1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রাংকফুর্ট বইমেলা বয়কট

১৪ অক্টোবর ২০১৫

মঙ্গলবার জার্মানির ফ্রাংকফুর্টে বিশ্বের সবচেয়ে বড় বইমেলার উদ্বোধন হয়ে গেল৷ বইমেলায় এবারের অতিথি দেশ ইন্দোনেশিয়া৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ-ভারতীয় লেখক সালমান রুশদি৷ তাই বইমেলা বয়কট করেছে ইরান৷

Frankfurter Buchmesse Salman Rushdie
ছবি: Reuters/R. Orlowski

এক বিবৃতিতে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, ‘‘বাক স্বাধীনতার নামে কর্তৃপক্ষ এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছে যাঁকে ইসলামি বিশ্ব ঘৃণা করে৷'' অন্যান্য ইসলামি দেশকেও একই সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানায় ইরান৷

এদিকে, মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠান বক্তব্য রাখতে গিয়ে ‘দ্য স্যাটানিক ভার্সেস'-এর লেখক সালমান রুশদি বলেন, ‘‘বাকস্বাধীনতা ছাড়া অন্য কোনো স্বাধীনতা নেই৷''

রুশদি বলেন, ‘‘মানুষ হচ্ছে গল্প বলা প্রাণী, বাকস্বাধীনতার উপর হামলা মানে হলো মানুষের স্বভাবের উপর হামলা৷''

চলতি বছর ফ্রাংকফুর্ট বইমেলার অতিথি দেশ হচ্ছে ইন্দোনেশিয়া৷

এবারের বইমেলায় জার্মানিতে আশা শরণার্থীদের বিনামূল্যে বইমেলায় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে৷ তাঁদের জন্য তাঁদের ভাষা জানা গাইডেরও ব্যবস্থা করা হয়েছে, যেন শরণার্থীরা ঠিকমতো বইমেলা ঘুরে দেখতে পারেন৷ এছাড়া বইমেলায় আলোচনার অন্যতম বিষয় এবার শরণার্থী৷

ফ্রাংকফুর্ট বইমেলায় এবার বাংলাদেশ সরকারের নিজস্ব একটি প্যাভিলিয়ন থাকছে বলে জানিয়েছে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম৷ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বইমেলায় উপস্থিত থাকবেন বলে প্রতিবেদনে জানানো হয়৷

মিরোস্লাভ ভল্ফ টুইটারে লিখেছেন, ‘‘ফ্রাংকফুর্টের গাড়ি মেলায় দর্শণার্থী হয় প্রায় ১০ লক্ষ৷ আর বইমেলায় হয় দুই লাখ ৭০ হাজার৷ বইয়ের চেয়ে গাড়ি কীভাবে ইন্টারেস্টিং হয়?''

বুধ থেকে শুক্রবার পর্যন্ত শুধু প্রকাশক, ব্যবসায়ী ও সাংবাদিকদের জন্য মেলা খোলা থাকবে৷ এরপর শনি ও রবিবার সাধারণ দর্শণার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ