1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর কোরিয়া

রুশ-চীনের নেতার সামনে উত্তর কোরিয়ায় প্যারেড

২৮ জুলাই ২০২৩

কোরিয়া যুদ্ধের ৭০ তম বার্ষিকী উপলক্ষে পিয়ংইয়ংয়ে সামরিক প্যারেড হলো। অভিবাদন নিলেন কিম জং উন।

পিয়ংইয়ংয়ে প্যারেডে কিম জং উনের  পাশে ছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী এবং চীনের নেতা।
করোনার পর এই প্রথম বিদেশি অতিথিদের সামনে উত্তর কোরিয়ায় প্যারেড হলো। ছবি: KCNA/REUTERS

কিমের দুই পাশে ছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতা লি হংঝং।

২৭ জুলাই এমনিতেই বিজয় দিবস হিসাবে পালন করে উত্তর কোরিয়া। এবার ছিল তার ৭০তম বার্ষিকী। 

সরকারি মিডিয়া জানিয়েছে, পরমাণু অস্ত্র বহন করতে পারে এমন ক্ষেপণাস্ত্র ও নতুন ড্রোন ছিল প্যারেডের অন্যতম আকর্ষণ। দুইটি অস্ত্রই উত্তর কোরিয়ার সেনার হাতে সদ্য তুলে দেয়া হয়েছে।

কিম ইল সুং স্কোয়ারে এই প্যারেড হয়। একটা বারান্দা থেকে তা দেখেন কিম জন উন, সের্গেই শোইগু, লি হংঝং ও অন্যরা। উপগ্রহ ছবিতে দেখা গেছে, এই প্যারেড দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন।

রাশিয়া ও চীনের উপস্থিতি

করোনার পর এই প্রথম কোনো বিদেশি নেতা উত্তর কোরিয়ায় গেলেন। সের্গেই শোইগু ও লি হংঝংয়ের উপস্থিতি তাই গুরুত্বপূর্ণ।

কোরিয়া যুদ্ধের ৭০ তম বার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে উত্তর কোরিয়ায় সামরিক প্যারেড। ছবি: KCNA/REUTERS

তাছাড়া রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর এখন অ্যামেরিকার নেতৃত্বে পশ্চিমা দুনিয়ার সঙ্গে রাশিয়া ও তার সহয়োগী দেশের বিরোধ তুঙ্গে উঠেছে। এই পরিস্থিতিতে রাশিয়া ও চীনের নেতার উপস্থিতিতে ইন্টার কন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল প্যারেডে সামিল করলো উত্তর কোরিয়া। এই মিসাইল অ্যামেরিকায় গিয়ে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ