রূপগঞ্জের অগ্নিকাণ্ডে মার্কিন প্রতিনিধির উদ্বেগ
১৪ জুলাই ২০২১ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর অনুযায়ী, মঙ্গলবার এক টুইটে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্যাথরিন তাই বলেন, ‘‘নারায়ণগঞ্জে কারখানার খবরটি হৃদয়বিদারক এবং গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে৷ বাংলাদেশ কর্তৃপক্ষকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং আর কখনো যাতে এমন বিপর্যয় না ঘটে, সেজন্য এখনই পদ্ধতিগত পরিবর্তন আনা প্রয়োজন৷ দুঃখজনক এই ঘটনায় হতাহতের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি, যার মধ্যে শিশু রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে৷’’ গত বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক শ্রমিকের মৃত্যু হয়, আহতও হন অনেকে৷
সেজান জুস, নোসিলা, ট্যাং, কুলসন ম্যাকারনি, বোর্নভিটার মতো জনপ্রিয় সব খাদ্যপণ্য তৈরি হতো সজীব গ্রুপের ওই কারখানায়৷ কারখানার অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ, জরুরি বের হওয়ার পথে তালা লাগানো ছিল৷ এসব তথ্য জানা যায় অগ্নিকাণ্ডের ঘটনার পর৷ সেখানে শিশু শ্রমিকের কাজের বিষয়টিও তখন প্রকাশ্যে আসে৷
ভয়াবহ এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে৷ মামলায় হাসেম ফুডস লিমিটেডের মালিক মো. আবুল হাসেম ও তার চার ছেলেসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)