1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিপাবলিকানদের প্রার্থী নির্বাচন

৪ জানুয়ারি ২০১২

২০১২ সাল হচ্ছে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের বছর৷ মূল নির্বাচনের তারিখ নভেম্বরের ৬ হলেও উত্তাপ শুরু হয়ে গেছে৷ চলছে রিপাবলিকান প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া৷ বিস্তারিত জাহিদুল হকের কাছে৷

মিট রমনিছবি: Reuters

বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার মুখোমুখি হওয়ার আগে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নেমেছেন কয়েকজন রিপাবলিকান৷ মঙ্গলবার ছিল তাদের প্রথম পরীক্ষা৷ কিন্তু দিন শেষে অনেক বিশেষজ্ঞের ধারণা, তাতে জিতেছেন আসলে ওবামা!

বিস্ময়কর হলেও মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আইওয়া রাজ্যের ককাসে মিট রমনি বা রিক স্যান্টোরাম নয়, জিতেছে আসলে ডেমোক্রেটরা৷ কারণ রিপাবলিকানরা এতোদিন ধরে ওবামার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে রমনিকেই ভেবে আসছেন৷ কিন্তু দেখা গেল তিনি নিজ দলেরই নিরঙ্কুশ সমর্থন পেতে ব্যর্থ হয়েছেন৷

ফলাফলে দেখা যাচ্ছে, আইওয়াতে জিতেছেন রমনি, কিন্তু সেটা মাত্র আট ভোটের ব্যবধানে৷ অথচ তাঁর চেয়ে অনেক কম ডলার খরচ করেও রমনির ঘাড়ে নিশ্বাস ফেলছেন স্যান্টোরাম৷

রিক স্যান্টোরামছবি: dapd

আইওয়া ককাসের ফল বেরোনোর পর ডেভিড গ্যারগেনের প্রতিক্রিয়া - আজ রাতটা ডেমোক্র্যাটদের৷ কারণ রিপাবলিকানরা একজন প্রার্থীর পেছনে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন৷ অভিজ্ঞ গ্যারগেনের এই মন্তব্য ফেলে দেয়ার নয়৷ কেননা তিনি এ পর্যন্ত দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবলিকান প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন৷

তবে রিপাবলিকানদের দিক থেকে বিবেচনা করলে বলা যায়, তাদের হাতে এখনো সময় আছে৷ কেননা উত্তাপ তো কেবল শুরু৷ চলবে আগষ্ট পর্যন্ত৷ সেসময় ওবামার বিপক্ষে লড়ার জন্য একজন প্রার্থী নির্দিষ্ট করবেন দলের সদস্যরা৷ এর আগে প্রতিটি অঙ্গরাজ্যে হবে ককাস৷ পরবর্তীটা হবে এ মাসেরই ১০ তারিখে৷ নিউ হ্যাম্পশায়ারে৷ এরপর সাউথ ক্যারোলাইনা ও ফ্লোরিডায়৷

এদিকে প্রেসিডেন্ট ওবামা আসন্ন নির্বাচনকে সামনে রেখে বড় লড়াইয়ের জন্য ডেমোক্রেটিক দলের সমর্থকদের চাঙা হওয়ার আহ্বান জানিয়েছেন৷

উল্লেখ্য, ৬৪ বছর বয়সি রমনি একজন সফল ব্যবসায়ী৷ এটাকে তাঁর একটা অন্যতম যোগ্যতা হিসেবে তুলে ধরছেন তাঁর সমর্থকরা৷ ভোটারদের তাঁরা বলছেন, ব্যবসায়ী হিসেবে রমনি যেটাতেই হাত দিয়েছেন সেটাতেই সফল হয়েছেন৷ ম্যাসাচুসেটস রাজ্যের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন রমনি৷ ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি৷ কিন্তু শেষ পর্যন্ত জন ম্যাককেইনের কাছে হেরে যান৷ প্রেসিডেন্ট হলে কর ও সরকারি ব্যয় কমানোর অঙ্গীকার করেছেন রমনি৷

অন্যদিকে, ৫৪ বছর বয়সি স্যান্টোরাম পেশায় একজন আইনজীবী৷ এছাড়া তিনি পেনসিলভ্যানিয়া থেকে সেনেটর নির্বাচিত হয়েছিলেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ