কেরালার ঘটনা নিয়ে রাহুল মন্তব্য করেছিলেন, সেই ভিডিও-প্রতিক্রিয়া দেখানো হয় উদয়পুরের দর্জি খুনের মামলায়। টিভি অ্যাংকর গ্রেপ্তার।
বিজ্ঞাপন
জি টিভির নিউজ অ্যাংকর ও সাংবাদিক রোহিত রঞ্জনকে গ্রেপ্তার করা নিয়েও অবশ্য মঙ্গলবার বিস্তর নাটক হয়েছে। কংগ্রেস-শাসিত রাজ্য ছত্তিশগড়ের পুলিশ ভোর সাড়ে পাঁচটায় সোজা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সাংবাদিকের বাড়িতে পৌঁছয় তাকে গ্রেপ্তার করার জন্য। রোহিত রঞ্জন উত্তরপ্রদেশের পুলিশকে জানান। তারাও সেখানে পৌঁছে যায়।
তারপর শুরু হয় দুই রাজ্যের পুলিশের বাদানুবাদ। গাজিয়াবাদ পুলিশের অভিযোগ ছিল, তাদের না জানিয়ে তাদের এলাকা থেকে কাউকে গ্রেপ্তার করতে পারে না ছত্তিশগড়ের পুলিশ। কিন্তু ছত্তিশগড় পুলিশের দাবি, তাদের কাছে ওয়ারেন্ট আছে। ফলে কাউকে জানানোর দরকার নেই। তারা আইনত রাজীব রঞ্জনকে গ্রেপ্তার করতে পারে।
শেষ পর্যন্ত, গাজিয়াবাদের পুলিশই সাংবাদিককে গ্রেপ্তার করে। তবে তার বিরুদ্ধে অনেক লঘু অভিযোগ আনা হয়েছে বলে কংগ্রেসের অভিযোগ।
সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ
সম্প্রতি উদয়পুরে দর্জি কানহাইয়া লালকে কুপিয়ে খুন করা হয়। সেই ঘটনার ভিডিও তোলা হয়। মহানবী(সা:) বিরুদ্ধে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের সমর্থনে পোস্ট করেছিলেন ওই দর্জি। তার জন্যই দুই জন তাকে খুন করে বলে অভিযোগ। এই খবরের সঙ্গে রাহুল গান্ধীর একটি ভিডিও প্রতিক্রিয়া দেখানো হয়।
মহানবী(সা:)-বিতর্ক: হাওড়ার পর নদিয়ায় বিক্ষোভ, সংঘর্ষ
হাওড়ায় বিক্ষোভ শুরু হয় শুক্রবার। রাস্তা অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়। নদিয়ায় বিক্ষোভ ছড়িয়েছে রোববার।
ছবি: Satyajit Shaw/DW
রাস্তায় বিক্ষোভকারীরা
হাওড়ার রাস্তায় বিক্ষোভকারীরা। প্রচুর মানুষ রাস্তায় নেমেছিলেন। পুলিশকে লক্ষ্য করে তারা পাথর ছোঁড়েন।
ছবি: Satyajit Shaw/DW
পুলিশের সঙ্গে সংঘর্ষ
হাওড়ায় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়। পুলিশের হাতে পাথর ঠেকানোর জন্য ঢাল ছিল। পুলিশও উত্তেজিত জনতাকে সরিয়ে দিতে চায়।
ছবি: Satyajit Shaw/DW
কাঁদানে গ্যাস
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়।
ছবি: Satyajit Shaw/DW
রাস্তায় ছড়িয়ে ইট
রাস্তাজুড়ে ইট-পাথর ছড়িয়ে। হাওড়ার ছবি। পুলিশ তাড়া করেছে জনতাকে। সপ্তাহান্তে এই ছবি হাওড়ায় বারবার দেখা গেছে।
ছবি: Satyajit Shaw/DW
ইন্টারনেট বন্ধ
পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় প্রশাসন ইন্টারনেট বন্ধ রেখেছিল। যাতে গুজব না ছড়ায়। সোমবার পরিস্থিতি কিছুটা ভালো হলে আবার ইন্টারনেট চালু হতে পারে।
ছবি: Satyajit Shaw/DW
মুখ্যমন্ত্রীর আবেদনেও কাজ হয়নি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এভাবে বিক্ষোভ না দেখাতে। কলকাতার মসজিদের ইমামরাও শান্ত থাকতে বলেছিলেন। তারা বিবৃতি দিয়ে বলেছিলেন, ক্ষোভ হওয়া স্বাভাবিক। কিন্তু শান্তি বজায় রাখা উচিত। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, অন্য রাজ্যে ঘটনা ঘটেছে। তার জেরে পশ্চিমবঙ্গে কেন এইভাবে বিক্ষোভ দেখানো হবে। মমতার আবেদনে কাজ হয়নি।
ছবি: Satyajit Shaw/DW
নদিয়ায় বিক্ষোভ
মহানবী(সা:)-কে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে নদিয়াতেও বিক্ষোভ। রোববার বেথুয়াডহরিতে রেল ও সড়ক অবরোধ হয়। এখানে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। কিন্তু বেথুয়াডহরিতেও পাথর ছোঁড়া হয়েছে। পাথরের আঘাতে গাড়ির কাচ ভেঙেছে।
ছবি: Subrata Goswami/DW
পুলিশের সঙ্গে সংঘর্ষ
বেথুয়াডহরিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভ থামাতে পুলিশ বিভিন্ন গলিতে ঢুকে পড়ে। সেখান থেকে বেরিয়ে বিক্ষোভ থামাতে চায়।
ছবি: Subrata Goswami/DW
বিরোধীদের যেতে দেয়া হচ্ছে না
বিজেপি নেতারা ঘটনাস্থলে যেতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতি উত্তেজনাপূর্ণ বলে তাদের যেতে দেয়া হয়নি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হয়। বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। বেথুয়াডহরিতে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল। বিক্ষোভকারীরা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। তার ফলে যাত্রীদের হেনস্থা হয়েছে। তাছাড়া বেথুয়াডহরিতে বেশ কয়েকটি জায়গায় ইটের আঘাতে গাড়ির কাচ ভেঙেছে।
ছবি: Subrata Goswami/DW
9 ছবি1 | 9
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, ''কেরালার ওয়ানাড়ে তার নির্বাচনকেন্দ্রের একটি অফিস ভাঙার পর রাহুল বলেছিলেন, বাচ্চা ছেলেরা দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে। তাদের ক্ষমা করা উচিত।'' গেহলট বলেছেন, ''টিভি চ্যানেল ও অ্যাংকর ওই ভিডিওটি উদয়পুরের কানহাইয়া লালের খবরের সঙ্গে দেখিয়েছে।''
এরপরই কংগ্রেস প্রবল প্রতিবাদ করে। রাজস্থান ও ছত্তিশগড়ে দুইটি মামলা হয়। চ্যানেলের তরফ থেকে এবং অ্যাংকরও ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করেন।
রাহুল গান্ধীও এই প্রসঙ্গে বলেছেন, ''পুরো দেশ বিজেপি-আরএসএসের ইতিহাস জানে। তারা দেশকে ঘৃণার আগুনে পোড়াতে চাইছে। তারা দেশকে যতই ভাগ করার চেষ্টা করুক না কেন, কংগ্রেস দেশকে এক রাখার কাজ চালিয়ে যাবে।''