1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিল ভিডিওর আয় দিয়ে পড়াশোনা, সংসার চালান আয়না

04:05

This browser does not support the video element.

আরাফাতুল ইসলাম | ইয়ানিক বায়ারলাইন
১৮ অক্টোবর ২০২৫

আয়না তঞ্চঙ্গ্যার বয়স ২৩ বছর৷ বাংলাদেশের রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলের এই আদিবাসী নারী গত বছর ফেসবুকে ভিডিও পোস্ট করা শুরু করেন৷ উদ্দেশ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ যোগানোর পাশাপাশি পরিবারকেও সহায়তা করা৷ তাকে দেখে অনুপ্রাণিত হয়ে আরো অনেক শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট শেয়ার করছেন৷

ফেসবুকে এক পরিচিত মুখ আয়না তঞ্চঙ্গ্যা৷ তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর৷ আয়না বলেন, ‘‘আমি গতবছর জুলাই মাসের দিকে ভিডিও বানানো শুরু করি৷ আমি সাধারণত রিলস ভিডিও বানাই৷’’ 

আয়না দারিদ্র্য থেকে মুক্তি চান৷ নিজের উচ্চশিক্ষার খরচ মেটাতে চেয়েছেন নিজেই৷ আর তাই মোবাইলে গ্রামের জীবন ধারণ করতে শুরু করেন৷  

তার গ্রামে বিদ্যুৎ এবং ইন্টারনেট না থাকায় ভিডিও আপলোড করতে পাহাড়ে উঠতে হয়৷  কারণ উঁচু স্থান থেকে ইন্টারনেট পাওয়া যায়৷ 

মোবাইলে চিত্রগ্রহণ, সম্পাদনা, গল্প বলা সবই নিজে নিজে শিখেছেন আয়না৷   

অনেক মানুষ আয়নার ভিডিও দেখেন৷ তিনি  মাসে ফেসবুক থেকে গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করেন৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার জন্য এই অর্থ যথেষ্ট৷  

তবে তার আদিবাসী সম্প্রদায়ের কেউ কেউ বিষয়টি পছন্দ করেননি৷ আয়না বলেন, ‘‘আমি যখন প্রথমদিকে ভিডিও পোস্ট করা শুরু করেছিলাম, অনেকে আমাকে হচ্ছে যে খারাপ মন্তব্য করতো৷ বিষয়টা বাজে ভাবে নিয়েছিল৷ অনেকে পাগল বলতো৷’’ 

সমালোচনা সত্ত্বেও আয়না এগিয়ে গেছেন৷ লাখো মানুষ তার কনটেন্ট নিয়মিত দেখেন৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ