1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুটি-পাউরুটি নিয়ে মিউজিয়াম!

২৮ ডিসেম্বর ২০১৭

‘পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি'৷ কাব্য, শিল্প, সাহিত্য, ধর্ম – প্রায় সব ক্ষেত্রেই রুটি বা পাউরুটির উল্লেখ পাওয়া যায়৷ রুটির ইতিহাস ও প্রভাব নিয়ে আস্ত একটা মিউজিয়াম রয়েছে অস্ট্রিয়ায়, যার স্থাপত্যশৈলিও নজর কাড়ার মতো৷

পাউরুটি মিউজিয়াম
ছবি: DW

ঘুরে আসুন পাউরুটি-মিউজিয়াম থেকে

03:48

This browser does not support the video element.

এ যেন স্বপ্নের এক বাড়ি৷ অস্ট্রিয়ার লিনৎস শহরের উপকণ্ঠে আস্টেন-এর ‘পানেউম' মিউজিয়াম ভবনটি যেন ভবিষ্যৎ থেকে উঠে এসেছে৷ প্রায় ১,০০০ বর্গ মিটার জুড়ে শুধু একটি বিষয় ফুটিয়ে তোলা হচ্ছে – পাউরুটি৷ পেটার আউগেনডপলার তাঁর বেকিং কোম্পানির দৌলতে গোটা বিশ্বে কোটি কোটি ইউরো আয় করছেন৷ পাউরুটির জন্য এমন এক স্মৃতিস্তম্ভ তৈরি করা ছিল তাঁরই স্বপ্ন৷ তিনি বলেন, ‘‘যে মুহূর্তে কিছুই ছিল না, তখন রুটিই ছিল সম্বল, তা সে যতই খারাপ হোক না কেন৷ সেটা খেয়ে বেঁচে থাকার উপায় ছিল৷ পাউরুটি না থাকলেই লোকে বুঝতো, আর কিছুই নেই৷ এটাই রুটির বৈশিষ্ট্য৷''

সাধের এই মিউজিয়ামের জন্য তিনি এক অসাধারণ ভবন গড়তে চেয়েছিলেন৷ ভিয়েনার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি সংস্থা কোয়প হিমেলবাউ মিউজিয়ামের নক্সা তৈরি করে৷ ভবনটির আকার-আয়তন সম্পর্কে ভল্ফ ডে প্রিক্স-এর নিজস্ব এক আইডিয়া ছিল৷ তিনি বলেন, ‘‘ভবনটির আকৃতি নিয়ে নিত্য নতুন ব্যাখ্যা শুনলে খুব খুশি হই৷ কেউ বলে রুটির ডেলা অথবা কেকের ছাঁচ৷ অবশ্যই ভুল ধারণা, কারণ আমি শুধু মেঘের জাহাজের কথা ভেবেই ভবনটি তৈরি করেছি৷''

কোয়প হিমেলবাউ সংস্থা তার উদ্ভাবনী নক্সার জন্য গোটা বিশ্বেই পরিচিত৷ ফ্রাংকফুর্ট শহরে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর থেকে শুরু করে মিউনিখ শহরের বিএমডাব্লিউ ওয়ার্ল্ড, অথবা ফ্রান্সের লিয়ঁ শহরে বিজ্ঞান ও নৃতত্ত্ব মিউজিয়াম ভবনও তাদেরই সৃষ্টি৷

গোটা ভবনটিকে সংগ্রাহকের ব্যক্তিগত প্রদর্শনীর মঞ্চ করে তোলাই ছিল লক্ষ্য৷ প্রদর্শনীর বস্তুগুলিকে শুধু কাচের কেসের আড়ালে রাখা হয়নি, দেওয়াল ও সিলিং-এও কিছু বস্তু শোভা পাচ্ছে৷ ঘরের মাঝে ঘোরানো সিঁড়ি দিয়ে দর্শকরা চার তলার উপর মিউজিয়ামের মূল কাঠের কামরায় পৌঁছতে পারেন৷ পেটার আউগেনডপলার নিজেই বেশ কয়েক বছর ধরে প্রায় ১,২০০ বস্তু সংগ্রহ করেছেন৷ তিনি বলেন, ‘‘আমরা দর্শকদের দেখাতে চাই, পাউরুটি কীভাবে বিগত ছয় থেকে আট হাজার বছর ধরে মানবজাতির ইতিহাসের উপর প্রভাব রেখেছে৷ শুধু খাদ্য নয় – কৃষি, শিল্প, সংস্কৃতি, ধর্মসহ মানুষের জীবনের সব ক্ষেত্রেই রুটির ভূমিকা রয়েছে৷''

প্রায় ৯,০০০ বছর প্রাচীন ‘গ্রেন স্ল্যাব' বা শস্যের ফলকের মাধ্যমে মিউজিয়ামে রুটির আদি যুগও ফুটিয়ে তোলা হয়েছে৷ বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যে রুটিকে কীভাবে সম্মান দেখানো হয়েছে, মিউজিয়ামে তারও দৃষ্টান্ত দেখা যায় – যেমন দক্ষিণ অ্যামেরিকা বা প্রাচীন মিশরীয় সভ্যতায়৷ শিল্পের ক্ষেত্রেও রুটি তৈরির প্রক্রিয়া কীভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তারও স্বাদ পাওয়া যায়৷

রুবেন কালুস/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ