রাশিয়ার মুদ্রা রুবলের দাম সোমবার রেকর্ড পরিমাণ কমেছে৷ সাময়িক ক্ষতি পোষাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘কী ইন্টারেস্ট রেট' সাড়ে নয় শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করেছে৷
বিজ্ঞাপন
ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার কয়েকটি ব্যাংককে সুইফট ব্যবস্থা থেকে বাদ দিতে শনিবার একমত হয় পশ্চিমা দেশগুলো৷ এছাড়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদও বাজেয়াপ্ত করতে একমত হয়েছে তারা৷
পশ্চিমারা আশা করছে, রুবল দুর্বল হয়ে পড়লে মূল্যস্ফীতি বাড়বে৷ এতে জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়ে রুশ নাগরিকরা বিক্ষুব্ধ হয়ে উঠতে পারেন৷
সোমবার দিনের শুরুতে এক ডলারের বিপরীতে রুবলের মান ছিল ১০০.৯৬৷ হামলা শুরুর আগের দিন বুধবার যেটা ছিল ৮৩.৫৷ আর এক ইউরোর বিপরীতে রুবলের মান ছিল ১১৩.৫২৷ বুধবার যেটা ছিল ৯৩.৫৷
আর্থিক নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব স্বীকার করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকোভ বলেন, ‘‘পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর প্রভাব আছে৷ কিন্তু সম্ভাব্য ক্ষতি পোষানোর মতো প্রয়োজনীয় সক্ষমতা আমাদের দেশের রয়েছে৷''
রাশিয়া-ইউক্রেন, কার কত শক্তি
তীব্র লড়াই শুরু হয়েছে। একনজরে রাশিয়া এবং ইউক্রেনের সামরিক শক্তি।
ছবি: Carlos Barria/REUTERS
যুদ্ধরত সেনা
ইউক্রেনের হাতে আছে দুই লাখ যুদ্ধরত সেনা। যারা সরাসরি লড়াইয়ে যোগ দিয়েছে। রাশিয়ার হাতে আছে আট লাখ ৫০ হাজার যুদ্ধরত সেনা। যারা যে কোনো সময় লড়াইয়ের ময়দানে নেমে পড়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এদেরই একটি অংশ এখন লড়াইয়ের ময়দানে আছে।
ছবি: Efrem Lukatsky/AP Photo/picture alliance
সংরক্ষিত সেনা
ইউক্রেনের হাতে সংরক্ষিত বা রিজার্ভড ব্যাটেলিয়ন আছে আড়াই লাখ। যারা প্রয়োজনে লড়াইয়ের ময়দানে নামবে। রাশিয়ার হাতেও সংরক্ষিত সেনার সংখ্যা আড়াই লাখ।
ছবি: Aris Messinis/AFP
প্যারামিলিটারি বাহিনী
রাশিয়ার প্যারামিলিটারি বাহিনীর সংখ্যা আড়াই লাখ। এর বাইরে স্পেশাল ফোর্স আছে। যারা ইউক্রেন হামলায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। ইউক্রেনের প্যারামিলিটারি বাহিনীর সংখ্যা মাত্র ৫০ হাজার।
ইউক্রেনের হাতে সাজোয়া গাড়ি বা আর্মার্ড ভেহিক্যালের সংখ্যা ১২ হাজার ৩০৩। রাশিয়ার হাতে এই ধরনের গাড়ির সংখ্যা ৩০ হাজার ১২২। বস্তুত, সম্পূর্ণ বুলেটপ্রুফ এই গাড়িগুলিতে করেই সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে পৌঁছায়। এর সাহায্যে প্রতিপক্ষের উপর আঘাতও হানা যায়।
ইউক্রেনের হাতে ফাইটার জেট বা যুদ্ধবিমান আছে ৬৯টি। রাশিয়ার কাছে সেখানে ফাইটারের সংখ্যা ৭৭২।
ছবি: Erik Romanenko/Tass/imago images
যুদ্ধের হেলিকপ্টার
যুদ্ধ করার মতো হেলিকপ্টার ইউক্রেনের কাছে আছে মাত্র ৩৪টি। রাশিয়ার কাছে সেখানে এই হেলিকপ্টারের সংখ্যা ৫৪৪। ইউক্রেন হামলার প্রথম দিন রাশিয়া এই হেলিকপ্টার প্রচুর পরিমাণে ব্যবহার করেছে। হেলিকপ্টারের সাহায্যে বোমা ফেলা হয়েছে। গুলি চালানো হয়েছে।
ছবি: Efrem Lukatsky/AP Photo/picture alliance
এবং নৌবহর
নৌবহরেও রাশিয়ার থেকে অনেক পিছিয়ে আছে ইউক্রেন। ইউক্রেনের যুদ্ধজাহাজের সংখ্যা ৩৮টি। রাশিয়ার হাতে সেখানে ৬০৫টি যুদ্ধজাহাজ। কৃষ্ণসাগরে যার অনেকগুলিকে স্ট্যান্ডবাই করে রাখা হয়েছে।
ছবি: Iranian Army/AP Photo/picture alliance
পরমাণু শক্তি
ইউক্রেনের হাতে একটিও পরমাণু অস্ত্র নেই। অন্যদিকে রাশিয়া বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশ। ছয় হাজার ২৫৫টি পরমাণু অস্ত্র আছে তাদের হাতে।
ছবি: AP Photo/picture-alliance
10 ছবি1 | 10
এদিকে সোমবার ইউরোপের শেয়ারবাজারে মন্দা ভাব দেখা যাচ্ছে৷ গ্রিনিচ মান সময় সাড়ে ১১টার দিকে ইউরোপের শেয়ারবাজার প্রায় দেড় শতাংশ পড়তি ছিল৷ ওয়াল স্ট্রিটও পড়তি দিয়ে শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন৷
এদিকে ইউক্রেনে হামলা শুরুর পর অশোধিত তেলের দাম বেড়ে ১০০ ডলারে পৌঁছে গিয়েছিল৷ এরপর সেটা কিছুটা কমলেও এখনও দাম ২০১৪ সালের পর সর্বোচ্চ অবস্থায় আছে৷