেন? তখন কোহলি শতরানের থেকে সামান্য দূরে। রাহুল জানিয়েছেন, ''শেষ ওভারেও তা হয়েছে। স্লোয়ার বাউন্সার ওয়াইড হয়েছে। তবে এটা খুব কঠিন প্রশ্ন। তবে হ্যাঁ, আমি শান্তভাবে বোলারের সঙ্গে কথাও বলি।''
রান রেটে নিউজিল্যান্ডকে পিছনে ফেলতে গেলে ৩৪ ওভারে জিততে হতো ভারতকে। ভারত জিতেছে ৪১ দশমিক তিন ওভারে। ফলে কোনোভাবেই নিউজিল্যান্ডকে টপকানো যেত না। বিশ্বকাপে ভারতের আগামী খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তাতে জয় পেলে তালিকার শীর্ষে থাকতে পারবে ভারত।
ম্যাচের পর বিরাট ক্ষমা চেয়েছেন রবীন্দ্র জাদেজার কাছ থেকে। তিনি বলেছেন, ''সরি জাড্ডু(জাদেজাকে এই নামেই ডাকেন বিরাটরা), ম্যাচের সেরা পুরস্কার তোমার কাছ থেকে ছিনিয়ে নেয়ার জন্য। আমি এই ম্যাচে ভালো খেলে দলকে জেতাতে চেয়েছিলাম। সেই লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম।''
জাদেজা এই ম্যাচে ভালো বল করে দুইটি উইকেট এবং একটি অসাধারণ ক্যাচ নেন। বিরাট শতরান না করলে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হতে পারতেন।
বাংলাদেশের বিরুদ্ধে এই অসাধারণ ইনিংস খেলার পর আরেকটি কৃতিত্বের অধিকারী হয়েছেন কোহলি। সেটা হলো, সবচেয়ে দ্রুত ২৬ হাজার রান করা। এই রেকর্ড এতদিন শচিনের কাছে ছিল। বিরাট সেই রেকর্ড ভাঙলেন।