1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুশনারা হয়ত জিতবেন, কিন্তু রূপা আর টিউলিপ?

৭ মে ২০১৫

ব্রিটেনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে৷ এবার প্রায় ১১ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ তাই সেখানে বসবাসরত বাঙালিদের মধ্যেও উৎসাহ, উদ্দীপনা দেখা দিয়েছে৷

Großbritannien wählt - Wahl zum Unterhaus im Vereinigten Königreich 2015
ছবি: picture-alliance/AP/S. Heppell

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, এবার মোট ১১ জন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ নির্বাচনে মনোনয়ন পেলেও তিন নারী প্রার্থীর কাছে বাংলাভাষী ভোটারদের প্রত্যাশা সবচেয়ে বেশি৷ এঁরা হলেন রুশনারা আলী, রূপা হক আর টিউলিপ সিদ্দিক৷ তিনজনই লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন৷ এর মধ্যে বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী রুশনারা আলী আবারও সহজেই জয়ী হবেন বলে আশা ঐ আসনের বাঙালিদের৷ তবে রূপা হক আর টিউলিপ সিদ্দিক এর কাজটি একটু কঠিন হবে৷ কারণ রূপা যে আসন থেকে লড়ছেন সেই ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনটি গতবার কনজারভেটিভদের কাছে হারিয়েছিল লেবার৷ আর টিউলিপের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে ত্রিমুখী লড়াই হবে৷

ব্রিটিশ নির্বাচন নিয়ে ব্রিটেন ও বাংলাদেশে বসবাসকারী বাঙালিদের মধ্যে উৎসাহের কয়েকটি নমুনা৷

এদিকে, ব্রিটেনে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের প্রকৃত সুযোগ থাকায় খুশি ফ্রাংক গার্ডনার৷ টুইটারে তিনি লিখেছেন:

তবে সুযোগ থাকার পরও অনেক ভোটার ভোট দিতে যান না৷ তাই ভোটারদের সচেতন করে তুলতে টুইট করছেন অনেকে৷ এক্ষেত্রে তাঁরা #Ivoted নামে একটি হ্যাশট্যাগ ব্যবহার করছেন৷

নির্বাচন ও তার সম্ভাব্য ফলাফল নিয়ে গণমাধ্যমে অনেক বিশ্লেষণধর্মী লেখা প্রকাশিত হয়েছে৷ এর মধ্যে গার্ডিয়ানে প্রকাশিত একটি কলামকে ‘সবচেয়ে বিচক্ষণধর্মী' বলে মনে হয়েছে হ্যারি পটার খ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক জেকে রাওলিং এর কাছে৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ