1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরব বসন্ত

৭ সেপ্টেম্বর ২০১২

আরব বসন্তের হাওয়া থেকে আরব সিনেমায় যে নতুন ঢেউ এসে লেগেছে, তা’ই যেন এবার দোলা দিয়েছে ভেনিস চলচ্চিত্র উৎসবে৷ নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো এক নতুন সৃজনশীলতার উৎসমুখ থেকে স্বৈরাচারের পাথর সরে গেছে৷

Saudi Arabian director Haifaa al-Mansour (R) and actress Waad Mohammed pose with a bicycle on the red carpet during the premiere screening of "Wadjda" during the 69th Venice Film Festival in Venice August 31, 2012. The movie, a story about a 11-year-old girl who dreams of owning a bicycle, is the first full-length feature ever filmed in Saudi Arabia, according to a media release. REUTERS/Max Rossi (ITALY - Tags: ENTERTAINMENT)
Venedig Filmfestival Haifaa al-Mansour und Waad Mohammedছবি: Reuters

আগে যে ধরণের সামাজিক বিষয়বস্তুগুলি জিনের মতো বোতলে পোরা থাকত, এখন তারাই যেন বেরিয়ে এসে রুপোলি পর্দায় নিজেদের জায়গা করে নিচ্ছে৷ পুরনো, সরকার-ঘেঁষা চিত্রপরিচালকরা তাদের কায়েমি স্বত্ব হারাচ্ছেন, তাদের স্থান নিচ্ছে নতুনরা৷

তিউনিশিয়ার চিত্রপরিচালক হিন্দে বুজেমা তাঁর ‘‘ইয়ে মন আখ'' বা ‘‘আগামীকালই তো ভালো ছিল'' তথ্যচিত্রটি নিয়ে এসেছিলেন ভেনিসে৷ ২০১১ সালের জানুয়ারিতে তিউনিশিয়ায় বিপ্লব চলার সময় বুজেমা তাঁর ছবিটি তৈরি করেন৷ বিবাহবিচ্ছেদের পর এক মায়ের কাহিনি, বিপ্লবের পর সুদিনের আশা যার ব্যর্থ হবে৷ বুজেমা এই আইদা'কে খুঁজে পান রাজপথের বিক্ষোভে৷ তখন ভিডিও ক্যামেরা নিয়ে রাস্তায় বেরোলেই ছবি হয়ে যেতো, বলেছেন বুজেমা৷

তিনি আইদা'র কাহিনি বেছে নেন কেননা মিডিয়া কভারেজে সাধারণ তিউনিশীয়দের কোনো জায়গা ছিল না, তারা ছিল উপেক্ষিত৷ ‘‘অথচ এই মানুষগুলিই তো বিপ্লবকে সফল করেছে,'' বলেছেন বুজেমা৷

ইটালির ভেনিস শহরে চলচ্চিত্র উৎসবস্থলছবি: picture-alliance/ dpa/dpaweb

শীত জুড়ে বসন্ত

‘‘এল শৈতা এলি ফৎ'', ‘উইন্টার অফ ডিসকন্টেন্ট' নামধারী কাহিনিচিত্রটি তৈরি করছেন মিশরীয় চিত্রপরিচালক ইব্রাহিল এল বাতুত৷ যে বিক্ষোভে হোসনি মুবারককে তাঁর গদি ছাড়তে হয়, সেই বিক্ষোভ চলাকালীন এই ছবি নির্মিত হয়েছে৷ এক ইন্টারনেট আন্দোলনকারী এই ছবির নায়ক - তাকে মুবারকের রাজত্বে শারীরিক নিপীড়নও সহ্য করতে হয়েছে৷ প্রখ্যাত অভিনেতা আমর ওয়াকেদ এই চরিত্রে অভিনয় করেছেন৷ মিশরের কলাজগতের যে সব বিশিষ্ট ব্যক্তি সর্বাগ্রে বিপ্লবের সপক্ষে নাম লেখান, ওয়াকেদ ছিলেন তাদের অন্যতম৷

ছবিটির পরিচালক এল বাতুত ছিলেন যুদ্ধের সংবাদদাতা৷ তিনি বিপ্লব প্রসঙ্গে বলেছেন: ‘‘আমরা যে দেওয়ালটিতে একটি ছোট্ট গর্ত করার চেষ্টা করছিলাম, মুবারক ও তার প্রশাসনের পতনের সঙ্গে সেটি অপ্রত্যাশিতভাবে ভেঙে পড়ে৷'' নিজের ছবি করা প্রসঙ্গে তাঁর মন্তব্য: ‘‘ভাবনাচিন্তার কোনো সময় ছিল না, তাই আমি একলাফে আমার পুরনো কাজেই ফিরে যাই৷ দেখতে শুরু করি, কিভাবে একটা ছবি করা যায়৷''

এই প্রথম সৌদি আরবে তৈরি একটি পূর্ণদৈর্ঘের কাহিনিচিত্র ভেনিসে প্রদর্শিত হয়েছে৷ ‘‘ওয়াজদা'' ছবির পরিচালক হাইফা আল মনসুর বলেছেন: ‘‘সমাজের জটিলতা যেন ফুঁসলে উঠে ফেটে বেরোচ্ছে৷ ছবি করার পক্ষে একটা দারুণ সময়৷''

এসি / জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ