1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাহুল গান্ধীর 'ভারত-জোড়ো' যাত্রা

৭ সেপ্টেম্বর ২০২২

বুধবার সকালে কন্যাকুমারী পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে যাত্রা শুরু হবে।

রাহুল গান্ধী
ছবি: Naveen Sharma/ZUMAPRESS.com/picture alliance

২০২৪ সালের নির্বাচনের ঘণ্টা বাজিয়ে দিল কংগ্রেস। বৃহস্পতিবার সকাল থেকে ভারত-জোড়ো যাত্রার ডাক দিয়েছেন রাহুল গান্ধী। জানানো হয়েছে, ১৫০ দিন ধরে সাড়ে তিন হাজার পথ অতিক্রম করা হবে। ১২টি রাজ্য এবং দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল ছুঁয়ে যাত্রা শেষ হওয়ার কথা কাশ্মীরে।

বৃহস্পতিবার সকালে যাত্রা শুরু হলেও বুধবার একাধিক অনুষ্ঠান আছে। এদিন সকালে শ্রীপেরুমবুদুরে রাজীব গান্ধীর স্মৃতি ফলকে ফুল দেন রাহুল। সেখানেই হত্যা করা হয়েছিল রাজবীকে। এরপর কন্যাকুমারী রওনা হন রাহুল। বুধবার বিকেলে কন্যাকুমারীকায় একটি সভা করবেন রাহুল। বৃহস্পতিবার সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাহুলের হাতে জাতীয় পতাকা তুলে দেবেন। সেই পতাকা নিয়েই দেশজুড়ে যাত্রা করার কথা রাহুলের।

কংগ্রেস জানিয়েছে, প্রতিদিন সাত থেকে আট কিলোমিটার হাঁটা হবে। প্রতিটি অঞ্চলের কংগ্রেস কর্মীরা মিছিলে যোগ দেবেন। সেখান থেকে স্থানীয় কংগ্রেস নেতারা নিজেদের এলাকায় এই একই যাত্রা করবেন।

কেন এই যাত্রা

কংগ্রেসের বক্তব্য, বর্তমান শাসক দেশকে ভাগ করার চেষ্টা করছে। ধর্মী বিভেদ বাড়ছে। কংগ্রেসের যাত্রা দেশকে জোড়ার সংকল্প নিয়ে হবে। রাজনৈতিক মহলের বক্তব্য, এই যাত্রার মধ্য দিয়েই কংগ্রেস আগামী নির্বাচনের প্রচার শুরু করে দিতে চাইছে। গত বেশ কয়েকবছরের মধ্যে এই ধরনের পরিকল্পনা কংগ্রেস করেনি। সংসদে বিজেপি বিরোধী জোটের প্রায় সবকটি দল রাহুলকে সমর্থন করেছে।

এসজি/জিএইচ (পিটিআই, এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ