1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রূপগঞ্জে কারখানায় আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৫২

৯ জুলাই ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া হাসেম ফুডস কারখানা থেকে আরও ৪৯টি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন শুক্রবার দুপুরে এ তথ্য জানান বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ তিনি বলেন, ‘‘চারটি অ্যাম্বুলেন্সে করে আমরা ৪৯ জনের মৃতদেহ পাঠিয়েছি৷ আমরা চতুর্থ তলা পর্যন্ত যেতে পেরেছি৷ উপরের দুই ফ্লোরে এখনও আগুন জ্বলছে৷ আমাদের কাজ শেষ হয়নি, চূড়ান্ত সংখ্যা এখনই বলা যাচ্ছে না৷’’

ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

নতুন করে ৪৯ জনের মরদেহ পাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে হল ৫২ জন৷ এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন৷ 

রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত বলেন, ‘‘অনেক লাশ শনাক্ত করার মতো অবস্থায় নেই৷ সেগুলো ঢাকা মেডিকেলের ডিএনএ পরীক্ষার জন্য বলা হবে৷’’

আগুন কীভাবে লাগল- সে বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি৷

ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

কারখানার উপমহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ‘‘গ্যাস লাইন লিকেজ কিংবা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে৷’’

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

২ জুলাইয়ের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ