1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

রুশ পরমাণু বাহিনীতে সর্বোচ্চ সতর্কতা জারি 

২৭ ফেব্রুয়ারি ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন রোববার দেশটির পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন৷ এক টেলিভিশন বার্তায় তিনি এই তথ্য জানান৷

রাশিয়ার প্রেসেডেন্ট ভ্লাদিমির পুটিন রোববার দেশটির পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন৷ এক টেলিভিশন বার্তায় তিনি এই ঘোষণা দেন৷
ছবি: Alexey Nikolsky/AFP

পুটিন বলেন, ‘‘আমি প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফকে নির্দেশ দিয়েছি যাতে রুশ পরমাণু প্রতিরোধ বাহিনীকে বিশেষ যুদ্ধাবস্থার প্রস্তুতিতে রাখা হয়৷’’

রাশিয়ার বিরুদ্ধে একযোগে পশ্চিমাদেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর এই পদক্ষেপ নিলেন পুটিন৷ 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস জানিয়েছে, এর মধ্য দিয়ে পুটিন নতুন করে হুমকি তৈরির চেষ্টা করছেন৷ হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘আমরা তার এমন কর্মকাণ্ড বরাবরই লক্ষ্য করেছি৷ কোন সময়ই ন্যাটো রাশিয়ার জন্য হুমকি ছিল না৷ এর সবই প্রেসিডেন্ট পুটিনের কর্মপদ্ধতি এবং আমরা এর জন্য তৈরি আছি৷ আমাদের নিজেদের রক্ষার ক্ষমতা রয়েছে৷’’
ন্যাটো প্রধান ইয়েন্স শ্টলটেনব্যার্গ সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে, এগুলো পুটিনের ‘আক্রমণাত্মক কথাবার্তা’ বলে খারিজ করে দিয়েছেন৷

প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেনও৷ দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, পুটিন যদি ইউক্রেনের বিপক্ষে পরমাণু অস্ত্র ব্যবহার করে সেটা হবে গোটা বিশ্বের জন্য বিপর্যয়৷ কিন্তু এতে ইউক্রেন ভেঙ্গে পড়বে না৷ দুই পক্ষ আলোচনায় রাজি হওয়ার পর পুটিনের এমন বার্তায় ইউক্রেন চাপে পড়ছে না বলেও জানান তিনি৷ 

বেলারুশে আলোচনায় ইউক্রেন-রাশিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুশে রাশিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাবে সম্মতি দিয়েছেন৷ বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ফোনে কথা বলার প্রেক্ষিতে জেলেনস্কি আলোচনার জন্য প্রতিনিধি পাঠাতে রাজি হয়েছেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে৷ 

রোববার ইউক্রেনের দ্বিতীয় বড় শহর খারকিভে হামলা চালিয়েছে রাশিয়া৷ ইউক্রেন কর্তৃপক্ষ স্থানীয় সময় দুপরে জানিয়েছে শহরটি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে৷

রাতে গ্যাস পাইপলাইনসহ শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় রুশ বাহিনী৷ সকাল নাগাদ সেখানে রুশ সেনাযানের উপস্থিতির কথাও জানা যায়৷ তবে পরবর্তীতে টেলিগ্রামে সেখানকার গভর্নর দাবি করেন, ইউক্রেনের বাহিনী অভিযান চালিয়ে রুশ সেনাদের বিতাড়িত করেছে৷ তিনি বলেন, ‘‘খারকিভ আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে আছে৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ