1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রাইমিয়ায় গণভোট শেষ

১৭ মার্চ ২০১৪

ক্রাইমিয়ায় বহুল আলোচিত গণভোট শেষ৷ গণভোটে প্রত্যাশিতভাবে রুশ ফেডারেশনে যোগ দেয়ার রায়ই দিয়েছে ক্রাইমিয়ার জনগণ৷ ভোটে অংশ নিয়েছেন ৮৩ ভাগ ভোটার৷ এর মধ্যে ৯৬ দশমিক ৮ ভাগ জানান, তাঁরা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে৷

Simferopol Referendum Krim Ukraine Russland Konflikt Krise 2014
ছবি: Reuters

ক্রাইমিয়ায় এখন আনন্দ মিছিল চলছে৷ বর্ণিল পোশাক পরে নেচে-গেয়ে আনন্দ করতে করতে অনেকে বলছেন, ‘‘আমরা দখলমুক্ত হয়েছি'', ‘‘ক্রাইমিয়ার সঙ্গে ইউক্রেন এতদিন আলুর বস্তার মতো আটকে ছিল৷'' কিন্তু ক্রাইমিয়ার সাধারণ মানুষ ইউক্রেন থেকে আলাদা হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে উল্লসিত হলেও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তাতে ক্ষুব্ধ৷ রবিবার, অর্থাৎ ক্রাইমিয়ায় গণভোটের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ সংক্ষিপ্ত কথোপকথনের মূল উদ্দেশ্য ছিল, যুক্তরাষ্ট্র এবং ‘বিশ্বসম্প্রদায়' যে রাশিয়াসমর্থিত এ গণভোট মেনে নেবে না – এ কথা জানানো৷

এদিকে সোমবার টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে গণভোটের ফলাফল ঘোষণা করার সময় নির্বাচন কমিশনের প্রধান মিখাইল মালিশেভ জানান, গণভোট সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, ভোট নিয়ে একটা অভিযোগও কেউ করেননি৷ তবে ইউক্রেনের অন্তর্বর্তীকালীন সরকার মনে করে এ গণভোট নিতান্তই একটি ‘সার্কাস' এবং রুশ সৈন্যদের বন্দুকের নলের মুখে আয়োজিত এ ভোটে প্রকৃত জনমত প্রকাশ পায়নি৷

খুব গুরুত্বপূর্ণ দুটি বৈঠক হচ্ছে সোমবার৷ ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় বসছেন ব্রাসেলসে৷ তাঁদের আলোচনার বিষয় ক্রাইমিয়াকে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করায় ভূমিকা রাখার কারণে রাশিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করা৷ আরেকটি বৈঠক হবে ক্রাইমিয়ায়৷ সেখানকার সংসদ এক বিশেষ অধিবেশনে রাশিয়ার প্রতি ক্রাইমিয়াকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করার আহ্বান জানাবে বলে জানা গেছে৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ