1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ হলো রিও অলিম্পিক

২২ আগস্ট ২০১৬

রিও নিয়ে যতো চিন্তা, দুর্ভাবনা ছিল, তার অনেকটাই অলীক প্রমাণিত হয়েছে৷ মারাকানার সমাপ্তি অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নিন্টেন্ডোর সুপার মারিও সেজে সকলকে চমকে দিয়েছেন৷

Brasilien Olympische Spiele Rio 2016 21 08 Abschlussfeier
ছবি: Getty Images/AFP/L. Acosta

রিও অলিম্পিকের সবচেয়ে বড় ঘটনা বোধহয় এই যে, কোনো অঘটন ঘটেনি৷ শেষ দিনে ঝড়বৃষ্টির আভাস থাকলেও, ব্রাজিল তথা দক্ষিণ অ্যামেরিকার রঙিন স্ফুর্তি আর উচ্ছলতা, ছন্দ আর গানে ভরা পরিবেশের বিশেষ ব্যাঘাত ঘটাতে পারেনি৷ অন্যান্য দলের মতো অলিম্পিকের প্রথম ‘উদ্বাস্তু দল'-ও তা-তে অংশগ্রহণ করেছে৷

এবারকার গেমসের ‘ম্যাজিক মোমেন্ট' বা মনোমুগ্ধকর স্মৃতিগুলোর মধ্যে স্বভাবতই থাকবে ইউসেইন বোল্ট-এর ‘ট্রিপল ট্রিপল'৷ সেই সঙ্গে মার্কিন সাঁতারু মাইকেল ফেল্পস-এর আরো পাঁচটি স্বর্ণ জয়, যার ফলে তাঁর ব্যক্তিগত সংগ্রহে অলিম্পিকের সোনা দাঁড়াল ২৩! তবুও বাংলাদেশের মানুষদের কাছে মার্গারিটা মামুন-এর ইন্ডিভিজুয়াল রিদমিক জিমন্যাস্টিক্সে স্বর্ণজয় প্রায় একই রকম দাগ কেটে গেছে: ‘রীতা' রাশিয়ার হয়ে প্রতিযোগিতায় নামলেও, তাঁর বাবা যে বাংলাদেশি৷

পশ্চিমবঙ্গের বাঙালি মেয়ে দীপা কর্মকার আর্টিস্টিক জিমন্যাস্ট হিসেবে মেয়েদের ভল্ট-এ চতুর্থ হয়েছেন, অর্থাৎ পদক হাতছাড়া হয়েছে৷ কিন্তু তাঁর আগে ভারতের আর কোনো মহিলা জিমন্যাস্ট অলিম্পিকে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারেননি; এমনকি ভারত থেকে নারী কিংবা পুরুষ, কোনো জিমন্যাস্টের অলিম্পিকে আসার ঘটনা ঘটল সুদীর্ঘ ৫২ বছর পরে৷ কাজেই দেশে ফিরে দীপার অভ্যর্থনা দেখার মতো হবে বৈকি!

ভারতের প্রথম মহিলা, যিনি অলিম্পিকে একটি রৌপ্যপদক জয় করলেন, তাঁর নাম হল পুসারলা বেঙ্কট সিন্ধু, পেশাদারি ব্যাডমিন্টন খেলোয়াড়৷ তাঁকে ও তাঁর কোচ পুল্লেলা গোপিচাঁদকে হায়দ্রাবাদ শহরের গাচিবোলি স্টেডিয়ামে সম্বর্ধনা জানানো হচ্ছে৷

তবে দক্ষিণ এশিয়ার মানুষ তাদের ‘মেয়েদের' এই কৃতিত্বে যতই গর্বিত হোন না কেন, সিন্ধুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই মনে করিয়ে দিচ্ছে যা, সে এক তরুণী মেয়ে৷ তার জীবনে খেলা কিংবা পদকই একমাত্র বস্তু নয়৷

কিন্তু পদকের তালিকা ছাড়া অলিম্পিকই বা হয় কি করে? সেই তালিকায় ৪৬টি সোনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবারও শীর্ষে; ২৭টি সোনা নিয়ে দ্বিতীয় স্থানে ব্রিটেন; ২৬টি সোনা নিয়ে তৃতীয় স্থানে চীন – হ্যাঁ, গত ২০ বছরে অলিম্পিকে চীনের সবচেয়ে খারাপ ফলাফল৷ চীনের ৪১০ জন অ্যাথলিটের টিমে এবার ৭৩ শতাংশই নাকি প্রথমবার অলিম্পিকে এসেছিল; দলের গড় বয়স ছিল ২৪৷ শোনা যাচ্ছে, চীন টোকিও-তে এ ভুল আর করবে না৷

আর জার্মানি? লন্ডন অলিম্পিক্সে জার্মানি সাকুল্যে জিতেছিল ৪৪টি পদক, পেয়েছিল পদকের তালিকায় ষষ্ঠ স্থান৷ এবার মোট ৪২টি পদক জিতলেও, তার মধ্যে ১৭টি সোনা, যেখানে ২০১২-য় জার্মানি জিতেছিল ১১-টি সোনা৷ মোট পদকের তালিকাতে জার্মানি পঞ্চম স্থানে, সেটাই বা খারাপ কিসে?

এসি/ডিজি (এসি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ