1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুশদিকে নিয়ে তসলিমা-অনুপম টুইট যুদ্ধ

২২ জানুয়ারি ২০১২

সালমান রুশদিকে নিয়ে মাইক্রো ব্লগ টুইটারে বেশ একটা যুদ্ধ হয়ে গেল বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এবং বলিউড অভিনেতা অনুপম খেরের মধ্যে৷

সালমান রুশদিছবি: DW/Cristian Stefanescu

ভারতে জয়পুর সাহিত্য উৎসবে আসার কথা থাকলেও পরে নিজেকে সরিয়ে নেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি৷ তার এই সিদ্ধান্তের কারণ হিসেবে রুশদি জানান, তাকে হত্যা করার জন্য নাকি মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের খুনীদের পাঠানো হয়েছিলো৷ তাই নিরাপত্তার কারণেই তিনি আসছেন না৷

রুশদির এই সিদ্ধান্তের পর বেশ চটেছেন বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন৷ টুইটারে তিনি রুশদির এই সিদ্ধান্তকে কাপুরুষতা বলে সমালোচনা করেছেন৷ তবে তার এই মন্তব্যের জবাব দিয়েছেন রুশদি ভক্ত এবং বলিউড অভিনেতা অনুপম খের৷ তিনি টুইটারে লেখেন, এই মন্তব্য এমন একজনের কাছ থেকে এসেছে যিনি নিজেই দেশ থেকে নির্বাসিত এবং ভারতে আশ্রয় নিয়েছেন৷ এরপরই শুরু হয় দুই জনের পাল্টাপাল্টি টুইট৷ এক পর্যায়ে তসলিমা, রুশদি ভক্তদের মাথায় গোবর, এমন মন্তব্যও করে বসেন৷ এরপর রণে ভঙ্গ দিয়েছেন ভারতীয় অভিনেতা অনুপম খের৷

তবে টুইট যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিলেও খের অবশ্য ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি তসলিমাকে গুরুত্ব দিতে চান না৷ এবং তসলিমার এই ধরণের মন্তব্যকেও তিনি পাত্তা দিচ্ছেন না৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ