1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেমৎসভ হত্যা

মানসী গোপালাকৃষ্ণান/এসি২ মার্চ ২০১৫

শুক্রবার বিরোধী নেতা বরিস নেমৎসভকে ক্রেমলিনের অদূরে গুলি করে হত্যা করে অজ্ঞাত আততায়ীরা৷ নেমৎসভ-এর তাৎপর্য সম্পর্কে রাশিয়া বিশেষজ্ঞ ইয়ুরি বারমিন-এর সাক্ষাৎকার৷

Oppositionspolitiker Boris Nemtsov Nemzow
বরিস নেমৎসভছবি: picture-alliance/dpa

ডয়চে ভেলে: নেমৎসভ-এর হত্যাকাণ্ড এ রকম সাড়া তুলেছে কেন?

ইয়ুরি বারমিন: নেমৎসভ ছিলেন পুটিন এবং পূর্ব ইউক্রেনের সংকটে রাশিয়ার সম্ভাব্য সংশ্লেষের উগ্র সমালোচক৷ তাঁর হত্যাকাণ্ড চাঞ্চল্য সৃষ্টি করেছে কেননা পয়লা মার্চ মস্কোয় একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবার কথা ছিল, নেমৎসভ যার উদ্যোক্তাদের মধ্যে ছিলেন৷ বিরোধীপক্ষ দুটি ঘটনার মধ্যে যোগাযোগ আছে বলে সন্দেহ করছে৷

নেমৎসভ কে? এত বছর পরে তিনি এতোটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন কিভাবে?

রাজনীতিতে নেমৎসভ একটি ভালো ক্যারিয়ার করেছেন৷ নব্বই-এর দশকে তিনি নিজনি নোভোগরদ শহরে প্রেসিডেন্ট ইয়েলৎসিন-এর প্রতিনিধি ছিলেন৷ পরে তিনি ঐ এলাকার গভর্নর হিসেবে কাজ করেন এবং তারপর সরকারে উপপ্রধানমন্ত্রী হন৷ কাজেই তিনি রাশিয়ার সবচেয়ে উদারপন্থি বছরগুলিতে একজন বিশিষ্ট রাজনীতিক ছিলেন৷ প্রথম চেচনিয়া যুদ্ধ চলাকালীন তিনি চেচনিয়া থেকে রুশ সৈন্যাপসারণের প্রবক্তা ছিলেন৷ পুটিনের আমলে নেমৎসভ রুশ সংসদে উদারপন্থি বিরোধীপক্ষের সদস্য ছিলেন৷ সম্প্রতি তিনি রাশিয়ায় দুর্নীতি সম্পর্কে বিবরণ এবং প্রবন্ধ প্রকাশ শুরু করেছিলেন৷

ইয়ুরি বারমিনছবি: privat / Nemzow

নেমৎসভ কি পুটিনের পক্ষে ঝুঁকি ছিলেন?

উনি পুটিনের পক্ষে ঝুঁকি ছিলেন বলে আমি মনে করি না৷ অন্তত নেমৎসভকে তা বলে মনে করা হতো না৷ তিনি রাশিয়াতে বিরোধীপক্ষের একজন বিশিষ্ট নেতা ছিলেন বৈকি, কিন্তু রাজনৈতিকভাবে তিনি পুটিনের পক্ষে কোনো ঝুঁকি ছিলেন না৷ উদারপন্থি রাজনীতিক ইলিয়া ইয়াশিন, যিনি নেমৎসভ-এর বন্ধু ছিলেন, তিনি দাবি করেছেন যে, নেমৎসভ ইউক্রেনে রাশিয়ার সংশ্লেষ সম্পর্কে একটি বিবরণ প্রকাশ করতে চলেছিলেন৷ কাজেই একটি অভিমত হলো, সেই রিপোর্টের প্রকাশনা রোখার জন্য তাঁকে হত্যা করা হয়েছে৷

পুটিনের মুখপাত্র নেমৎসভ-এর হত্যাকাণ্ডকে প্ররোচনা বলে বর্ণনা করেছেন কেন? সপ্তাহান্তে বিরোধীপক্ষ যে ব়্যালি করবার পরিকল্পনা করছিল, তার সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে?

ব়্যালি হবার কথা ছিল পয়লা মার্চ৷ সেটাকে বলা হচ্ছিল অর্থনৈতিক সংকট বিরোধী ব়্যালি৷ শোনা যাচ্ছে, উদ্যোক্তাদের একাংশ এই ব়্যালিকে দেশে রাজনৈতিক পরিবর্তনের দাবিতে রাজনৈতিক ব়্যালি আখ্যা দিতে চেয়েছিলেন৷ কাজেই বিরোধীপক্ষের মধ্যেই এই দু'টি গোষ্ঠীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে৷... ক্রেমলিনপন্থি কিছু ব্লগার আভাস দিয়েছেন যে, নেমৎসভ-এর হত্যাকাণ্ড হয়ত ১লা মার্চের ব়্যালির প্রকৃতি বদলে দেবার প্রচেষ্টার সঙ্গে জড়িত৷ সেই কারণেই সম্ভবত পুটিনের মুখপাত্র এই হত্যাকাণ্ডকে ব়্যালির বিরুদ্ধে প্ররোচনা বলে অভিহিত করেছেন৷ এছাড়া ক্রেমলিন স্বভাবতই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরকারের কোনো রকম সংশ্লেষ সংক্রান্ত গুজব প্রত্যাখ্যান করতে উদ্যত৷

ইউরি বারমিন আবু ধাবি-বাসী একজন রাশিয়া বিশেষজ্ঞ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ