1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুখে দিল যাদবপুর

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৩ সেপ্টেম্বর ২০১৯

সোমবার কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ ব্যর্থ হলো সেই কর্মসূচি৷

Indien Protest gegen Saffronisation
ছবি: DW/S. Bandopadhyay

যথাসম্ভব চেষ্টা করেছিলেন বিজেপির ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী-সমর্থকরা৷ সোমবার দক্ষিণ কলকাতার গড়িয়াহাট থেকে তাদের কয়েক হাজার কর্মী-সমর্থকের এক মিছিল রওনা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে৷ বিজেপির সাংসদ এবং কেন্দ্র সরকারের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেওয়া এবং হেনস্থা করার প্রতিবাদে ছিল এই মিছিল৷ অবধারিতভাবেই যা আরো বেশি উত্তেজনা ছড়াত আগে থেকেই স্পর্শকাতর যাদবপুরে৷

কিলোমিটার দুয়েক যাওয়ার পর পুলিশ রাস্তার মাঝখানে ব্যারিকেড গড়ে মিছিল আটকায়৷ এরপর প্রায় দেড় ঘণ্টা ধরে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান এবিভিপি কর্মীরা৷ বারবার ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা হয়৷ বৃষ্টির মতো ইট ছোঁড়া হয় পুলিশকর্মীদের লক্ষ্য করে৷ কিন্তু পুলিশের পক্ষ থেকে এদিন অত্যন্ত সংযম দেখানো হয়৷ লাউড স্পিকারে আবেদন জানানো হয়, যেহেতু মিছিলের কোনো আগাম অনুমতি পুলিশের কাছ থেকে নেওয়া হয়নি, এই মিছিল বেআইনি৷ ফলে মিছিলটিকে কোনোমতেই রাস্তা দেওয়া হবে না৷ দীর্ঘক্ষণ বিরোধ চলার পর শেষে এবিভিপি কর্মীরা রণে ভঙ্গ দেয়৷

ওদিকে মিছিল আসার খবর পেয়েই যাদবপুরের সমস্ত অধ্যাপক দল-মত নির্বিশেষে একজোটে এসে ব্যারিকেড গড়ে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে৷ তাঁদের বক্তব্য ছিল পরিষ্কার৷ বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হলে, ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছাতে হলে তাঁদের ব্যারিকেড ভেঙেই এগোতে হবে৷ সংকট মুহূর্তে অধ্যাপকদের এভাবে ছাত্র-ছাত্রীদের পাশে এসে দাঁড়ানো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি৷ গর্বের সঙ্গে জানালেন সমাজতত্ত্বের ছাত্রী রোশনি গুহ৷ এর আগেও ২০১৬ সালের আন্দোলনের সময় যখন যাদবপুরে হামলার চেষ্টা হয়েছিল, অধ্যাপক অধ্যাপিকারাই ছিলেন প্রতিরোধের সামনের সারিতে৷ 

রোশনি গুহ

This browser does not support the audio element.

এর আগে গণ মাধ্যমে বারবার যে কথা উঠে এসেছে, রোশনিও এদিন ডয়চে ভেলেকে সেকথাই জানালেন যে, তাঁদের বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্র-ছাত্রী এবিভিপির সমর্থক, তাঁদের কয়েকজনকে যেমন তাঁরা চিহ্নিত করতে পেরেছেন, তেমনি এমন বহু লোককে দেখা গেছে, দেখা যাচ্ছে, যাঁরা কোনোমতেই ছাত্র নয়৷ এবং নিশ্চিতভাবেই বহিরাগত৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ