1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
উদ্ভাবনরুয়ান্ডা

রুয়ান্ডার কৃষকদের জন্য আসছে ই-ট্রাক্টর

১৫ ফেব্রুয়ারি ২০২৩

রুয়ান্ডায় কৃষকদের সহায়তার জন্য এমন একটি ট্রাক্টর তৈরি করা হচ্ছে যেটা সৌরশক্তি দিয়ে চলবে৷ এই ট্রাক্টর দিয়ে জমি চাষ করা ছাড়াও সেচ দেয়া, কীটনাশক ছিটানোর কাজও করা যাবে৷

Afrika Rwamagana Solar Farm in Ruanda
ছবি: Imago/Nature Picture Library

রুয়ান্ডায় কিছু ট্রাক্টর দেখা যায়৷ তবে সেগুলো পুরনো৷ কারণ, ইউরোপে সেগুলো ব্যবহৃত হয়েছে৷ এগুলো থেকে অনেক শব্দ হয়৷ ডিজেলও সবসময় পাওয়া যায় না৷ আর জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ডিজেল ব্যবহার আর্থিকভাবে লাভজনকও নয়৷

জার্মানির গাড়িনির্মাতা ফলক্সভাগেন রুয়ান্ডার কিগালি বিশ্ববিদ্যালয় ও জার্মানির উন্নয়ন সংস্থা জিআইজেডের সঙ্গে মিলে এমন ট্রাক্টরের প্রোটোটাইপ তৈরি করেছে৷

সৌরশক্তি দিয়ে ব্যাটারি চালানো হয়৷ সৌরশক্তি শুধু পরিবেশবান্ধব নয়, এটা গ্রিড ছাড়াও ব্যবহার করা যায়৷ রুয়ান্ডার মাত্র অর্ধেক এলাকা গ্রিডের আওতায় আছে৷

রুয়ান্ডা বিশ্ববিদ্যালয়ের ব্যার্নার্ড ম্যানইয়াজিকিয়ি ও তার দল ব্যাটারির উন্নয়নে কাজ করছে যেন খুব শিগগির ই-ট্রাক্টর দিয়ে কাজ শুরু করা যায়৷

রুয়ান্ডা বিশ্ববিদ্যালয়ের ব্যার্নার্ড ম্যানইয়াজিকিয়ি জানান, ‘‘রুয়ান্ডার জন্য এমন ই-ট্রাক্টর প্রয়োজন৷ এটা খুব সহজে ব্যবহার করা যাবে৷ পরিবেশ দূষণ কম হবে৷ আর কৃষি উৎপাদনও বাড়বে৷''

রুয়ান্ডার দ্রুত বেড়ে চলা জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে কৃষি উৎপাদন বাড়াতে হবে৷ জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে দীর্ঘসময় ধরে খরা চলায় অল্প সময়ে বেশি ফসল উৎপাদনের প্রয়োজন দেখা দিয়েছে৷

ই-ট্রাক্টরগুলোকে প্রত্যন্ত অঞ্চলে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা ফলক্সভাগেনের প্রকৌশলী লাঙ্গের জন্য বড় চ্যালেঞ্জ৷

ফলক্সভাগেন গ্রুপ ইনোভেশন হোলগার লাঙ্গে বলছেন, ‘‘লক্ষ্য হচ্ছে, এমন একটি ইলেক্ট্রিক ট্রাক্টর বানানো যেটা সহজে ব্যবহার করা যাবে৷ এছাড়া সেটি যেন সহজে রক্ষণাবেক্ষণ ও ঠিক করা যায়, সেটাও মাথায় রাখতে হচ্ছে৷''

রুয়ান্ডার মাঠেঘাটে ব্যবহারের উপযোগী করতে ট্রাক্টরের প্রোটোটাইপকে আরও উন্নত করতে হবে৷ তাই ভবিষ্যতে যারা এটি ব্যবহার করবেন তাদের সঙ্গে কথা বলছেন নির্মাতারা৷

রুয়ান্ডা বিশ্ববিদ্যালয় পিয়েরে ডেমিয়েন বলেন, ‘‘ই-ট্রাক্টরের ডিজাইন কেমন হওয়া উচিত, কোন কাজ করতে পারা উচিত এবং এই ট্রাক্টর দিয়ে আর কী করা যেতে পারে, তা আমরা জানতে চাই৷''

রুয়ান্ডায় ট্রাক্টর দিয়ে শুধু চাষের কাজ করতে পারাই যথেষ্ট নয়৷ কৃষি উৎপাদন ও চাষের এলাকা তখনই বাড়ানো সম্ভব, যদি আরও কিছু কাজ স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব হয়৷ সেচের কাজেও ট্রাক্টরকে কাজে লাগানো যায় কিনা, তাও পরীক্ষা করে দেখা হচ্ছে৷

শিগগিরই এমন ট্রাক্টর বাজারে আসবে কিনা সে ব্যাপারে অনেক কৃষক নিশ্চিত না হলেও তারা একটা ব্যাপারে নিশ্চিত যে, এই ট্রাক্টর তাদের জীবনে পরিবর্তন আনবে৷

কৃষক ডোমিনান্ট মুকাকামানজি বলছেন, ‘‘যদি আমরা সত্যিই এমন ট্রাক্টর পাই তাহলে এটা কৃষকদের জন্য মুক্তির বার্তা নিয়ে আসবে, কারণ তখন আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে না৷''

২০২৪ সালের মধ্যে ই-ট্রাক্টর বাজারে আসতে পারে৷ আশা করা হচ্ছে, একজন কৃষকের বদলে পুরো একটি গ্রাম মিলে একটি ট্রাক্টর কিনবে৷ একটি সংগঠনের আওতায় পরিচালিত ট্রাক্টরটি অনেক কাজ সহজ করবে৷

থেমিস্টোকল হাকিজিমানা ও পেটার ওজনি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ