1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুবলের দাম কমায় রেকর্ড

২৮ ফেব্রুয়ারি ২০২২

রাশিয়ার মুদ্রা রুবলের দাম সোমবার রেকর্ড পরিমাণ কমেছে৷ সাময়িক ক্ষতি পোষাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘কী ইন্টারেস্ট রেট' সাড়ে নয় শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করেছে৷

Banknote, 1000 russische Rubel
ছবি: picture-alliance/imageBroker

ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার কয়েকটি ব্যাংককে সুইফট ব্যবস্থা থেকে বাদ দিতে শনিবার একমত হয় পশ্চিমা দেশগুলো৷ এছাড়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদও বাজেয়াপ্ত করতে একমত হয়েছে তারা৷

পশ্চিমারা আশা করছে, রুবল দুর্বল হয়ে পড়লে মূল্যস্ফীতি বাড়বে৷ এতে জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়ে রুশ নাগরিকরা বিক্ষুব্ধ হয়ে উঠতে পারেন৷

সোমবার দিনের শুরুতে এক ডলারের বিপরীতে রুবলের মান ছিল ১০০.৯৬৷ হামলা শুরুর আগের দিন বুধবার যেটা ছিল ৮৩.৫৷ আর এক ইউরোর বিপরীতে রুবলের মান ছিল ১১৩.৫২৷ বুধবার যেটা ছিল ৯৩.৫৷

আর্থিক নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব স্বীকার করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকোভ বলেন, ‘‘পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর প্রভাব আছে৷ কিন্তু সম্ভাব্য ক্ষতি পোষানোর মতো প্রয়োজনীয় সক্ষমতা আমাদের দেশের রয়েছে৷''

এদিকে সোমবার ইউরোপের শেয়ারবাজারে মন্দা ভাব দেখা যাচ্ছে৷ গ্রিনিচ মান সময় সাড়ে ১১টার দিকে ইউরোপের শেয়ারবাজার প্রায় দেড় শতাংশ পড়তি ছিল৷ ওয়াল স্ট্রিটও পড়তি দিয়ে শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন৷

এদিকে ইউক্রেনে হামলা শুরুর পর অশোধিত তেলের দাম বেড়ে ১০০ ডলারে পৌঁছে গিয়েছিল৷ এরপর সেটা কিছুটা কমলেও এখনও দাম ২০১৪ সালের পর সর্বোচ্চ অবস্থায় আছে৷

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ