করোনার পর এই প্রথম কোনো বিদেশি অতিথির সঙ্গে দেখা করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
বিজ্ঞাপন
উত্তর কোরিয়ার সরকারি মিডিয়া জানিয়েছে, প্রতিরক্ষা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। গুরুত্ব পেয়েছে, দুই দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়টি।
সরকারি সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, দুই দেশের মধ্যে কৌশলগত ও চিরাচরিত সম্পর্ককে বাড়িয়ে নিয়ে যেতে এই দুই নেতার বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কাং সুন নামের সঙ্গেও আলাদা করে বৈঠক করেছেন।
গত তিন বছরের মধ্যে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীই প্রথম বিদেশি নেতা, যিনি উত্তর কোরিয়া এলেন। কোরিয়া যুদ্ধের ৭০ তম বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি উত্তর কোরিয়া এসেছেন। চীনের একটি প্রতিনিধিদলও একই কারণে এসেছে।
কিম জং উনের তিন দিনের চমক ও বিরল কিছু মুহূর্ত
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যেন আনন্দের সংবাদ দিতেই যেন হাসিমুখে, সশরীরে হাজির হয়েছেন৷ মাত্র কয়েকদিনের মধ্যে বড় দুটি ঘটনা ঘটেছে তার দেশে৷ সেসবের ছবি প্রকাশ করেছে তার সরকার৷ দেখুন ছবিঘরে...
ছবি: KCNA/Reuters
বাগানে কিম জং উন
এভাবে তাকে আগে কখনো দেখেছেন? বিরল দৃশ্য, তাই না?
ছবি: KCNA/Reuters
কিমের গ্রিন হাউস
গত বছর পর্যন্ত এই জায়গাটায় মিশাইল পরীক্ষা করা হতো, অর্থাৎ ছুঁড়ে দেখা হতো মারণাস্ত্র ঠিকঠাক কাজ করে কিনা৷ সম্প্রতি সেখানে গ্রিন হাউস খামার উদ্বোধন করেছেন কিম জং উন৷ ওপরে সেই রিয়োনফো গ্রিন হাউস ফার্মের ছবি৷
ছবি: KCNA/Reuters
ফিতা কাটার মুহূর্ত
রিয়োনফো গ্রিন হাউস উদ্বোধণর আয়োজনটা ছিল ব্যাপক৷ আনুষ্ঠানিকতার শুরু হয় এভাবে, ফিতা কেটে৷
ছবি: KCNA/Reuters
মহানন্দে কিম
রিয়োনফো গ্রিন হাউস ফার্ম উদ্বোধনের সময় খুব ফুরফুরে মেজাজে ছিলেন কিম জং উন৷ ওপরে বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তার আনন্দঘন একটি মুহূর্ত৷
ছবি: KCNA/Reuters
রিয়োনফো গ্রিন হাউস ফার্ম
সাবেক বিমানঘাঁটিতে গ্রিন হাউস খামারকে দেশের মানুষের জীবনমান উন্নয়নের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন কিম জং উন৷ গত ডিসেম্বরে এমন এক লক্ষ্যের কথা বলেছেন তিনি৷ ছবিতে উদ্বোধনের দিনে রিয়োনফো গ্রিন হাউস ফার্ম৷
গ্রিন হাউস উদ্বোধনে এসেছেন দেশের সর্বোচ্চ নেতা কিম জং উন৷ আয়োজনের মধ্যমণি তিনি ছাড়া কে হবেন? এমন সহাস্য সম্ভাষণেও সিক্ত হয়েছেন তিনি৷
ছবি: KCNA/Reuters
কিমের আরেকটি আনন্দের দিন
এর আগে গত ৯ অক্টোবর দুটি স্বল্প-পাল্লার মিসাইল পরীক্ষা করে উত্তর কোরিয়া৷ দু সপ্তাহের মধ্যে সপ্তমবারের মতো মিসাইল ছোঁড়ার মুহূর্ত কাছ থেকেই দেখেছেন কিম জং উন৷
ছবি: KCNA/Reuters
উড়ে যায় মিসাইল
৯ অক্টোবর এভাবেই কালো ধোঁয়া ছড়িয়ে উড়ে যায় মিসাইল৷ পরে এর ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া সরকার৷
ছবি: KCNA/Reuters
সামরিক মহড়ায় কিম জং উন
সম্প্রতি উত্তর কোরিয়া সামরিক, নৌ ও বিমান বাহিনী বড় পরিসরের এক সামরিক মহড়ায় অংশ নেয়৷ সেই মহড়ায় সেনা কর্মকর্তাদের সঙ্গে কিম জং উন৷
ছবি: KCNA/Reuters
10 ছবি1 | 10
বৃহস্পতিবার যুদ্ধের ৭০তম বার্ষিকীতে বিশাল প্যারেডের আয়োজন করা হয়েছে। অতীতে এই ধরনের প্যারেডে উত্তর কোরিয়া তাদের সামরিক শক্তির কতটা তা বুঝিয়ে দিয়েছে। তাদের হাতে সর্বশেষ কী কী অস্ত্র এসেছে, তাও দেখানো হয়েছে। এবারেও প্যারেডে সেরকম চমক থাকতে পারে।
আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়া এবং চীনই উত্তর কোরিয়ার পাশে আছে। উত্তর কোরিয়াও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেছে। জাতিসংঘে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির চেষ্টা রাশিয়া ও চীনের বাধায় সফল হতে পারেনি।