1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজতুরস্ক

রুবল দিয়ে রাশিয়ার গ্যাস কিনবেন এর্দোয়ান

৮ আগস্ট ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান জানিয়ে দিলেন, তারা রুবল দিয়ে গ্যাস কিনবেন।

এর্দোয়ান
ছবি: MURAT KULA/TURKISH PRESIDENTIAL/AFP

রশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরো বাড়াচ্ছে তুরস্ক। রাশিয়ার দাবি মেনে তারা গ্যাস কিনবে বলে ঠিক করেছে। গ্যাসের আংশিক দাম রুবল দিয়ে মেটানো হবে। রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেছেন এর্দোয়ান।

রাশিয়া জানিয়েছে, পুটিনের সঙ্গে এর্দোয়ানের চার ঘণ্টা ধরে বৈঠক হয়েছে। তবে তুরস্ক গ্যাসের দামের কত শতাংশ রুবলে মেটাবে তা মস্কো বা ইস্তাম্বুল জানায়নি। এর্দোয়ানের এই সিদ্ধান্তে অ্যামেরিকা খুব একটা খুশি হবে না। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর অ্যামেরিকা তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। তারা চায়, বাকি দেশগুলিও যেন এই নিষেধাজ্ঞা মেনে চলে।

এর্দোয়ান যা বলেছেন

রাশিয়া থেকে ফেরার পথে বিমানে এর্দোয়ান সাংবাদিকদের বলেছেন, আর্থনৈতিক ক্ষেত্রে রাশিয়া ও তুরস্কের সম্পর্ক আরো ভালো করার সুযোগ আছে।

ইউরোপের অল্প কয়েকটি দেশ এখনো রাশিয়ায় বিমান চালায়। তার মধ্যে তুরস্ক একটি। রাশিয়ার পর্যটকরা যাতে তুরস্কে এসে বিপাকে না পড়েন, সেজন্য তাদের তুরস্কের পাঁচটি ব্যাংক বিশেষ পেমেন্ট ব্যবস্থা চালু করে রেখেছে।

তুরস্কে এখন সবচেয়ে বেশি সংখ্যায় যান জার্মানির পর্যটকরা। তারপরেই আছেন রাশিয়া থেকে আসা পর্যটকরা।

তুরস্ক কি রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল?

তুরস্ক ন্যাটোর সদস্য। তারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে চায়। তারা রাশিয়ার তেল ও গ্যাসের উপর অনেকটাই নির্ভর করে। ২০২১ সালে তুরস্ক তাদের চাহিদার অর্ধেক গ্যাস রাশিয়া থেকে আমদানি করেছিল। তাছাড়া তাদের তেলের এক চতুর্থাংশ আসে রাশিয়া থেকে। রাশিয়ার সঙ্গে যৌথভাবে তারা প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে।

জিএইচ/এসজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ